Market Price: জলের দরে মিলবে আটা-ডাল-পেঁয়াজ, রাজ্যে কোন কোন বাজারে পাবেন Bharat ব্র্যান্ড?

Market Price: ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গমের দাম বাড়তে শুরু করেছিল। ভারতেও সেই সময় আটার দাম এক লাফে ৩ থেকে ৪ টা বেড়ে যায় প্রতি কেজিতে। সেই দাম নিয়ন্ত্রণে আসেনি এখনও। তাই দীপাবলির আগে এক বিশেষ উদ্যোগ নিয়েছে মোদী সরকার। স্বস্তির খবর এনেছে মধ্যবিত্ত পরিবারে।

Market Price: জলের দরে মিলবে আটা-ডাল-পেঁয়াজ, রাজ্যে কোন কোন বাজারে পাবেন Bharat ব্র্যান্ড?
সবজি বাজার (ফাইল ছবি)Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 6:03 AM

কলকাতা: বিগত বেশ কয়েক মাস ধরেই বাজারে আটার দাম বেশ চড়া। কেন্দ্র গম রফতানি বন্ধ করে দিলেও দামের ক্ষেত্রে খুব একটা সুরাহা হয়নি। এরই মধ্যে দীপাবলির মুখে একটু হলেও স্বস্তির খবর। সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্যাকেটজাত আটা বাজারে ছাড়ল মোদী সরকার। ‘ভারত আটা’ ব্র্যান্ড নামে ওই আটা বিক্রি করা হচ্ছে, যার দর সাড়ে ২৭ টাকা প্রতি কেজি। নাফেড-এর বিক্রয়কেন্দ্র, সমবায় কেন্দ্র এবং সেন্ট্রাল গ্রসারি স্টোর থেকে ভারত আটা কেনা যাবে। শুধু আটা নয়, ভারত ব্র্যান্ডে ডাল ও পেঁয়াজও মিলবে ওইসব জায়গা থেকে। ভারত ব্র্যান্ডের ছোলা ও মুসুর ডালের দাম কেজি প্রতি ৬০ টাকা, পেঁয়াজ কেজি প্রতি ২৫ টাকা। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক সূত্রে খবর, আপাতত ২ লক্ষ ৫০ হাজার টন আটা খোলা বাজারে বিক্রির জন্য ছাড়া হয়েছে। নাফেড ও সময়বায় কেন্দ্রগুলিকে ১ লক্ষ টন করে আটা দেওয়া হয়েছে। বাকি ৫০ হাজার টন আটা বিক্রি হবে সেন্ট্রাল গ্রসারি স্টোর থেকে।

একইভাবে যথেষ্ট পরিমাণ ডাল ও পেঁয়াজ বিক্রির জন্য দেওয়া হয়েছে বলে দাবি মোদী সরকারের। এ রাজ্যেও ছোট-বড় সব শহর ও গ্রামে সমবায় কেন্দ্র ও নাফেডের স্টোর থেকে ভারত আটা, ডাল ও পেঁয়াজ মিলবে। নাফেড-এর তরফ থেকে জানানো হয়েছে, গোটা দেশের ছোট – বড় বাজারগুলিতে ভ্যানে করে ভারত ব্র্যান্ডের পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত এই এই ভ্যান থেকে কেনাকেটা করা যাবে। কলকাতায় মানিকতলা, উল্টোডাঙা, সল্টলেক, শ্যামবাজার, গড়িয়াহাট, রাসবিহারী, গড়িয়া, সোনারপুরের মতো বড় বাজারে থাকবে সেই ভ্যান। জেলায় অধিকাংশ বড় বাজারেই ভারত ব্র্যান্ডের পণ্য মিলবে বলে বিবৃতিতে জানিয়েছে নাফেড। দীপাবলীর আগে কেন্দ্রের এই পদক্ষেপে স্বভাবতই স্বস্তির খবর এনেছে মধ্যবিত্ত পরিবারে।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গমের দাম বাড়তে শুরু করেছিল। ভারতেও সেই সময় আটার দাম এক লাফে ৩ থেকে ৪ টা বেড়ে যায় প্রতি কেজিতে। যুদ্ধ পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কিন্তু আটার দাম কমেনি। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, চলতি অর্থবর্ষে বিভিন্ন কারণে গম উত্‍পাদন ধাক্কা খেয়েছে। রফতানি বন্ধ হলেও তাই গমের দামে লাগাম টানা যায়নি।