Weather Update: ডিসেম্বরের শহরে কোথায় গা ঢাকা দিল শীত? কী বলছে হাওয়া অফিস?
Weather Update: মঙ্গলবার দুপুর অথবা বিকালে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। ঘূর্ণিঝড়ের পরোক্ষা প্রভাব পড়তে পারে বাংলায়। আগামী সপ্তাহেই বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে।
কলকাতা: কখনও রোদ, আবার কখনও মেঘ। কলকাতার আকাশে বিগত কয়েকদিন ধরে যেন এভাবেই লুকোচরি খেলা চলছে। সঙ্গে আবার বঙ্গোপসাগরে নিম্নচাপের ঢক্কানিনাদ। যা আবার ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে। সঙ্গে দোসর আবার পশ্চিমী ঝঞ্ঝা। সবে মিলিয়ে ডিসেম্বরের শহর থেকে যেন আচমকা গা ঢাকা দিয়েছে শীত। চলছে খোঁজ। নজর আলিপুরের আপেডেটে। কিন্তু, আপাতত শীতের আশা খুব একটা নেই বাংলায়। উল্টে তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরের দিকে থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের একেবারে ৫ ডিগ্রি সেলসিয়াস উপরে। আগামী কয়েকদিনও এই পরিস্থিতিই বজায় থাকবে। নববর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে তাতেই মন খারাপ বঙ্গের শীতপ্রেমীদের।
কলকাতায় পারাপতন খুব একটা দেখা না গেলেও পশ্চিমের জেলাগুলিতে বিগত কয়েক সপ্তাহে পারা ১৫ ডিগ্রি সেলিসিয়াসের আশেপাশে চলে যায়। যদিও সেখানেও তাপমাত্রা এখন বেশ উর্ধ্বমুখী। এদিকে মঙ্গলবার দুপুর অথবা বিকালে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। ঘূর্ণিঝড়ের পরোক্ষা প্রভাব পড়তে পারে বাংলায়। আগামী সপ্তাহেই বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোমবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায়। বুধবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণে শুক্রবারের পর থেকে ফের পারাপতনের সম্ভবনা রয়েছে। উইকেন্ডে নামবে পারা। এদিন সকালে তিলোত্তলাম সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।