Tapas Roy: উত্তর কলকাতা কেন্দ্রে তাপস বনাম সুদীপ? জবাব দিলেন দলত্যাগী নেতা

Tapas Roy: তাপস রায় বলেন, "গত ২-৩ মাসের মধ্যে কেউ কি দলের তরফে প্রেসিডেন্ট বা অন্য কেউ সরাসরি বা ঘুরিয়ে কেউ বলেছেন, এটা তোমাকে করা হচ্ছে বা হচ্ছে না। এ কথা উঠছে কেন?" কিন্তু যদি সত্যিই অন্য কোনও দল তাপস রায়কে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়ার সুযোগ দেয় তাহলে? সেই চ্য়ালেঞ্জ কি তাপস রায় নেবেন?

Tapas Roy: উত্তর কলকাতা কেন্দ্রে তাপস বনাম সুদীপ? জবাব দিলেন দলত্যাগী নেতা
তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 05, 2024 | 5:18 AM

কলকাতা: তাপস রায় তৃণমূল ছেড়েছেন সোমবার। দল ছাড়ার কারণ হিসাবে তিনি বলছেন, ‘অবিচার, অন্যায়, অপমান ,অবজ্ঞা’র কথা। কিন্তু তৃণমূলের একাংশ বলছে, তাপস রায়ের দল ছাড়ার পিছনে অন্য কারণ লুকিয়ে। তাদের দাবি, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র নিয়েই যত ঝামেলা। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের সাংসদ। জল্পনা, এবার নাকি এই কেন্দ্রে প্রার্থী হতে মরিয়া ছিলেন তাপস রায়। এতটাই মরিয়া যে তিনি টিকিট পাবেন না বুঝেই দল ছাড়েন। সত্যি কি এ কথার ভিত্তি আছে? টিভিনাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে খোলামেলা সাক্ষাৎকারে তাপস রায় বলেন, “আমি কোনওদিনই কাউকে বলি না আমাকে এটা দেওয়া হোক, আমাকে করা হোক।”

তাপস রায় বলেন, “গত ২-৩ মাসের মধ্যে কেউ কি দলের তরফে প্রেসিডেন্ট বা অন্য কেউ সরাসরি বা ঘুরিয়ে কেউ বলেছেন, এটা তোমাকে করা হচ্ছে বা হচ্ছে না। এ কথা উঠছে কেন?” কিন্তু যদি সত্যিই অন্য কোনও দল তাপস রায়কে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়ার সুযোগ দেয় তাহলে? সেই চ্য়ালেঞ্জ কি তাপস রায় নেবেন?

তাপস রায় বলেন, “জানি না। এ সম্পর্কে তো আমি এখনই কিছু বলতে পারব না। এ নিয়ে আমি বলার কে?” কিন্তু সত্যি যদি এমনটা ঘটে। তাপস রায় নতুন কোনও দলে গেলেন এবং ভোটে লড়ারও সুযোগ পেলেন?

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাপস রায় ভোটে দাঁড়ালে এবং হেরে গেলে কোনওভাবেই যেন দলে ফেরত না নেওয়া হয়। কীভাবে বিষয়টা দেখছেন তাপস রায়? তিনি বলেন, “এসব কথার কী উত্তর দেব? উত্তর যথা সময়ে যথা জায়গায় ময়দানে দেব।”