Corona Cases Lockdown News: মৃত্যু বাড়লেও দৈনিক আক্রান্ত ৫০০০-এর কম বাংলায়, স্বস্তি দিচ্ছে পজিটিভিটির হার

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jun 11, 2021 | 10:08 PM

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পেতেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১১ লক্ষের বেশি।

Corona Cases Lockdown News: মৃত্যু বাড়লেও দৈনিক আক্রান্ত ৫০০০-এর কম বাংলায়, স্বস্তি দিচ্ছে পজিটিভিটির হার
নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ (ফাইল ছবি)

Follow Us

বিগত কয়েকদিন ধরেই দেশে করোনা সংক্রমণ লাখের গণ্ডির নীচেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৭৩ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ লক্ষ ৬৩ হাজার ৭৯-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১১ লক্ষ ২১ হাজার ৬৭১। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 Jun 2021 07:56 PM (IST)

    মৃত্যু বাড়লেও দৈনিক আক্রান্ত ৫০০০-এর কম বাংলায়, স্বস্তি দিচ্ছে পজিটিভিটির হার

    কলকাতা: ফের একবার রাজ্যের করোনা সংক্রমণের হারে বড় পতন। বৃহস্পতিবারের পর শুক্রবারও দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এল। রাজ্যের এ দিনের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে ৫ হাজারের নীচে। মৃত্যুর সংখ্যায় অবশ্য খুব বেশি হেরফের হয়নি। তবে পজিটিভিটির হার নেমে এসেছে ৮ শতাংশের নীচে। টেস্টের সংখ্যা এখনও ৬০ হাজারের উপরেই রয়েছে।

    বিস্তারিত পড়ুন: ৫ হাজারের নীচে রাজ্যের দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল মৃত্যুর সংখ্যা

  • 11 Jun 2021 04:45 PM (IST)

    কোভ্যাক্সের আওতায় ১০ লক্ষ ভ্য়াকসিন পাবে বাংলাদেশ

    অবশেষে টিকা ঘাটতি মিটতে চলেছে ওপার বাংলায়। চিনের সিনোফার্মের করোনা টিকার পাশাপাশি কোভ্যাক্সের আওতায় ১০ লক্ষ ৮০০ ডোজ় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেতে চলেছে বাংলাদেশ। শুক্রবার এ কথা ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

    বিস্তারিত পড়ুন: পদ্মাপারের টিকাসঙ্কট মেটাবে ‘কোভাক্স’, শীঘ্রই আসবে ১০ লক্ষের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা


  • 11 Jun 2021 04:42 PM (IST)

    ত্রিপুরায় বাড়ল করোনা কার্ফুর মেয়াদ

    রাজ্যে এখনও কমেনি করোনা সংক্রমণ। সেই কারণেই ছয়টি শহরতলিতে আগামী ১৮ জুন অবধি করোনা কার্ফু বাড়ানোর সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। বৃহস্পতিবার ত্রিপুরার শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখপাত্র রতন লাল নাথ জানান, রাজ্যে যে সমস্ত অঞ্চলে সংক্রমণ বেশি, সেখানে কার্ফু ১৮ জুন অবধি জারি থাকবে। তবে ১৪টি শহরতলিতে সংক্রমণ তুলনামূলকভাবে অনেকটাই হ্রাস পাওয়ায় সেখানে বিধিনিষেধে কিছু ছাড় দেওয়া হবে। গ্রামাঞ্চলগুলি থেকে সম্পূর্ণরূপে কার্ফু তুলে নেওয়া হচ্ছে।

    বিস্তারিত পড়ুন: ৬ শহরতলিতে ফের বাড়ল ‘করোনা কার্ফু’র মেয়াদ, বিধিনিষেধে কী কী ছাড় ঘোষণা করল ত্রিপুরা সরকার?

  • 11 Jun 2021 10:45 AM (IST)

    ওড়িশায় করোনা সংক্রমণে একদিনেই মৃত ৪৩

    ওড়িশায় এখনও অনিয়ন্ত্রিত করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৫ জন, মৃত্যু হয়েছে ৪৩ জনের। অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ২৯৯ জন। এই নিয়ে রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬৬ হাজার ২২৬-এ পৌঁছল।

  • 11 Jun 2021 10:40 AM (IST)

    আমেরিকায় সরাসরি কোভ্যাক্সিনের অনুমোদন চাইবে প্রস্তুতকারক সংস্থা

    মার্কিন মুলুকে পা বাড়িয়েছিল “মেড ইন ইন্ডিয়া” ভ্যাকসিন। তবে প্রথমেই ধাক্কার মুখে পড়তে হল তাদের। আমেরিকায় কোভ্যাক্সিনের জরুরিভিত্তিতে প্রয়োগের আবেদন জানিয়েছিল ওকুজেন সংস্থা, কিন্তু সেই আবেদন খারিজ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর।

    বিস্তারিত পড়ুন: জরুরিভিত্তিতে কোভ্যাক্সিন প্রয়োগে ‘না’ আমেরিকার, কী হবে ভারত বায়োটেকের পরবর্তী পদক্ষেপ?

  • 11 Jun 2021 10:38 AM (IST)

    ভোল পাল্টে শীঘ্রই করোনা টিকা নেওয়ার ইচ্ছে প্রকাশ রামদেবের

    অ্যালোপ্যাথি চিকিৎসার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতিই বিতর্কে জড়িয়েছিলেন রামদেব। সেই সময় তিনি জানিয়েছিলেন, করোনা টিকার কেনও প্রয়োজন নেই, যোগাভ্যাস ও আয়ুর্বেদেই তিনি করোনা থেকে সুরক্ষা পাচ্ছেন। কিন্তু এক মাসও না যেতে মেরুবদলে সম্পূর্ণ ভিন্ন সুর রামদেবের গলায়। বৃহস্পতিবার তিনি জানান, শীঘ্রই করোনা টিকা নেবেন তিনি।

    বিস্তারিত পড়ুন: ‘চিকিৎসকরা ঈশ্বরের দূত’, সুর বদলে শীঘ্রই করোনা টিকা নেওয়ার কথা জানালেন রামদেব

  • 11 Jun 2021 10:35 AM (IST)

    প্রাণ ভয়ে করোনা টিকা থেকে পালাচ্ছেন বিহারের বাসিন্দারা

    সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরও সাধারণ মানুষের মধ্যে করোনা টিকাকরণ নিয়ে তৈরি হয়নি সচেতনতা। বিহারের কাটিহারে প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে সচেতনতার অভাবে করোনা টিকা নিতে চাইছেন না সাধারণ মানুষ।

  • 11 Jun 2021 09:38 AM (IST)

    সাত কোটি জনসংখ্যার তামিলনাড়ুতে প্রথম ডোজ় পেয়েছেন মাত্র ৯ শতাংশ

    অত্যাধুনিক স্বাস্থ্য পরিকাঠামো থাকা সত্ত্বেও টিকাকরণের দৌড়ে পিছনের সারিতেই আটকে রয়েছে তামিলনাড়ু। সাত কোটি জনসংখ্যার রাজ্যে এখনও অবধি মাত্র নয় শতাংশই করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছেন বলে জানা গিয়েছে।

    বিস্তারিত পড়ুন: ৬ মাস পেরিয়েও টিকাপ্রাপ্ত মাত্র ৯ শতাংশ, শেষ সারিতে বসেও কেন্দ্রকেই দোষারোপ তামিলনাড়ুর

  • 11 Jun 2021 09:36 AM (IST)

    অসম্পূর্ণ টিকাকরণ ঢেকে আনতে পারে বড় বিপদ, কেন্দ্রকে সতর্কবার্তা বিশেষজ্ঞদের

    কেন্দ্রের লক্ষ্য ডিসেম্বরের মধ্যে গোটা দেশের বাসিন্দাদের করোনা টিকা দেওয়া। সেই লক্ষ্যমাত্রা পূরণে ইতিমধ্যেই নানা পরিকল্পনাও করা হচ্ছে। তবে এতে বড় বিপদ আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। করোনা মোকাবিলায় গঠিত কেন্দ্রের টাস্কফোর্স ও এইমসের চিকিৎসক সহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল জানায়, অসম্পূর্ণ বা অগোছালোভাবে টিকাকরণ মিউট্যান্ট বা অভিযোজিত করোনা স্ট্রেনকে ছড়িয়ে পড়তেই সাহায্য করবে।

    বিস্তারিত পড়ুন: ‘অপরিকল্পিত টিকাকরণে ছড়াতে পারে মিউট্যান্ট স্ট্রেন’, মোদীকে সতর্কবার্তা বিশেষজ্ঞদের