Samrat Chaudhary: বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ সম্রাট চৌধরি, ভোটের অনেক আগেই শুরু প্রচার

BJP's CM face in Bihar: ভোট অনেক দূরে হলেও, এখন থেকেই বিহারে প্রচার শুরু করে দিল বিজেপি। শুধু তাই নয়, বকলমে ঘোষণা করে দেওয়া হল বিহার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নামও।

Samrat Chaudhary: বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ সম্রাট চৌধরি, ভোটের অনেক আগেই শুরু প্রচার
গিরিরাজ সিং-এর সঙ্গে সম্রাট চৌধরি
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 12:46 AM

পটনা: বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৫ সালে। তার আগে ২০২৩ সালে একের পর এক বিধানসভা নির্বাচন রয়েছে, রয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ভোট অনেক দূরে হলেও, এখন থেকেই বিহারে ভোট প্রচার শুরু করে দিল বিজেপি। শুধু তাই নয়, বকলমে ঘোষণা করে দেওয়া হল বিহার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নামও। সুশীল মোদীদের সময় পেরিয়ে নতুন প্রজন্মকে সামনের সারিতে আনার কাজ শুরু করে দিল গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হল বর্তমান বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধরিকে। মঙ্গলবার (৩ মে), বিহারের বেগুসরাইয়ে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। ভাষণ দিতে গিয়ে সেখানকার বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? সম্মিলিতভাবে জনতা জবাব দেয়, সম্রাট চৌধরি, সম্রাট চৌধুরি।

বেগুসরাইয়ের সভায় গিরিরাজ সিং জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো বিহারের একজন ‘শক্তিশালী মুখ্যমন্ত্রী’ দরকার। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিহারে যোগী আদিত্যনাথের মতো একজন শক্তিশালী নেতার প্রয়োজন, যাঁর মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর সাহস আছে। যোগী আদিত্যনাথের মতো একজন মুখ্যমন্ত্রী বিহারে থাকলে, রাজ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে।” একই মঞ্চ থেকে সম্রাট চৌধরি নিজেও বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করেন। তিনি জানান, বিহারে বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্যের কোনও অপরাধী রেহাই পাবে না। উল্লেখ্য, সম্প্রতি বিহারে মুক্তি দেওয়া হয়েছে, এক আইএএস অফিসারকে হত্যার দায়ে অভিযুক্ত গ্যাংস্টার-রাজনীতিক আনন্দ মোহন সিং-কে। এই নিয়ে বিহারের নীতীশ কুমার সরকাররে তীব্র আক্রমণ করে চলেছে বিজেপি।

গিরিরাজ সিং কিন্তু, তাঁর ভাষণে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সম্রাট চৌধুরীর নাম আচমকাই নেননি। এর পিছনে গেরুয়া শিবিরের যথেষ্ট ভাবনা-চিন্তা, পরিকল্পনা রয়েছে। বিজেপির বিহার শাখারও এর পিছনে পূর্ণ সমর্থন রয়েছে। দলের রাজ্য নেতা অরবিন্দ কুমার সিং-এর বক্তব্যেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। অরবিন্দ কুমার সিং বলেছেন, “গিরিরাজ সিং আসলে জনগণের কণ্ঠস্বরই তুলে ধরেছেন। নীতীশ কুমারের উপর আস্থা হারিয়েছে বিহারের মানুষ। তারা বিজেপির মুখ্যমন্ত্রী চায়। আর বিহারে বিজেপি সরকার গড়বে, সেখানে লভ-কুশ সম্প্রদায়ের কেউ যুক্ত থাকবেন না, এটা ভাবাই যায় না। প্রসঙ্গত, সম্রাট চৌধুরী কুশওয়াহা সম্প্রদায়ের।