Father killed Son: নিজের ১২ দিনের পুত্রসন্তানকে হত্যা করল বাবা, কারণ শুনলে অবাক হবেন!

Madhya Pradesh News: তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত রবিবার সন্ধ্যায় অনিল উইকে মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরে এবং ঘরে ঢুকেই স্ত্রীকে মারধর করতে শুরু করে। এমনকি তাঁর থেকে সদ্যোজাত সন্তানকেও অনিল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। অনিলের স্ত্রী স্বামীর রুদ্রমূর্তি দেখে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। বেশ কিছুক্ষণ পর তিনি বাড়িতে ফিরে আসেন এবং ঘরে ঢুকে দেখেন তাঁর সদ্যোজাত সন্তান মৃত অবস্থায় পড়ে রয়েছে।

Father killed Son: নিজের ১২ দিনের পুত্রসন্তানকে হত্যা করল বাবা, কারণ শুনলে অবাক হবেন!
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Jan 15, 2024 | 6:48 PM

বেতুল: মেয়ে-ছেলে দু’জনেই সমান।। তবু সমাজে আজও পুত্র সন্তানের জন্য অনেক দম্পতিকেই মন্দিরে মাথা খুঁড়তে দেখা যায়। অনেক জায়গায় পুত্র সন্তানের জন্য জলপোড়া তেলপোড়া দেওয়ার ঘটনার কথা শোনা যায়। আবার কন্যা সন্তান হলে প্রসূতির উপর অত্যাচার করা বা কন্যা সন্তানকে অবহেলা করা, এমনকি হত্যা করার ঘটনাও শোনা যায়। কিন্তু, একেবারে উল্টো ঘটনার সাক্ষী হল মধ্য প্রদেশের বেতুল জেলা। পুত্র সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

পুলিশ জানায়, অভিযুক্তের নাম অনিল উইকে। বেতুল জেলার বাজ্জারওয়াদ গ্রামের বাসিন্দা অনিল তার ১২ দিনের পুত্র সন্তানকে হত্যা করেছে বলে অভিযোগ। কন্যা সন্তান না হওয়ার জন্যই অনিল নিজের ছেলেকে হত্যা করেছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতেই অনিলকে গ্রেফতার করেছে কোতয়ালি থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত রবিবার সন্ধ্যায় অনিল উইকে মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরে এবং ঘরে ঢুকেই স্ত্রীকে মারধর করতে শুরু করে। এমনকি তাঁর থেকে সদ্যোজাত সন্তানকেও অনিল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। অনিলের স্ত্রী পুলিশের কাছে জানিয়েছেন, স্বামীর রুদ্রমূর্তি দেখে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। বেশ কিছুক্ষণ পর তিনি বাড়িতে ফিরে আসেন এবং ঘরে ঢুকে দেখেন তাঁর সদ্যোজাত সন্তান মৃত অবস্থায় পড়ে রয়েছে।

কোতয়ালি থানার পুলিশ আধিকারিক জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। শিশুটির গলায় দাগও পাওয়া গিয়েছে। এরপরই সন্তানকে হত্যার অভিযোগে অনিল উইকিকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় অনিল জানিয়েছে, তার দুটি পুত্রসন্তান রয়েছে। এবার কন্যাসন্তান হবে বলে আশা করেছিল সে। কিন্তু, এবারেও পুত্রসন্তান হয়েছে। সেই রাগেই অনিল ১২ দিনের শিশুটিকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।