AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Success: ৬ খাবার, ৬ অভ্যাস, ২১ দিনে বদলে দিতে পারে আপনার জীবনের মানচিত্র, সাফল্য চুমু খাবে আপনার পায়ে!

Success Tips: জীবনে সাফল্য পেতে হলে, সর্বোপরি সুখী হতে গেলে সব কিছুর আগে যেটা প্রয়োজন সেটা হল জয়ী হওয়ার ইচ্ছা। আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতাই পারে আপনার সফলতার পথকে আরও মসৃণ করতে। তবে কীভাবে আসবে ইতিবাচক মানসিকতা?

Success: ৬ খাবার, ৬ অভ্যাস, ২১ দিনে বদলে দিতে পারে আপনার জীবনের মানচিত্র, সাফল্য চুমু খাবে আপনার পায়ে!
| Updated on: Sep 14, 2025 | 6:11 PM
Share

জীবনে সাফল্য পেতে হলে, সর্বোপরি সুখী হতে গেলে সব কিছুর আগে যেটা প্রয়োজন সেটা হল জয়ী হওয়ার ইচ্ছা। আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতাই পারে আপনার সফলতার পথকে আরও মসৃণ করতে। তবে কীভাবে আসবে ইতিবাচক মানসিকতা? বিশেষজ্ঞরা বলছেন ইতিবাচক মানসিকতা কোনও রকেট সায়েন্স নয়। দৈনন্দিন কিছু অভ্যাসের পরিবর্তন বদলে দেয় জীবনকে দেখার দৃষ্টিভঙ্গী। সাহায্য করে চারপাশটাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে। আর হ্যাঁ, এই বিষয়ে কিন্তু বড় প্রভাব ফেলে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস। এমন কিছু খাবার আছে মনোভাবকে ইতিবাচক রাখতে সাহায় করে। কী কী সেই খাবার?

১. ডার্ক চকলেট – চকলেটও তালিকায় আছে। ৭০% বা তার বেশি কোকো সমৃদ্ধ ডার্ক চকলেটে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা সেরোটোনিন বা ‘ফিল-গুড’ হরমোন ক্ষরণ বাড়ায়। এক টুকরো ছোট ডার্ক চকলেটই মেজাজ ভালো করে দিতে পারে।

২. তেলযুক্ত মাছ – স্যামন, ম্যাকারেল, সার্ডিনের মতো মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং উদ্বেগ কমায়। একে ভাবুন শান্তি ও মনোযোগের খাবার হিসেবে।

৩. বাদাম ও বীজ – আমন্ড, আখরোট, চিয়া ও ফ্ল্যাক্সসিডে থাকে ম্যাগনেশিয়াম, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি। এগুলো মেজাজ স্থিতিশীল রাখে এবং সারাদিন ধরে শক্তি জোগায়।

৪. বেরি ফল – ব্লুবেরি, স্ট্রবেরি, রাস্পবেরি—সবকিছুতেই অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা স্ট্রেস কমায়, স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্ককে সুরক্ষিত রাখে।

৫. শাকসবজি – পালং শাক, কেল, ব্রোকলি—এগুলো কোনো ক্লিশে নয়। এতে থাকে প্রচুর ফলেট ও আয়রন, যা মস্তিষ্ককে ধারালো করে এবং মেজাজ ঠিক রাখে।

৬. ফারমেন্টেড খাবার – দই, কিমচি, সাওয়ারক্রাউট—শুনতে এলোমেলো লাগলেও এগুলো অন্ত্রের স্বাস্থ্যের জন্য দারুণ। আর বিজ্ঞানের মতে, সুখী অন্ত্র মানে সুখী মন।

কোন ৬ অভ্যাস বদলে দিতে পারে আপনার জীবন?

১. সকালের রোদ – সকালে একটু বাইরে বেরিয়ে প্রাকৃতিক আলোয় দাঁড়ান। এটি শরীরের ঘড়ি রিসেট করে এবং মুহূর্তেই মন ভালো করে তোলে। একে ভাবতে পারেন প্রকৃতির দেওয়া কফি হিসেবে।

২. কৃতজ্ঞতার ডায়েরি – প্রতিদিন তিনটি ছোট বিষয় লিখে রাখুন, যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। এটি আপনার মনকে স্ট্রেস থেকে আনন্দের দিকে সরিয়ে দেয় এবং ভালো জিনিসগুলোকে খেয়াল করতে প্রশিক্ষণ দেয়।

৩. মাইন্ডফুল মুভমেন্ট – যোগব্যায়াম, নাচ বা ছোট্ট হাঁটা—এসবই স্ট্রেস দূর করে এবং শরীরকে এন্ডরফিনে ভরিয়ে তোলে, যা প্রাকৃতিকভাবে সুখ বাড়ায়।

৪. ডিজিটাল ডিটক্স ব্রেক – অবিরাম স্ক্রলিং ক্লান্ত করে তোলে। অল্প সময়ের জন্য স্ক্রিন থেকে দূরে থাকলে মানসিক স্বস্তি আসে, উদ্বেগ কমে এবং মনোযোগ সতেজ হয়।

৫. মানুষের সঙ্গে যোগাযোগ – ইতিবাচক শক্তি ছোঁয়াচে। একজন সহায়ক বন্ধু বা প্রিয়জনের সঙ্গে ছোট্ট আলাপও দিনের মেজাজ উজ্জ্বল করে তুলতে পারে।

৬. সঠিক ঘুম – বিশ্রাম অগ্রাহ্য করার মতো নয়। ভালো ঘুম মস্তিষ্ককে রিসেট করে, হরমোনের ভারসাম্য আনে এবং পরের দিনের মেজাজ নতুন করে গড়ে তোলে।