Natural Beauty: প্রাকৃতিক সৌন্দর্য আর পরিষ্কার সৌন্দর্যের মধ্যে তফাত ঠিক কোথায়, জেনে নিন
আমরা সবাই প্রায় বুঝতে পারছি কীভাবে কিছু জিনিস আমাদের সাধারণ স্বাস্থ্য এবং পরিবেশকে প্রভাবিত করে।
আজকাল আমরা সবাই কম বেশি জানি যে আমরা কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছি। দোকানের দাদার ওপর ভরসা করে আমরা খুব কম সময়েই এখন জিনিস কেনাকাটা করে থাকি। কারণ, আমাদের কী প্রয়োজন সেই বিষয়ে আমাদের একটা সম্যক ধারণা সব সময়ই থাকে। এমনকি প্রোডাক্টের প্যাকেজিং যদি নন-রিসাইকেলেবেল হয় তবে আমরা অনেকেই সেই প্রোডাক্ট ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখি। ফলস্বরূপ, বেশ কিছু ব্র্যান্ড এই নির্দিষ্ট সমস্যাগুলি মোকাবিলার জন্য তাদের প্রচেষ্টায় ফোকাস করতে শুরু করেছে।
তা সত্ত্বেও, সবসময় নিরাপদ, কার্যকর এবং পরিবেশগতভাবে ফ্রেন্ডলি প্রোডাক্টের চাহিদা সব সময়ই থাকবে। আমরা আমাদের ত্বকে যা ব্যবহার করি তা সরাসরি আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। হরমোনের ভারসাম্য থেকে শুরু করে অ্যালার্জির প্রতিক্রিয়া পর্যন্ত নানান ক্ষেত্রে এই প্রভাব লক্ষ্য করা যায়।
প্রাকৃতিক সৌন্দর্য:
আপনার প্রোডাক্টে যাই লেখা থাকুক না কেন ‘ন্যাচারাল’ কথাটা লেখা থাকেই। আসলে ‘ন্যাচরাল’ কথাটার মধ্যে বিশেষ দায়বদ্ধতা নেই। কারণটাও খুব স্বাভাবিক। যদি কোনও প্রোডাক্ট বলে তার মধ্যে নিম পাতার গুণ আছে, আপনি সেটা দোকানে দাঁড়িয়ে মিথ্যে বলে প্রমাণ করতে পারবেন না। যেকোনো নির্মাতা তাদের লেবেলে ‘ন্যাচরাল’ শব্দটি রাখতে পারেন। এটা খুব অস্পষ্ট একটা ধারণা বহন করে। এই লেবেল বহনকারী পণ্যগুলি প্রায়শই অত্যন্ত বিরক্তিকর এবং সমস্যাযুক্ত রাসায়নিক যেমন প্যারাবেনস আর সালফেটস সমৃদ্ধ হয়। বোটানিক্যালস বা সত্যিকারের প্রাকৃতিক উপাদানগুলি ছাড়াই অধিকাংশ ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। আদপে এই শব্দটি সাধারণত উপাদানগুলির বিশুদ্ধতা বোঝাতে ব্যবহৃত হয়। আমরা যখন প্রাকৃতিক উপাদান খোঁজার চেষ্টা করি তখন এই ধরনের প্রোডাক্টগুলো তাদের সবুজ রঙের লেবেল নিয়ে আমাদের চোখের সামনে উপস্থিত হয়ে যায়। যেখানে বলা থাকে যে তার মধ্যে শুধুমাত্র প্রাকৃতিক উপাদানই রয়েছে, কোনোরকম সিনথেটিক্স নেই। ল্যাবে তৈরি রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক পণ্যগুলিতে সাধারণত প্রকৃতি থেকে পাওয়া পদার্থ থাকে (যেসকল বিউটি প্রোডাক্ট আপনি সাধারণত বাড়িতে তৈরি করতে পারেন)।
পরিষ্কার সৌন্দর্য:
পরিষ্কার সৌন্দর্য একটা মন ভাল করা ধারণা। এর পেছনে আসল সত্যিটা হল, সোশ্যাল মিডিয়া ত্বকের যত্নের আলোচনার প্রসার ঘটায়। সঙ্গে তারা উপরে বলা প্রোডাক্টগুলি সম্বন্ধে একটা ফোবিয়া তৈরি করে। সেই ফোবিয়া থেকেই পরিষ্কার সৌন্দর্যের বা Clean Beauty-এর কথা এত বহুল প্রচারিত হয়েছে।
বিউটির ব্র্যান্ডগুলি এই শব্দেরও ব্যবহার করা শুরু করে দিয়েছে। এর মাধ্যমে তারা বোঝায় যে তাদের প্রোডাক্টগুলিতে বিতর্কিত বা বিপজ্জনক পদার্থ (সিন্থেটিক) নেই, যেমন প্যারাবেন্স।
পরিচ্ছন্ন সৌন্দর্যের আন্দোলনের সূচনা বেশ কিছুটা পেছনেই, যখন থেকে সুস্বাস্থ্য এবং উন্নততর জীবনযাপনের কথা সমাজে ছড়িয়ে পড়া শুরু করে। রূপচর্চার ক্ষেত্রে, আমরা একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। কোনও প্রোডাক্ট কতটা ভাল কাজ করল সেই নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হয়ে যাই না। কারণ, আমরা খুব তাড়াতাড়ি উপকরণগুলি বিবেচনা করতে পারছি, সেইসঙ্গে লেবেলগুলি পড়ে বিশ্লেষণও করা হচ্ছে। আমরা সবাই প্রায় বুঝতে পারছি কীভাবে কিছু জিনিস আমাদের সাধারণ স্বাস্থ্য এবং পরিবেশকে প্রভাবিত করে।
আরও পড়ুন: ত্বক ও চুলের জন্য জবা ফুলে রয়েছে হাজারো গুণ! কোন কোন সমস্যা থেকে মুক্তি পাবেন, জানুন