Sustainable Beauty: রিটার্ন করা বিউটি প্রোডাক্টগুলি কীভাবে পুনরায় ব্যবহার করা যেতে পারে?

আমরা যখন বর্জ্য সম্পর্কে আলোচনা করে থাকি, তখন একটি বিষয় সাইডলাইন হয়ে যায়: ক্ষতি, ত্রুটি এবং রিটার্ন করা প্রোডাক্টগুলির আদপে কী পরিণতি হয়।

Sustainable Beauty: রিটার্ন করা বিউটি প্রোডাক্টগুলি কীভাবে পুনরায় ব্যবহার করা যেতে পারে?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 8:33 AM

আমরা সবাই জানি সৌন্দর্যের একটা বিশেষ সমস্যা আছে। দীর্ঘ সময় ধরে টিকে থাকা। গত পাঁচ বছরে আমরা দেখেছি অনেক ব্র্যান্ড তাদের প্যাকেজিংকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে তাদের স্টেটমেন্টকে খুব জোরালো ভাবে সামনে নিয়ে আসার জন্য। রিফিলেবেল প্যাকেজিং বন্ধ হয়ে গেছে। আপসাইক্লিং বস্তুগুলো এখন আদর্শ হয়ে উঠছে। যদিও, আমরা যখন বর্জ্য সম্পর্কে আলোচনা করে থাকি, তখন একটি বিষয় সাইডলাইন হয়ে যায়: ক্ষতি, ত্রুটি এবং রিটার্ন করা প্রোডাক্টগুলির আদপে কী পরিণতি হয়।

এটি কেবল সৌন্দর্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সমস্যা। অনুমান করা হয় যে সমস্ত বিশ্বে যত প্রোডাক্ট তৈরি হয় তার ২০ শতাংশ নষ্ট হয়। যখন ফ্যাশন এবং খাবারের কথা আসে তখন আমরা এই ব্যাপারে বেশ কিছুটা সচেতন হয়ে যাই। এটা ভালভাবে প্রচারিত যে গ্লোবাল ফ্যাশন সাপ্লাই চেইনের প্রায় ৩৫% উপকরণ অপচয় হয়। বড় ব্র্যান্ডগুলি আবার নিজেদের অতিরিক্ত স্টক পুড়িয়ে ফেলার ক্ষেত্রে প্রথম সারিতে নাম লিখিয়েছে।

যদিও, সৌন্দর্যের মধ্যে এই ‘ওয়েস্ট’ বিষয়টি এমন যা এখনও অপেক্ষাকৃত আন্ডার-দ্য-রাডার। কন্টেন্ট বিউটি অ্যান্ড ওয়েলবাইং এর প্রতিষ্ঠাতা ইমেলদা বার্ক ব্যাখ্যা করেছেন, “যদিও বিউটি প্রোডাক্টের সিজন্ড পোশাকের মত অবস্থা নয়, তবুও এই প্রোডাক্টগুলির বেশ বড় অংশ অপচয় হয়। উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে পণ্যগুলির অধিকাংশই বাতিল হয়ে যায়।”

View this post on Instagram

A post shared by FO:MME (@fo.mme)

এর সঙ্গে বার্ক আরও বলেন যে, “প্রায়শই ব্যাচ বা প্যাকেজিং সমস্যার কারণে প্রোডাক্টগুলিকে ফেলে দেওয়া হয়। এমনকি বাজারে আসার পর গ্রাহকের রিটার্ন করে দেওয়া কিংবা প্যাকেজিংয়ে ক্ষয় ক্ষতির কারণে ফিরিয়ে দেওয়া প্রোডাক্টগুলোও বাদের খাতায় চলে যায়। পোস্ট-প্রোডাকশন ব্র্যান্ড ডিলিস্টিং বিষয়টিও এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে ওঠে। তবে সাধারণত প্রোডাক্টগুলিকে বাতিল করার পরিবর্তে আবার বিক্রি করার পন্থা নেওয়া হয়।”

এই ক্ষতিগ্রস্ত বা উদ্বৃত্ত প্রোডাক্ট ফেলে দেওয়া একটি নতুন ধারণা নয়। বিউটি ব্র্যান্ডগুলি সবসময় এমন কিছু প্রোডাক্ট বিক্রি করে এসেছে যেগুলো বাদের খাতায় চলে গেছিল। টিকে ম্যাক্সক্সের মতো খুচরো বিক্রেতারা দীর্ঘদিন ধরে কম দামে সৌন্দর্য পণ্য বিক্রি করে চলেছেন। টেকসই সৌন্দর্য ব্র্যান্ডের একটি নতুন ঢেউ বর্জ্যের এই সমস্যাটি মাথায় রেখেছে এবং খুব সুন্দরভাবে এই সমস্যা সমাধানের কথা ভেবেছে।

রিফিলেবল বিউটি ব্র্যান্ড KANKAN কেই ধরে নেওয়া যাক। এরা বছরে দু’বার তাদের প্রায় নিখুঁত বিক্রি হোস্ট করে। বর্তমানে, তারা নিখুঁত স্টার্টার সেটগুলি বিক্রি করছে। যার মধ্যে রয়েছে হাত এবং বডি ওয়াশের সামগ্রী। এই প্রোডাক্টগুলির মূলত প্যাকেজিংয়ে ত্রুটি ছিল। তাই তাঁরা একটা ডিসকাউন্ট মূল্যে এগুলি বিক্রি করছে। সহ-প্রতিষ্ঠাতা এলিজা ফ্ল্যাঙ্গান বলেছেন, ‘ভুল ছাপ এবং আনুসাঙ্গিক ত্রুটিগুলি পুরো পদ্ধতির একটি অংশ। কিন্তু আমরা ভেবে দেখলাম কীভাবে আমরা এই পুরোপুরি ভাল প্রোডাক্টগুলিকে সঠিক স্থান দিতে পারি। আমাদের মনে হয়, আমাদের এই প্রচেষ্টা সারা পৃথিবীতে ব্যাপক সচেতনতা বাড়াতে সাহায্য করবে। যদি আমরা বর্জ্যের পরিমাণ কমাতে পারি, তাহলে একটা আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে সচেতন হতে পারব।”

আরও পড়ুন: প্রাকৃতিক সৌন্দর্য আর পরিষ্কার সৌন্দর্যের মধ্যে তফাত ঠিক কোথায়, জেনে নিন