Homemade Facial Scrub: শীতে রোজ দরকার বডি স্ক্রাবের, ত্বক অনুযায়ী বানিয়ে নিন বাড়িতেই
Skin Care Tips: মাসে একবার ফেশিয়াল করলেই যে ত্বক চকচকে থাকবে এরকমটা কিন্তু একেবারেই নয়। নিয়মিত ভাবে তাই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন

শীতে আমাদের ত্বকের ক্ষতি হয় সবচাইতে বেশি। ক্রিম, তেলের উপর ধুলো, ময়লা বেশি জমে ফলে সেখান থেকে সমস্যা হয় আরও বেশি। চামড়া ফেটে যায়। শুকিয়ে যায়। আর আমাদের সকলেরই ত্বক স্পর্শকাতর। খুব সামান্যতেই অনেকটা ক্ষতি হয়ে যায়। ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে। আর তাই ত্বক পরিষ্কার রাখা এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখা খুবই জরুরি। মাসে একবার ফেশিয়াল করলেই যে ত্বক চকচকে থাকবে এরকমটা কিন্তু একেবারেই নয়। নিয়মিত ভাবে তাই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। যে কারণে শীতে এত বেশি গুরুত্বপূর্ণ হল বডি স্ক্রাবিং। তবে বাজার চলতি স্ক্রাবের থেকে ভাল যদি তা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এতে ত্বকের সমস্যা হয় না। সেই সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাব বানিয়ে নিতে পারলে খুবই ভাল। শুষ্ক আর তৈলাক্ত- মূলত এই ২ রকমের ত্বক হয়। কিছু জনের ত্বক আবার মিশ্র প্রকৃতির। ত্বকের ধরণের উপর নির্ভর করেই স্ক্রাব বানানো জরুরি।
শুষ্ক ত্বকের জন্য
শুষ্ক ত্বকের জন্য একেবারে ভাল নয় লেবু। আর তাই ত্বক পরিষ্কার রাখতে এই সব উপাদানের সাহায্যে স্ক্রাব বানিয়ে নিন। হাফ কাপ হিমালয়ান সল্ট, হাফ কাপ শুকনো গোলাপের পাপড়ি, হাফ কাপ নারকেল তেল, কয়েক ফোঁটা এসেন্সিয়ল অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ অর্থাৎ স্ক্রাব ভাল করে মুখে, হাতে, পায়ে লাগিয়ে নিন। এবার তা ১৫ মিনিট রেখে দিন। কিছুক্ষণ মালিশ করে ইষদুষ্ণ জল দিয়েই তা ধুয়ে নিন। এই ভাবে সপ্তাহে তিনদিন করতে পারলে জেল্লা ফিরবেই।
তৈলাক্ত ত্বকের জন্য
যাঁদের ত্বক তৈলাক্ত প্রকৃতির তাঁরা এই ভাবে স্ক্রাব বানিয়ে নিতে পারলে খুবই ভাল। এতে ব্রণর সমস্যা থাকবে না। ত্বকে অতিরিক্ত তেলও থাকবে না। ১ কাপ চিনি, হাফ কাপ অলিভ অয়েল, বাফ কাপ গ্রিন টি-এর পাতা একসঙ্গে খুব ভালকরে মিশিয়ে নিন। এবার এই পুরো মিশ্রণ গায়ে-হাতে-পায়ে লাগিয়ে রেখে দিন ১৫ মিনিট। এরপর তা শুকিয়ে গেলে ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। এতে মৃত কোষ সহজেই সরে যায়। সেই সঙ্গে তেলতেলে ভাবও কমে যায়।
মিশ্র ত্বকের জন্য
মুলতানি মাটি, অ্যালোভেরা জেল, মুসুর ডাল আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার তা মুখে, হাতে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। লাগাতে পারেন পায়ের পাতাতেও। নিয়মিত ভাবে এই মিশ্রণ ব্যবহার করলে উপকার পাবেনই।
