AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চোখের চারপাশের ত্বক ক্রমশ রুক্ষ-শুষ্ক হয়ে যাচ্ছে! কেন হয় এই সমস্যা? রেহাই পেতে কী কী করবেন

অনেকেই ভাবেন চোখের চারপাশের ডার্ক সার্কেলই একমাত্র সমস্যা। এমনটা কিন্তু একেবারেই নয়। বরং চোখের চারপাশের চামড়া হঠাৎ করে শুকিয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে আজকাল। নারী, পুরুষ নির্বিশেষে এই সমস্যা দেখা দিতে পারে। 

চোখের চারপাশের ত্বক ক্রমশ রুক্ষ-শুষ্ক হয়ে যাচ্ছে! কেন হয় এই সমস্যা? রেহাই পেতে কী কী করবেন
চোখের চারপাশের ত্বক ক্রমশ রুক্ষ ও শুষ্ক হতে থাকলে বলিরেখা দেখা দিতে পারে।
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 9:42 AM
Share

শুষ্ক ত্বকের সমস্যায় অনেকেই ভোগেন। কিন্তু কারও ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে, চোখের চারপাশের চামড়া একটু বেশিই শুষ্ক হয়ে গিয়েছে। হয়তো মুখের অন্যান্য অংশের স্কিন ততটাও ড্রাই নয়। কিন্তু চোখের চারপাশের চামড়াই টান ধরেছে। ঠিক কেন চোখের চারপাশের ত্বক শুষ্ক হয়ে যায়? এমন সমস্যা হলে কীভাবে সমাধান করবেন? চলুন দেখে নেওয়া যাক চোখের চারপাশের ত্বক শুষ্ক হওয়ার কারণ আর নিরাময়ের উপায়। উল্লেখ্য, অনেকেই ভাবেন চোখের চারপাশের ডার্ক সার্কেলই একমাত্র সমস্যা। এমনটা কিন্তু একেবারেই নয়। বরং চোখের চারপাশের চামড়া হঠাৎ করে শুকিয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে আজকাল। নারী, পুরুষ নির্বিশেষে এই সমস্যা দেখা দিতে পারে।

কেন চোখের চারপাশের ত্বক শুষ হয়?

  • ঠাণ্ডা আবহাওয়ায় থাকলে চোখের চারপাশের চামড়া শুষ্ক হওয়ার প্রবণতা বাড়ে। এই জন্যই এসিতে থাকলে মুখে ময়শ্চারাইজার বা ক্রিম লাগানো প্রয়োজন। কারণ নাহলে ঠাণ্ডায় চোখের চারপাশের ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়।
  • যাঁরা অতিরিক্ত ধূমপান করেন তাঁদের ক্ষেত্রেও এই সমস্যা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ধূমপানে আসক্তি অবিলম্বে কমানো প্রয়োজন।
  • শরীরে ভিটামিন বা মিনারেলসের ঘাটতি হলেও এই সমস্যা দেখা দেয়। যেমন ভিটামিন এ, ডি, আয়রন, জিঙ্ক এইসবের ঘাটতি দেখা দিলে চোখের চারপাশের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।
  • বয়স ৪০ পেরোলে এমনিতেই ত্বকের বিভিন্ন সমস্যা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। আর এই কারণেও চোখের চারপাশের ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যেতে পারে।
  • আপনি যদি প্রবল ভাবে মানসিক চাপ কিংবা অবসাদে থাকেন, তাহলেও এই সমস্যা দেখা দিতে পারে।
  • চোখের চারপাশে কোনও বা র‍্যাশ বা অ্যালার্জি হলে চোখে বারবার হাত দিয়ে ঘষবেন না। এর ফলের চোখের চারপাশের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
  • এমনিতেই যাঁদের ত্বক শুষ্ক এবং রুক্ষ প্রকৃতির এই সমস্যা তাঁদের ক্ষেত্রে আরও প্রকট ভাবে দেখা দেয়।

এই সমস্যা দূর করতে কী কী নিয়ম মেনে চলবেন?

  • নিয়মিত চোখের চারপাশে ক্রিম লাগান। তবে খুব সাবধানে ক্রিম লাগিয়ে ম্যাসাজ করবেন।
  • পরিমিত জল খাওয়া ভীষণ ভাবে প্রয়োজন। খাওয়াদাওয়া ঠিক করে করুন, যাতে শরীরে ভিটামিন কিংবা মিনারেলসের অভাব না হয়।
  • চোখের চারপাশের ত্বক বারবার হাত দিয়ে ঘষবেন না। এর দলে চোখের চারপাশের ত্বক আরও বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে।
  • চোখের চারপাশের অংশে গরম কিছু না লাগানোই ভাল। অতিরিক্ত গরম জলে দীর্ঘক্ষণ ধরে স্নান করবেন না। চোখের চারপাশে গরম কোনও ভাপও লাগাবেন না। এর ফলে ত্বক আরও রুক্ষ এবং শুষ্ক হয়ে যাবে।

আরও পড়ুন- Aloe Vera Skin Care Tips: অ্যালোভেরার উপকারিতা এবং কিছু ক্ষতিকর দিক সম্বন্ধে জেনে নিন