Miss World 2021: মিস ওয়ার্ল্ড ২০২১-তে প্রথম রানার আপ হয়েছেন ইন্দো-আমেরিকান সুন্দরী! কে এই শ্রী শাইনি?
Shree Saini : মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের মতে,বিউটি কুইনের স্বপ্ন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী হওয়ার। তিনি একজন আগ্রহী পাঠক এবং নৃত্যশিল্পী, মিউজিক্যাল থিয়েটার সম্পর্কে উত্সাহী এবং স্ট্যান্ড-আপ কমেডিতে অংশ নিতে পছন্দ করেন।
২০২১ সালের মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নিয়েছেন পোল্যান্ডের ক্যালোলিনা বিলাস্কা। সম্প্রতি, ১৬ মার্চ ঘোষণা করা হল আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড ২০২১ -এর বিজয়ীর নাম। করোনার জন্য পিছিয়ে গেলেও মিস ওয়ার্ল্ড ২০২১ এর সেরার মুকুট জিতে বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন পোল্যান্ডের এই সুন্দরী। প্রথম স্থানে পোল্যান্ডের সুন্দরী থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা শ্রী সাইনি।
২০২১ সালের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন ভারতের মনসা বারাণসী। শীর্ষ ১৩ তালিকায় নাম তুলতে পারলেও ৬ষ্ঠ তালিকায় জায়গা করে নিতে পারেননি। তবে আফসোসের কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-আমেরিকান শ্রী সাইনি প্রথম রানার আপ হিসেবে জয় লাভ করেছেন। অন্যদিকে আইভরি কোট থেকে অলিভিয়া ইয়েস দ্বিতীয় রানার আপের জায়গা দখল করেছেন।
এই খবর মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে এ খবর জানানো হয়েছে। সেখানে তিনজনের নাম উল্লেখ করে জয়ী কে, তা ঘোষণা করে দেওয়া হয়েছে।
শ্রী সাইনি কে?
মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত সুন্দরী। মিস ওয়ার্ল্ডের খেতাবের জন্য শীর্ষ ৬ তালিকায় জায়গা দখল করে নেন, তারপর প্রথম রানার আপ হিসেবে জয়লাভ করেন। ইভেন্ট চলাকালীন শ্রী বিউটি উইথ এ পারপাস প্রতিযোগিতা জিতেছেন তিনি। এছাড়াও তিনি প্রথম ভারতীয়-আমেরিকান যিনি মিস ওয়ার্ল্ড আমেরিকা ২০২১ মুকুট জিতেছিলেন।
Our newly crowned Miss World Karolina Bielawska from Poland with 1st Runner Up Shree Saini from United States 2nd Runner up Olivia Yace from Côte d’Ivoire#missworld pic.twitter.com/FFskxtk0KO
— Miss World (@MissWorldLtd) March 17, 2022
শ্রী সাইনির কথা জানতে হলে তার ছোটবেলার কিছু কথা জানা অবশ্যই দরকার। মাত্র ১২ বছর বয়স থেকেই একটি স্থায়ী পেসমেকার ব্যবহার করে আসছেন এই তরুণী। একটি বড় দুর্ঘটনায় তাঁর মুখের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল। ২৬ বছর বয়সে সাংবাদিকতায় তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। আপাতত বাবার কোম্পানিতে বিজনেস ম্যানেজার পদে কাজ করছেন।
মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের মতে,বিউটি কুইনের স্বপ্ন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী হওয়ার। তিনি একজন আগ্রহী পাঠক এবং নৃত্যশিল্পী, মিউজিক্যাল থিয়েটার সম্পর্কে উত্সাহী এবং স্ট্যান্ড-আপ কমেডিতে অংশ নিতে পছন্দ করেন।
শুধু তাই নয়, শ্রী সাইনির বিউটি উইথ এ পারপাস প্রকল্পটি তার সম্পূর্ণ হার্ট ব্লক থাকার অভিজ্ঞতা থেকে উদ্ভূত হয়েছে। তার প্রকল্প হল ‘হার্ট হেলথ: হিলিং দ্য ফিজিক্যাল হার্ট এবং ইমোশনাল হার্ট।’ কোভিড ইন্ডিয়া ত্রাণ তহবিলের জন্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা সংগ্রহ করে দান করেছিলেন শ্রী। সেই কথাও মিস ওয়ার্ল্ড ইন্সটাগ্রামের পাতায় উল্লেখ করা রয়েছে।