Priyanka Chopra: হোলি আর পার্টি মুডে প্রিয়াঙ্কা চোপড়া! ১ লাখি কালো অফ শোল্ডার মিডি ড্রেসে উজ্জ্বল গ্লোবাল আইকন
Fashion Icon: প্রিয়াঙ্কার মত এমন পার্টি ড্রেস যদি কিনতে চান তাহলে মাই থেরেসা ওয়েবসাইটে সার্চ করুন। ভাবছেন দাম কত? ১৬৫০ ইউরো। ভারতীয় মুদ্রায় যা ১ লক্ষ ৪০ হাজারের মত।
সম্প্রতি রোমে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটিয়ে এসেছেন। বর্তমানে হোলির জন্য লস অ্য়াঞ্জেলেসে নিজের বাড়িতে স্বামী নিক জোনাস ও নবজাতক কন্যার সঙ্গে সময় কাটাচ্ছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। হোলির দিন রঙ খেলার বিশেষ মুহূর্তগুলি নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।পাশাপাশি রোমে ছুটি কাটানোর ছবি এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলির মধ্যে একটিতে দেখা গিয়েছে কালো রঙের অফ-শোল্ডার মিডি-লেনথের পোশাক পরেছেন দেশি গার্ল। পার্টির জন্য পারফেক্ট এই পোশাকটিতে বেশ উজ্জ্বল ও খোসমেজাজে দেখা গিয়েছে তাঁকে।
প্রিয়াঙ্কা চোপড়ার একটি ফ্যান পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে, অফ-শোল্ডার কালো রঙের ড্র্যাপড ফলস, ফুল হাতা ফিগার-হাগিম ফিট পোশাকে ও অগোছালো হেয়ার স্টাইলে প্রিয়াঙ্কা চোপড়া পুরো পার্টি মুডে রয়েছেন। সুন্দর পার্টি ড্রেসটি টম ফোর্ডের স্টোর থেকে বেছে নিয়েছেন। আর সোনার সুন্দর কানের দুল ও আংটিটি বুলগারির থেকে বেছে নিয়েছেন। প্রসঙ্গন বুলগারির গ্লোবাল অ্যাম্বেস্যাডর হলেন প্রিয়াঙ্কা। হাতে ছিল সোনার একটি ঘড়িও।
View this post on Instagram
প্রিয়াঙ্কার মত এমন পার্টি ড্রেস যদি কিনতে চান তাহলে মাই থেরেসা ওয়েবসাইটে সার্চ করুন। ভাবছেন দাম কত? ১৬৫০ ইউরো। ভারতীয় মুদ্রায় যা ১ লক্ষ ৪০ হাজারের মত।
প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি আসন্ন ছবি। সম্প্রতি অ্যান্থনি ম্যাকির বিপরীতে এন্ডিং থিংস অ্যাকশন সিনেমায় সই করেছেন। অন্যদিকে, তাঁর ঝুলিতে রয়েছে রোম্যান্টিক কমেডি ফিল্ম টেক্সট ফর ইউ, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন স্যাম হিউগান। এছাড়া রয়েছে অ্যামাজন প্রাইমের সিটাডেল সিরিজ ও ফারহান আখতারের জি লে জারা সিনেমা।