AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malaika Arora: লাল লিপস্টিকে আজও লাস্যময়ী, ঝলমলে রূপোলী পোশাকে নাচের ছন্দে তাক লাগালেন ‘ছাঁইয়া’ গার্ল

৫৫ পেরিয়েও মালাইকার ফ্যাশন, ফিটনেস তাক লাগায় নেটিজেনদের। সেই সঙ্গে চতাীঁর ফ্যাশন সেন্সও কিন্তু দুর্দান্ত

Malaika Arora: লাল লিপস্টিকে আজও লাস্যময়ী, ঝলমলে রূপোলী পোশাকে নাচের ছন্দে তাক লাগালেন 'ছাঁইয়া' গার্ল
যে ছবিতে তাক লাগালেন মালাইকা
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 12:46 AM
Share

ফিটনেস ফ্রিক মালাইকা অরোরা। সম্প্রতি তাঁর ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে অন্যরকম একটি পোশাকে। ঢলমলে রূপোলি ঝালরের সঙ্গে ঠোঁটে লাল লিপস্টিক। না এতেই তিনি থেমে থাকলেন না। ফিরিয়ে আনলেন সেই পুরনো দিনের স্মৃতি। দিল সে-তে মালাইকার সেই ছাঁইয়া ছাঁইয়া নাচের স্মৃতি এখনও টাটকা অনেকের মনে। সম্প্রতি মালাইকা একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে ফিরিয়ে এনেছেন পুরনো দিনের সেই লুক। ঠোঁটে লাল লিপস্টিক, ঝালরের পোশাকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। না তিনি নাচ করেননি, বরং না নেচেই এমন কিছু পোজ দিয়েছেন তাতেই মুগ্ধ তামাম দুনিয়া। এমনকী ফ্যাশন দুনিয়ার সকলে প্রশংসা করেছেন তাঁর লুকের।

View this post on Instagram

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

মঙ্গলবার তাঁর ইন্সটাগ্রামে এই ছবি শেয়ার করেছেন অর্জুন কাপুরের প্রেয়সী। আর সেখানেই তাঁর পোশাকের উচ্চ প্রশংসায় সকলে। তবে এই ছবির সঙ্গে দারুণ একটি ক্যাপশন দিয়েছেন মালাইকা। লিখেছেন ফিরে যাওয়া নয়। আবার আর একটি পোস্টে লিখছেন- এমন নাচ কেউ দেখছে না। লেবাননের ডিজাইনার এলি মাডি মালাইকার এই পোশাকটি ডিজাইন করেছেন। লেবেল ইয়াস কাউচারের থেকে এসেছে মালাইকার পোশাক।

মালাইকার ফিটনেস সর্বদাই থাকে চর্চায়। সেই সঙ্গে অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের জন্যেও তিনি থাকেন লাইমলাইটে। তবে এবার মালাইকার ফ্যাশনও বাহবা কুড়িয়েছে নেটিজেনদের। মালাইকা মাঝে মধ্যেই তাঁর ফিটনেস ভিডিয়ো শেয়ার করেন। সেই সঙ্গে তাঁর ডায়েটও উঠে আসে চর্চায়। তবে ৫৫ পেরিয়েও তিনি যে ভাবে ফিটনেস বজায় রেখেছেন তাতে আপ্লুত সকলেই।