ঐশ্বর্য রাই বচ্চন- শাড়ির আঁচল এমনভাবে নিয়েছিলেন ঐশ্বর্য যা দেখা মাত্রই পাপরাজিৎদের ফ্রেমে ধরা পড়েছিল তিনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। যদিও সেই তথ্য সত্যি নয়।
1 / 6
সোনাম কাপুর- বর্তমানে মা হতে চলেছেন তিনি। তবে অতীতে একাধিকবার তাঁর পোশাক নির্বাচনে কোথাও ভুলে থেকে যাওয়ার কারণে তাঁকে নিজে জল্পনা দেখা গিয়েছিল।
2 / 6
প্রিয়াঙ্কা চোপড়া- সদ্য তিনি মা হলেও সন্তানকে তিনি গর্ভে ধারণ করেননি। তবে টাইট পোশাকে স্পষ্ট বেলিফ্যাট ফুঁটে ওঠায় নেটিজেনরা ধরে নিয়েছিলেন এই ছবি দেখে তিনি অন্তঃসত্ত্বা।
3 / 6
নেহা কক্কর- বিয়ের পর পরই তিনি নতুন অ্যালবামের শুটিং শুরু করেছিলেন, যেখানে তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যায়। তবে সেই ছবিকে সকলেই বাস্তব বলে ধরে নেওয়ার ফলে শুরু হয়েছিল জল্পনা।
4 / 6
ক্যাটরিনা কাইফ- সদ্য কাটের একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল। যে লুকে ক্যাটরিনাকে দেখে সকলেই অনুমান করে নিচ্ছে যে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা।
5 / 6
দীপিকা পাড়ুকোন- এখনও সুখবর দেননি তিনি। তবে মাঝে মধ্যেই তাঁর পোশাক নিয়ে চলে চুল চেরা বিচার। আর তখনই ট্রোলারদের কাছে স্পষ্ট হয়ে যায় যে তিনি অন্তঃসত্ত্বা, আদেও যা বাস্তব নয়।