Rakul Preet Singh: এই বিশেষ স্ট্রিট ফুডেই দিন শুরু হয় রাকুলের, জানা আছে কী?

Morning Meal: খেতে খুবই ভালবাসেন রাকুল প্রীত। আর তাঁর খাদ্য প্রীতি বড়াই করে তুলে ধরেন ইন্সটাগ্রামেও। ক্যালোরির তোয়াক্কা না করেই কাঁঠাল থেকে কাবাব দিব্যি সাঁটিয়ে দেন তিনি...

| Edited By: | Updated on: Jun 29, 2022 | 7:33 AM
খাবার খেতে বড়ই ভালবাসেন রাকুল প্রীত সিং। প্রিয় খাবারের ছবি শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়। প্রায়শই নানা জায়গার খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা যায় তাঁকে। নায়িমা মানেই যে সব সময় ডায়েট আর খাবারে না- এই ধারমা কিন্তু ভেঙে দিয়েছেন রাকুল। বরং তিনি দিব্য উপভোগ করে সব খাবার খান।

খাবার খেতে বড়ই ভালবাসেন রাকুল প্রীত সিং। প্রিয় খাবারের ছবি শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়। প্রায়শই নানা জায়গার খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা যায় তাঁকে। নায়িমা মানেই যে সব সময় ডায়েট আর খাবারে না- এই ধারমা কিন্তু ভেঙে দিয়েছেন রাকুল। বরং তিনি দিব্য উপভোগ করে সব খাবার খান।

1 / 5
পাশাপাশি নিয়ম মেনে শরীরচর্চা করতেও কিন্তু ভোলেন না তিনি। ভীষণ রকম ফিটনেস ফ্রিক রাকুল। তাঁর দিন শুরু হয় শরীরচর্চা দিয়েই। সেই সব শরীরচর্চার ভিডিয়োও তোলা থাকে তাঁর ইন্সটাগ্রাম পোস্টে। এর পাশাপাশি খাবার নিয়ে যে সমস্ত অ্যাডভেঞ্চার তিনি করেন তাও ধরা থাকে ইন্সটার পাতায়।

পাশাপাশি নিয়ম মেনে শরীরচর্চা করতেও কিন্তু ভোলেন না তিনি। ভীষণ রকম ফিটনেস ফ্রিক রাকুল। তাঁর দিন শুরু হয় শরীরচর্চা দিয়েই। সেই সব শরীরচর্চার ভিডিয়োও তোলা থাকে তাঁর ইন্সটাগ্রাম পোস্টে। এর পাশাপাশি খাবার নিয়ে যে সমস্ত অ্যাডভেঞ্চার তিনি করেন তাও ধরা থাকে ইন্সটার পাতায়।

2 / 5
তবে রেস্তোরাঁর কাবার নয়, রাকুলের মন ভরে স্ট্রিট ফুডেই। যে কোনও রকম স্ট্রিট ফুড-ই তাঁর বড় পছন্দের। কিছুদিন আগে লখনউ-তে গিয়ে জমিয়ে কাবাব খেয়েছিলেন। আর সেই কাবাবের স্বাদ যে কতটা খাঁটি ছিল তা তিনি জানাতে ভোলেননি অনুরাগীদের।

তবে রেস্তোরাঁর কাবার নয়, রাকুলের মন ভরে স্ট্রিট ফুডেই। যে কোনও রকম স্ট্রিট ফুড-ই তাঁর বড় পছন্দের। কিছুদিন আগে লখনউ-তে গিয়ে জমিয়ে কাবাব খেয়েছিলেন। আর সেই কাবাবের স্বাদ যে কতটা খাঁটি ছিল তা তিনি জানাতে ভোলেননি অনুরাগীদের।

3 / 5
সম্প্রতি ইন্সটাগ্রামে রাকুল তাঁর চাট-প্রীতির কথা শেয়ার করেছেন। চাটের বাটি থেকে উঁকি মারছে আলু, টকদই। উপর থেকে ধনেপাতা কুচি আর বেদানা ছড়ানো। আছে আদা কুচিও। চাটের বাটি দেখতে যে কতখানি লোভনীয় লাগছে এ ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। ক্যাপশানে রাকুল লিখেছেন মিষ্টি আলু, নারকেল কুচি আর টকদইয়ের বিশেষ চাট। সঙ্গে জুড়ে দিয়েছেন ইয়াম স্টিকারও।

সম্প্রতি ইন্সটাগ্রামে রাকুল তাঁর চাট-প্রীতির কথা শেয়ার করেছেন। চাটের বাটি থেকে উঁকি মারছে আলু, টকদই। উপর থেকে ধনেপাতা কুচি আর বেদানা ছড়ানো। আছে আদা কুচিও। চাটের বাটি দেখতে যে কতখানি লোভনীয় লাগছে এ ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। ক্যাপশানে রাকুল লিখেছেন মিষ্টি আলু, নারকেল কুচি আর টকদইয়ের বিশেষ চাট। সঙ্গে জুড়ে দিয়েছেন ইয়াম স্টিকারও।

4 / 5
সোমবার সকালে এই চাটেই দিন শুরু হয়েছে রাকুলের। মিষ্টি আলু, টকদই দুটোই স্বাস্থ্যের জন্য খুব ভাল। আর এই দুই খাবার শরীর যেমন সুস্থ রাখে তেমনই কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। রাকুল স্ট্রিট ফুড ভালবাসেন ঠিকই, যে কয়েকটি খাবার তিনি খান সেই সব খাবারই স্বাস্থ্যকর। চাট রাকুলের খুব প্রিয় একথা আগেও বলেছেন তিনি। বরং নিত্য নতুন চাটের রেসিপিতে তিনি আসক্ত, একথা একাধিকবার বলেছেন।

সোমবার সকালে এই চাটেই দিন শুরু হয়েছে রাকুলের। মিষ্টি আলু, টকদই দুটোই স্বাস্থ্যের জন্য খুব ভাল। আর এই দুই খাবার শরীর যেমন সুস্থ রাখে তেমনই কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। রাকুল স্ট্রিট ফুড ভালবাসেন ঠিকই, যে কয়েকটি খাবার তিনি খান সেই সব খাবারই স্বাস্থ্যকর। চাট রাকুলের খুব প্রিয় একথা আগেও বলেছেন তিনি। বরং নিত্য নতুন চাটের রেসিপিতে তিনি আসক্ত, একথা একাধিকবার বলেছেন।

5 / 5
Follow Us: