Steel Utensils: নতুন স্টিলের বাসনে স্টিকারের জেদি দাগ? ঘরোয়া উপায়ে সহজে দূর করুন
নতুন স্টিলের বাসন কিনলেই নজরে পড়ে তার গায়ে লেগে থাকে দাম কিংবা ব্র্যান্ডের স্টিকার। অনেক সময় সাবান-জল ঘষেও সেই স্টিকারের আঠা বা স্টিকারটি সহজে ওঠে না। কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই সমস্যা থেকে মুক্তি পান।

নতুন স্টিলের বাসন কিনলেই নজরে পড়ে তার গায়ে লেগে থাকে দাম কিংবা ব্র্যান্ডের স্টিকার। অনেক সময় সাবান-জল ঘষেও সেই স্টিকারের আঠা বা স্টিকারটি সহজে ওঠে না। ফলে বাসনের সৌন্দর্য নষ্ট হয়। আরও ভাল করে বললে বাসনটি দেখতে ভাল লাগে না। আবার অনেক সময় রান্নায় ব্যবহার করতে বা খাবার খাওয়ার সময় ওই স্টিকার দেখতে পেলে অস্বস্তি লাগে। তবে বেশি চিন্তা করার কিছু নেই, কারণ ঘরোয়া কয়েকটি কায়দায় সহজেই এই স্টিকার ও আঠার দাগ তোলা যায়। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল।
১) গরম জল ও সাবান
একটি বড় পাত্রে গরম জল নিয়ে তাতে কয়েক ফোঁটা ডিশওয়াশ লিকুইড মেশান। বাসনটি ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। স্টিকার ফুলে উঠলে হাত বা প্লাস্টিক স্ক্র্যাপার দিয়ে আলতো করে তুলে ফেলুন।
২) ভিনেগার বা লেবুর রস
তুলোয় ভিনেগার বা লেবুর রস ভিজিয়ে স্টিকারের ওপর ঘষুন। ৫ মিনিট রেখে দিলে আঠা নরম হয়ে যাবে। এরপর ভেজা কাপড়ে মুছে ফেললেই স্টিকার গায়েব হবে।
৩) বেকিং সোডা ও জল
বেকিং সোডা ও সামান্য জল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। আঠার দাগের ওপর লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। নরম স্পঞ্জ দিয়ে ঘষে ফেললে সহজেই উঠে যাবে।
৪) রান্নার তেল
সরষের তেল বা নারকেল তেল স্টিকারের জায়গায় লাগান। তেল আঠাকে ঢিলে করে দিতে পারে। পরে কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন।
৫) হেয়ার ড্রায়ার ট্রিকস
স্টিকারের ওপর ২০-৩০ সেকেন্ড হেয়ার ড্রায়ারের গরম হাওয়া দিন। আঠা গলে গেলে সহজেই টেনে খুলে ফেলতে পারবেন।
মাথায় রাখবেন, স্টিলের বাসনে ছুরি বা স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষবেন না, এতে খোঁচা লেগে যেতে পারে।
