Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DIY Lip Gloss: ৫ মিনিটে বাড়িতে তৈরি প্রাকৃতিক লিপ গ্লস! কী ভাবে জানেন?

DIY Lip Gloss: বাড়িতে তৈরি করে নিতে পারেন দারুণ লিপ গ্লস। কী ভাবে তৈরি করবেন? কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারবেন DIY লিপ গ্লস। রইল টিপস।

DIY Lip Gloss: ৫ মিনিটে বাড়িতে তৈরি প্রাকৃতিক লিপ গ্লস! কী ভাবে জানেন?
Image Credit source: Michael Stewart/Corbis/VCG/Getty Images
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 2:53 PM

সুন্দর, মসৃণ উজ্জ্বল ত্বক পেতে কে না চায়! তার জন্য প্রয়োজন ত্বকের সঠিক পরিচর্যা। ত্বককে সর্বদা পুষ্ট এবং নরম রাখতে হবে। ত্বকের মতোই আমাদের ঠোঁট মসৃণ, হাইড্রেটেড এবং চকচকে রাখতে চাই আমরা। সেই কারণে বাজার চলতি দামি ব্র্যান্ডের পণ্যের উপরে ভরসা রাখেন অনেকে। লিপ গ্লস মাখতেও পছন্দ করেন অনেকে। যা নরম, কোমল ঠোঁট বজায় রাখতে সাহায্য করে। তবে লিপ গ্লস সব সময় বাজার থেকেই কিনে আনতে হবে বিষয়টা মোটেও এমন নয়। বাড়িতে তৈরি করে নিতে পারেন দারুণ লিপ গ্লস। কী ভাবে তৈরি করবেন? কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারবেন DIY লিপ গ্লস। রইল টিপস।

উপকরণ –

১। ক্যারিয়ার অয়েল: ক্যাস্টর অয়েল এবং জোজোবা অয়েল হাইড্রেট রাখতে ঝুব কার্যকরী। চাইলে আমন্ড অয়েল বা নারকেল অয়েলও ব্যবহার করতে পারেন।

২। এসেনসিয়াল ওয়েল (৪ ফোঁটা): মনোরম সুগন্ধ পেতে ল্যাভেন্ডার, অরেঞ্জ, ট্যানজারিন, পেপারমিন্ট বেছে নিতে পারেন।

৩। প্রাকৃতিক রঙ: জবা ফুলের পাঁপড়ির গুঁড়ো বা রোজ গোল্ড মাইকা পাউডার ব্যবহার করতে পারেন।

৪। ৬ মিলি ৬টি লিপ গ্লস টিউব।

কী ভাবে বানাবেন?

একটি ছোট বাটিতে, ৪ ফোঁটা এসেনশিয়াল অয়েল, ক্যারিয়ার অয়েলের ৩০ মিলি মিশিয়ে নিন। ধীরে ধীরে আপনার নির্বাচিত প্রাকৃতিক রঙের ১/৪ চা-চামচ মিশিয়ে নিন। ওই মিশ্রণটি পরিষ্কার লিপগ্লস টিউবে ঢেলে দিন। ব্যস বাড়িতেই তৈরি প্রাকৃতিক লিপগ্লস। রাসায়নিক ছাড়া এই লিপগ্লস আপনার ঠোঁটের জন্য বেশ উপকারী।