AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Make Up Tips: ঝমঝম বৃষ্টির মাঝেও মেকআপ থাকবে টিপটপ, মহিলারা জেনে নিন কৌশল

Water Proof Make Up: আর কয়েকটা দিন পরেই দুর্গাপুজো। এ বার পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এই ধরুন মেকআপ করে বেরলেন, আর ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। এমন সময় কী করবেন? বৃষ্টিতে ভিজলেও মেকআপ থাকবে এক্কেবারে পারফেক্ট, রইল স্মার্ট টিপস।

Make Up Tips: ঝমঝম বৃষ্টির মাঝেও মেকআপ থাকবে টিপটপ, মহিলারা জেনে নিন কৌশল
ঝমঝম বৃষ্টির মাঝেও মেকআপ থাকবে টিপটপ, মহিলারা জেনে নিন কৌশলImage Credit: Canva
| Updated on: Sep 09, 2025 | 8:37 PM
Share

বর্ষাকাল মানেই ভেজা রাস্তা, আর্দ্র আবহাওয়া আর হঠাৎ বৃষ্টির ঝাপটা। এই মরসুমে সাজগোজ টিকিয়ে রাখা অনেকের কাছেই দুঃস্বপ্নের মতো। ঘেমে যাওয়া ত্বক, আর্দ্র বাতাস আর বৃষ্টির জল— সব মিলিয়ে লিপস্টিক থেকে আইলাইনার, কিছুই যেন ঠিকমতো থাকে না। তবে একটু স্মার্ট প্রোডাক্ট বেছে নেওয়া আর কিছু টেকনিক ব্যবহার করলেই সম্ভব ফ্রেশ ও লং-লাস্টিং মেকআপ ধরে রাখা। এ বছর দুর্গা পুজোর সময় প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। এমনটা সত্যিই যদি হয়, তা হলে এই টিপস আপনার দারুণ কাজে লাগবে।

স্কিন প্রেপ- মেকআপ টিকিয়ে রাখার প্রথম ধাপ

অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যাতে ত্বক আর্দ্র থাকে কিন্তু তেলতেলে না দেখায়। সেই সঙ্গে প্রাইমার লাগানো জরুরি। এটি লাগালে মেকআপ বৃষ্টির আর্দ্রতা থেকেও রক্ষা পায়।

বেস মেকআপ

ফাউন্ডেশনের বদলে BB/CC ক্রিম বা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন। ভারী লেয়ার এড়িয়ে হালকা, লং-লাস্টিং বেস রাখুন। সেট করার জন্য ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন।

চোখের মেকআপ

ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করুন। ক্রিম-বেসড আইশ্যাডো বা পেন্সিল আইশ্যাডো দীর্ঘস্থায়ী হয়, পাউডারজাত দ্রব্য ভিজে সহজে গলে যায়।

লিপ কেয়ার

ম্যাট বা লিকুইড লিপস্টিক বেছে নিন, যা ট্রান্সফার-প্রুফ। গ্লসি লিপস্টিক বর্ষায় টিকবে না, তাই এড়িয়ে চলুন।

এক্সট্রা টিপস

  • ব্যাগে সবসময় কমপ্যাক্ট পাউডার আর টিস্যু রাখুন টাচ-আপের জন্য।
  • মেকআপ সেট করতে সেটিং স্প্রে ব্যবহার করলে আর্দ্র আবহাওয়ায়ও লুক ঠিক থাকে।
  • ভিজে গেলে টিস্যু দিয়ে হালকা চেপে নিন, ঘষবেন না।