Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Subha Nababobarsha 2025: নতুন বছরে সোনা কিনবেন? ভিড়ের মধ্যে আসল না নকল, ফারাক করবেন কী ভাবে?

Subha Nababobarsha 2025: সোনার কেনার সময় সর্বদা সবটা ভাল করে যাচাই করে নিয়ে কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রশ্ন হল পয়লা বৈশাখের দিনে অত ভিড়ের মধ্যে কী করে যাচাই করবেন?

Subha Nababobarsha 2025: নতুন বছরে সোনা কিনবেন? ভিড়ের মধ্যে আসল না নকল, ফারাক করবেন কী ভাবে?
Follow Us:
| Updated on: Apr 14, 2025 | 3:35 PM

সোনার দাম দিনে দিনে বেড়েই চলেছে। তবু বছরের প্রথমদিনে সোনা কেনাটা বাঙালির কাছে একটা আবেগের বিষয়। অল্প করে হলেও এই দিন সোনা কেনেন বহু বাঙালি। এটা একটা রীতি। পয়লা বৈশাখের দিনটা চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে প্রায় সব ব্যবসায়ীর। বাঙাল মতে এই দিনে হালখাতা করার চল। পুরনো হিসেব মিটিয়ে নতুন করে পথ চলা শুরু করার দিন। সেই হালখাতাকে উপলক্ষ করেই দোকানে দোকানে ভিড় জমান বহু মানুষ। একই ছবি সোনার দোকানেও।

সোনার কেনার সময় সর্বদা সবটা ভাল করে যাচাই করে নিয়ে কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রশ্ন হল পয়লা বৈশাখের দিনে অত ভিড়ের মধ্যে কী করে যাচাই করবেন? যে সোনা কিনছেন তা আসল না নকল, বুঝবেন কী ভাবে? রইল সহজ কয়েকটা টিপস।

১। কামড়ে দেখতে পারেন – সোনার পদক পাওয়া খেলোয়াড়রা অনেক সময় দেখবেন মেডেলে কামড় দেন। এটা বর্তমানে ‘স্টাইল স্টেটমেন্ট’ হয়ে উঠলেও এর আসল কারণ কিন্তু সোনা যাচাই করে দেখে নেওয়া। কেনা সোনায় হালকা করে কামড় দিয়ে রাখুন অল্প কিছু ক্ষণ। যদি সোনা আসল হয়, তার উপর কামড়ের দাগ পড়বে।

২। হলমার্ক দেখে সোনা কিনুন – আসল সোনা ২৪ ক্যারাটের। কিন্তু তা হয় অত্যন্ত নরম। ফলে সেই সোনা দিয়ে গয়না বানানো সম্ভব নয়। সোনার সঙ্গে কিছুটা খাদ মেশালে তবেই তা দিয়ে গয়না বানানো যায়। গয়না তৈরির জন্য যে সোনা প্রস্তুত করা হয়, তা ২২ ক্যারাটের। যার মধ্যে সোনার পরিমাণ ৯১.৬৬ শতাংশ। সোনার গয়নার ক্ষেত্রে, অর্থাৎ ২২ ক্যারাটের হলমার্ক হল ৯১৬। আবার, ২৪ ক্যারেটের ক্ষেত্রে সোনার পরিমাণ ৯৯.৯৯ শতাংশ। ২৪ ক্যারাটের হলমার্ক হল ৯৯৯। কেনার সময়ে এই হলমার্ক দেখে নিলে ঠকার ভয় আর থাকে না।

৩। চিনেমাটি দিয়ে পরীক্ষা – সাদা চিনেমাটির প্লেট নিন। সোনার গয়না তাতে ঘষলে কী রং দেখাচ্ছে, লক্ষ করুন। যদি হালকা সোনালি রং দেখায়, তা হলে নিশ্চিন্ত থাকুন, এ সোনা খাঁটি। যদি রং কালচে হয়, তা হলে তা নকল সোনা।