কন্টিনেন্টাল হোক বা চাইনিজ, ট্রাই করুন ‘জিজি ক্যাফে বিস্ত্রো’র মেনু
শীতের কথা মাথায় রেখে বার্বিকিউ চিকেন উইঙ্গস, জুসি রোস্টেড ল্যাম্ব, রোস্টেড পর্ক, চিকেন সসেজের মতো বিভিন্ন ডিশ তৈরি করছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
রকমারি খাবারে (food) রসনাতৃপ্তির সেরা সময় শীতকাল। হ্যাঁ, অতিমারির পরিস্থিতি রয়েছে ঠিকই। কিন্তু তার মধ্যেও নিউ নর্মালে ধীরে ধীরে শুরু হয়েছে অনেক কিছুই। রেস্তোরাঁতেও যাচ্ছেন অনেকে। আপনার যদি কন্টিনেন্টাল এবং চাইনিজ পছন্দ হয়, তাহলে গোলপার্কের ‘জিজি ক্যাফে বিস্ত্রো’ হতে পারে আপনার নতুন ঠিকানা।
চাইনিজ মেনু পছন্দ হলে প্রথমে ট্রাই করুন স্যুপ। স্টার্টারে নিতে পারেন চিকেন, ফিশ বা ভেজের কোনও পদ। রাইস বা নুডলস্ পাবেন চিকেন, এগ এবং ভেজের মধ্যে। মেন কোর্সে চিকেন, ফিশ এবং ভেজের যে কোনও পদ পছন্দ করে নিন। ডেজার্টে থাকছে অনেক রকম অপশন। এই কম্বো প্যাকেজ ভেজ হলে দাম পড়বে ৬৪৯ টাকা। আর ননভেজ হলে দাম ৮৪৯ টাকা। এছাড়া আপনাকে ট্যাক্স দিতে হবে।
কন্টিনেন্টালে প্রথমে ট্রাই করুন স্যুপের সঙ্গে গার্লিক ব্রেড। এরপর টেস্ট করতে পারেন পিৎজা অথবা পাস্তা। সঙ্গে নিতে পারেন সফট ড্রিঙ্ক। এই কম্বো প্যাকেজ ভেজ হলে পাবেন ৫৯৯ টাকায়। ননভেজ হলে পাবেন ৬৯৯ টাকায়। ট্যাক্স আলাদা। স্ন্যাক্সেরও বিভিন্ন রকম অপশন রয়েছে খাদ্য রসিকদের জন্য।
আরও পড়ুন, রসনা তৃপ্তির নতুন সন্ধান দেবে ‘স্পাইস মার্কেট’
শীতের কথা মাথায় রেখে বার্বিকিউ চিকেন উইঙ্গস, জুসি রোস্টেড ল্যাম্ব, রোস্টেড পর্ক, চিকেন সসেজের মতো বিভিন্ন ডিশ তৈরি করছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বাড়ি বসেও জোম্যাটোর মাধ্যমে অর্ডার করতে পারেন এই রেস্তোরাঁর খাবার।