IRCTC Mahakumbh Gram: মহাকুম্ভ মেলা উপলক্ষ্যে IRCTC-এর বিশেষ অফার, তীর্থযাত্রী হলেই পাবেন এই সুবিধা

IRCTC Mahakumbh Gram: এই বারের মহাকুম্ভ মেলা অনান্য বছরের থেকে একটি আলাদা। এই বছর পুণ্যার্থী এবং ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ চমক নিয়ে এসেছে আইআরসিটিসি (IRCTC)।

| Updated on: Dec 28, 2024 | 4:36 PM
আগামী ১৩ জানুয়ারি থেকেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় মেলা। শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা ২০২৫। লাখ লাখ ভক্তরা এই সময় ছুটে আসেন পুর্ণ্য অর্জনের জন্য।

আগামী ১৩ জানুয়ারি থেকেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় মেলা। শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা ২০২৫। লাখ লাখ ভক্তরা এই সময় ছুটে আসেন পুর্ণ্য অর্জনের জন্য।

1 / 8
এই বারের মহাকুম্ভ মেলা অনান্য বছরের থেকে একটি আলাদা। এই বছর পুণ্যার্থী এবং ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ চমক নিয়ে এসেছে আইআরসিটিসি (IRCTC)।

এই বারের মহাকুম্ভ মেলা অনান্য বছরের থেকে একটি আলাদা। এই বছর পুণ্যার্থী এবং ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ চমক নিয়ে এসেছে আইআরসিটিসি (IRCTC)।

2 / 8
তীর্থযাত্রীদের থাকার জন্য বিশেষ বিলাস বহুল তাবুর আয়োজন করেছে IRCTC। যার নাম দেওয়া হয়েছে মহাকুম্ভ গ্রাম। প্রয়াগরাজের নৈনিতে তৈরি করা হয়েছে এই মহাকুম্ভ গ্রাম। যা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম থেকে মাত্র সাড়ে ৩ কিলোমিটার দূরে অবস্থিত।

তীর্থযাত্রীদের থাকার জন্য বিশেষ বিলাস বহুল তাবুর আয়োজন করেছে IRCTC। যার নাম দেওয়া হয়েছে মহাকুম্ভ গ্রাম। প্রয়াগরাজের নৈনিতে তৈরি করা হয়েছে এই মহাকুম্ভ গ্রাম। যা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম থেকে মাত্র সাড়ে ৩ কিলোমিটার দূরে অবস্থিত।

3 / 8
জানা গিয়েছে এখানে প্রধানত দু'ধরনের বিলাসবহুল তাবু রয়েছে। ডিলাক্স তাবু এবং ভিলা তাবু। এই তাবুর মধ্যেই আপনি পাবেন সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এবং একটি বিলাসবহুল হোটেলের সব রকম সুযোগ সুবিধা।

জানা গিয়েছে এখানে প্রধানত দু'ধরনের বিলাসবহুল তাবু রয়েছে। ডিলাক্স তাবু এবং ভিলা তাবু। এই তাবুর মধ্যেই আপনি পাবেন সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এবং একটি বিলাসবহুল হোটেলের সব রকম সুযোগ সুবিধা।

4 / 8
তাবুতে থাকলেও প্রত্যেক তাবুর জন্য থাকছে নির্দিষ্ট ব্যাক্তিগত বাথরুম। সব সময় গরম এবং ঠান্ডা জলের ব্যবস্থা, বিলাসবহুল বিছানা এবং জিভে জল আনা সব খাবার দাবারের বন্দোবস্ত। ভিলা তাবুগুলিতে আবার থাকছে বসার জন্য আরামদায়ক সোফা এবং বিনোদনের জন্য টিভির ব্যবস্থা।

তাবুতে থাকলেও প্রত্যেক তাবুর জন্য থাকছে নির্দিষ্ট ব্যাক্তিগত বাথরুম। সব সময় গরম এবং ঠান্ডা জলের ব্যবস্থা, বিলাসবহুল বিছানা এবং জিভে জল আনা সব খাবার দাবারের বন্দোবস্ত। ভিলা তাবুগুলিতে আবার থাকছে বসার জন্য আরামদায়ক সোফা এবং বিনোদনের জন্য টিভির ব্যবস্থা।

5 / 8
এই সময়ে প্রয়াগ রাজে এমনিতেই ঘর পাওয়া মুশকিল হয়ে পড়ে। দেশ বিদেশ থেকে ভিড় করেন তীর্থযাত্রীরা। তাই IRCTC-এই নতুন উদ্যোগ সামনে আসতেই আপ্লুত তীর্থ যাত্রী থেকে ভ্রমবি পিপাসুরাও।

এই সময়ে প্রয়াগ রাজে এমনিতেই ঘর পাওয়া মুশকিল হয়ে পড়ে। দেশ বিদেশ থেকে ভিড় করেন তীর্থযাত্রীরা। তাই IRCTC-এই নতুন উদ্যোগ সামনে আসতেই আপ্লুত তীর্থ যাত্রী থেকে ভ্রমবি পিপাসুরাও।

6 / 8
মহাকুম্ভ গ্রামে থাকতে হলে আগে থেকেই সেরে নিতে হবে বুকিং। ভিড়ের কারণে পরে তাবু নাও পাওয়া যেতে পারে। জানুয়ারির ১০ তারিখ থেকে ফেব্রুয়ারির ২৮ তারিখ অবধি করা যাবে বুকিং। IRCTC-এর নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে করা যাবে বুকিং। যারা এই মহাকুম্ভ গ্রামে থাকবেন তাঁদের নিরাপত্তার দিকটিও মাথায় রাখা হয়েছে। পুরো মহাকুম্ভ গ্রাম সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে।

মহাকুম্ভ গ্রামে থাকতে হলে আগে থেকেই সেরে নিতে হবে বুকিং। ভিড়ের কারণে পরে তাবু নাও পাওয়া যেতে পারে। জানুয়ারির ১০ তারিখ থেকে ফেব্রুয়ারির ২৮ তারিখ অবধি করা যাবে বুকিং। IRCTC-এর নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে করা যাবে বুকিং। যারা এই মহাকুম্ভ গ্রামে থাকবেন তাঁদের নিরাপত্তার দিকটিও মাথায় রাখা হয়েছে। পুরো মহাকুম্ভ গ্রাম সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে।

7 / 8
জানা গিয়েছে বিলাসবহুল এই তাবুতে একদিনে থাকার খরচ ১৮,০০০-২০,০০০ টাকা। এই প্যাকেজে জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার দেওয়া হবে। কারও যদি অতিরিক্ত বিছানার প্রয়োজন পড়ে তাহলে তাও দেওয়া হবে। খালি তাঁর জন্য অতিরিক্ত চার্জ দিয়ে দিতে হবে। IRCTC-এর এই মহাকুম্ভ গ্রাম মহাকুম্ভ মেলা ২০২৫-এ আগত ভক্তদের জন্য আরামদায়ক বিকল্প হয়ে উঠতে পারে। (IRCTC ওয়েবসাইট থেকে নেওয়া।)

জানা গিয়েছে বিলাসবহুল এই তাবুতে একদিনে থাকার খরচ ১৮,০০০-২০,০০০ টাকা। এই প্যাকেজে জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার দেওয়া হবে। কারও যদি অতিরিক্ত বিছানার প্রয়োজন পড়ে তাহলে তাও দেওয়া হবে। খালি তাঁর জন্য অতিরিক্ত চার্জ দিয়ে দিতে হবে। IRCTC-এর এই মহাকুম্ভ গ্রাম মহাকুম্ভ মেলা ২০২৫-এ আগত ভক্তদের জন্য আরামদায়ক বিকল্প হয়ে উঠতে পারে। (IRCTC ওয়েবসাইট থেকে নেওয়া।)

8 / 8
Follow Us: