AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vishwakarma Puja 2025: বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি-বাইক পুজো করাবেন? শুভ সময়টা জানেন?

Biswakarma Puja Timings: এই বছর বিশ্বকর্মা পুজো নিয়ে অনেকের মধ্যে একটা ধন্দ রয়েছে। তা হল পুজো কবে, ১৭ নাকি ১৮ সেপ্টেম্বর? প্রতি বছর সেপ্টেম্বর মাসের ১৭ বা ১৮ তারিখে হয় বিশ্বকর্মা পুজো। এই বছর পুজো কবে, দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার শুভ সময় কখন?

Vishwakarma Puja 2025: বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি-বাইক পুজো করাবেন? শুভ সময়টা জানেন?
| Updated on: Sep 15, 2025 | 2:36 PM
Share

বিশ্বকর্মা তিনি। সকল ইঞ্জিনিয়ার, যন্ত্রপাতি, গাড়ি-ঘোড়ার দেবতা তিনি। কথিত তিনিই পুরীর রাজার অনুরোধে নির্মাণ করেছিলেন জগন্নাথ ধামের জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি। তাঁর আরাধনার দিন বেশ ধুমধাম করে পালিত হয়। এই বছর বিশ্বকর্মা পুজো নিয়ে অনেকের মধ্যে একটা ধন্দ রয়েছে। তা হল পুজো কবে, ১৭ নাকি ১৮ সেপ্টেম্বর? প্রতি বছর সেপ্টেম্বর মাসের ১৭ বা ১৮ তারিখে হয় বিশ্বকর্মা পুজো। এই বছর পুজো কবে, দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার শুভ সময় কখন? জেনে নিন এই প্রতিবেদনে।

সাধারণত, হিন্দুশাস্ত্র মতে তিথি এবং পুজোর সময় নির্ধারণ হয় চন্দ্রের গতির উপরে। তবে বৈদিক দেবতা বিশ্বকর্মার পুজোরর সঠিক সময় নির্ধারণ করা হয় সূর্যের গতির উপর নির্ভর করে। শাস্ত্রমতে, দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। আগামী ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, বুধবার এইবছর বিশ্বকর্মা পুজো। আরাধনার শুভ সময় কখন?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তিথি শুরু ৩১ ভাদ্র। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৭ সেপ্টেম্বর, বুধবার। একাদশী থাকছে রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত।

অমৃতযোগ রয়েছে সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে। আবার শুরু সকাল ৯টা ২৯ মিনিট থেকে সকাল ১১টা ৭ মিনিট পর্যন্ত। দুপুর ৩টে ৯ মিনিট থেকে বিকেল ৪টে ৪৬ মিনিট পর্যন্ত। সন্ধে ৬টা ২২ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত।

মাহেন্দ্রযোগ শুরু দুপুর ১টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টে ৯ মিনিট পর্যন্ত। এবং রাত ৮টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, ৩১ ভাদ্র। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৭ সেপ্টেম্বর, বুধবার। একাদশী তিথি থাকছে রাত ১টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত।

অমৃতযোগ রয়েছে সকাল ৭টা ৩ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে। ৯টা ২৯ মিনিট ২৪ সেকেন্ড থেকে ১১টা ৬ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত। দুপুর ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ড থেকে বিকেল ৪টে ৪৭ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত। সন্ধে ৬টা ২৩ মিনিট ৪৮ সেকেন্ড থেকে রাত ৮টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত। এবং ১টা ২৯ মিনিট ২৪ সেকেন্ড থেকে ৫টা ২৬ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত।

মাহেন্দ্রযোগ শুরু দুপুর ১টা ৩২ মিনিট ৫৮ সেকেন্ড থেকে ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত। এবং রাত ৮টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ১০টা ২০ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত।