AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fruits Benefits: এই ৫ ফলে কামড় দিলে কাটবে ক্লান্তি, ফিরে পাবেন চটজলদি এনার্জি

সারাদিন নানা কাজের শেষে অনেকেই ক্লান্তিবোধ করেন। বেশ কিছু ফল রয়েছে, যেগুলো মুহূর্তে ক্লান্তি ঝেড়ে শরীরে ফের জোগায় শক্তি। চলুন জেনে নেওয়া যাক তেমনই ৫টি ফলের নাম এবং সেগুলির গুণাগুণ।

Fruits Benefits: এই ৫ ফলে কামড় দিলে কাটবে ক্লান্তি, ফিরে পাবেন চটজলদি এনার্জি
Fruits Benefits: এই ৫ ফলে কামড় দিলে কাটবে ক্লান্তি, ফিরে পাবেন চটজলদি এনার্জিImage Credit: Canva
| Updated on: Sep 14, 2025 | 4:46 PM
Share

দিনভর দৌড়ঝাঁপের পর শরীর যেন কাহিল লাগে। সকালে তাড়াহুড়ো থাকে স্কুল, কলেজ, অফিস যাওয়ার। আবার অফিসে থাকে চাপ, আবার সন্ধেয় জমে থাকা কাজ—সব মিলিয়ে এনার্জি ফুরিয়ে যায় দ্রুত। এই সময়ে কফি বা এনার্জি ড্রিঙ্ক নয়, সহজ সমাধান লুকিয়ে আছে ফলের ঝুড়িতে। কিছু ফল রয়েছে, যেগুলো মুহূর্তে ক্লান্তি ঝেড়ে শরীরে ফের জোগায় শক্তি। চলুন জেনে নেওয়া যাক তেমনই ৫টি ফলের নাম এবং গুণাগুণ।

১) কলা —

প্রাকৃতিক এনার্জি বার। ভরপুর গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ থাকায় তাড়াতাড়ি শক্তি দেয়। ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম মাংসপেশি সুস্থ রাখে। ব্যায়ামের আগে বা পরে একটি কলা খেলে শরীর ঝটপট চাঙ্গা হয়।

২) আপেল —

ধীরে ধীরে দীর্ঘস্থায়ী শক্তি দেয়। ফাইবার সমৃদ্ধ, ফলে রক্তে শর্করা ধীরে ছাড়ে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরকে রাখে ফুরফুরে। সকালে অফিস যাওয়ার পথে একটি আপেল সারাদিনে ক্লান্তি কমায়।

৩) কমলা —

তাজা ভিটামিন সি-র ভাণ্ডার। ভিটামিন সি শরীরে লোহা শোষণে সাহায্য করে, ক্লান্তি কাটায়। জুসি ফ্রুক্টোজ তৎক্ষণাৎ এনার্জি দেয়। গরমের দিনে বা কাজের ফাঁকে এক গ্লাস কমলার রস যেন রিফ্রেশ মোড অন করে দেয়।

৪) আঙুর —

ছোট্ট দানা, বেশি এনার্জি। প্রাকৃতিক চিনি দ্রুত শরীরে শক্তি জোগায়। অ্যান্টিঅক্সিড্যান্ট হৃদযন্ত্রকে সুস্থ রাখে। কাজের চাপে যখন মন ও শরীর হাল ছেড়ে দেয়, মুঠো ভর্তি আঙুর ঝটপট চাঙ্গা করে দেয়।

৫) আম —

গ্রীষ্মের পাওয়ারফ্রুট এটি। সব মরসুমে মেলে না। কিন্তু এতে ভিটামিন এ, সি ও প্রচুর প্রাকৃতিক চিনি মিলে শক্তি বাড়ায়। ফাইবার হজম ভালো রাখে, ফলে ক্লান্তি জমে না। গরমে এক টুকরো আম শরীর ও মনকে করে ঝলমলে।

ক্লান্তিকে বাই বাই বলে শরীরে শক্তি ফেরাতে হাতের কাছে রাখুন এই সকল ফলগুলি। প্রাকৃতিক শক্তি যেমন শরীরকে হালকা রাখে, তেমনই দীর্ঘমেয়াদি স্বাস্থ্যও ভাল করে।