AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Solo Trip Plan: সোলো ট্রিপে স্মার্ট ট্র্যাভেল প্ল্যানিংই মাস্ট, এভাবে কম খরচে করুন ভরপুর অ্যাডভেঞ্চার

Smart Travel Planning: সোলো ট্রিপ করার প্ল্যান করলে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। তার মধ্যে অন্যতম স্মার্ট ট্র্যাভেল প্ল্যানিং। জানেন সেটি কী? আসলে সোলো ট্র্যাভেল যারা অভ্যস্ত, তাদের অনেকেই স্মার্ট ট্র্যাভেল প্ল্যানিং শব্দবন্ধনীর সঙ্গে পরিচিত।

Solo Trip Plan: সোলো ট্রিপে স্মার্ট ট্র্যাভেল প্ল্যানিংই মাস্ট, এভাবে কম খরচে করুন ভরপুর অ্যাডভেঞ্চার
সোলো ট্রিপে স্মার্ট ট্র্যাভেল প্ল্যানিংই মাস্ট, কম খরচে করুন ভরপুর মজাImage Credit: Oleh_Slobodeniuk/E+/Getty Images
| Updated on: Sep 13, 2025 | 7:05 PM
Share

অনেকে সোলো ট্রিপ পছন্দ করেন। পুজোর ছুটিতে কেউ কেউ সোলো ট্রিপের জন্য বেছে নেন পাহাড়, কেউ আবার হাজির হন সমুদ্রের তীরে। অবশ্য সোলো ট্রাভেল যারা পছন্দ করেন, তাদের অনেকেই অফবিট জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন। এই সোলো ট্রিপ করে যে আলাদা অনুভূতি মেলে, তা নিয়ে অনেকেই বর্ণনা করতে গিয়ে ভাষা হারান। তবে সোলো ট্রিপ করার প্ল্যান করলে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। তার মধ্যে অন্যতম স্মার্ট ট্র্যাভেল প্ল্যানিং। জানেন সেটি কী? আসলে সোলো ট্র্যাভেল যারা অভ্যস্ত, তাদের অনেকেই স্মার্ট ট্র্যাভেল প্ল্যানিং শব্দবন্ধনীর সঙ্গে পরিচিত। এর অর্থ ভ্রমণের আগে এমনভাবে প্রস্তুতি নেওয়া যাতে কম খরচে, কম সময় নষ্ট করে, আরামদায়ক ও ঝামেলাহীন ভ্রমণ করা যায়।

স্মার্ট ট্র্যাভেল প্ল্যানিং: কম বাজেটে বেশি ঘোরার কৌশল

ভ্রমণ মানেই আনন্দ। কিন্তু ভুল প্ল্যানিং করলে বাজেট বেড়ে যায়, সময় নষ্ট হয় আর ট্রিপের মজা অর্ধেক কমে যায়। তাই আজকের সময়ে দরকার “স্মার্ট ট্র্যাভেল প্ল্যানিং”। যেখানে আপনি বাজেট, সময়, নিরাপত্তা আর অভিজ্ঞতা, সবকিছুকে ব্যালেন্স করে ভ্রমণ করবেন।

স্মার্ট ট্র্যাভেল প্ল্যানিং-এর মূল টিপস—

  • আগেভাগে গবেষণা করতে হবে

– গন্তব্যের ট্রেন/বাস ভাড়া, হোটেল খরচ, সাইটসিইং স্পট সব জেনে নিন। – অনলাইন রিভিউ দেখে সেরা অথচ সস্তা অপশন বেছে নিন।

  • ফ্লেক্সিবল ডেট রাখুন

– উইকেন্ড বা পুজোর ভিড়ে ভাড়া বেশি হয়। অন্য সময়ে গেলে কম খরচে ভালো ট্রিপ করা যায়।

  • স্মার্ট প্যাকিং

– অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন। হালকা ব্যাগে প্রয়োজনীয় জামাকাপড়, ওষুধ, চার্জার, পাওয়ার ব্যাংক রাখুন।

  • লোকাল অভিজ্ঞতা কাজে লাগান

– রেস্টুরেন্টের বদলে লোকাল দোকান বা হোম-কুকড খাবার খান। সস্তায় খাবার মিলবে ও আসল স্বাদ পাবেন।

  • আগে থেকে টিকিট বুক করুন

– ট্রেন বা বাসের টিকিট আগে কেটে রাখলে সস্তা ও কনফার্ম সিট পাওয়া যায়।

  • শেয়ার রাইড বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন

– প্রাইভেট ক্যাবের বদলে অটো, বাস, শেয়ার গাড়ি ধরলে খরচ অনেক কমবে।

  • প্রথমেই নিরাপত্তা

– বিশেষ করে সোলো ট্র্যাভেলার হলে পরিবার/বন্ধুকে লোকেশন শেয়ার করুন। সন্দেহজনক জায়গা এড়িয়ে চলুন।