কর্মসূত্রে ঘনঘন ট্র্যাভেল করেন? ব্যাগ গোছানোর ক্ষেত্রে নজর থাকুক এই কয়েকটি বিষয়ে
ব্যাগ গোছানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যা যা জিনিস বেশি ব্যবহার করবেন, সেগুলো সামনের দিকের পকেট বা চেনে রাখুন। নাহলে সেগুলো বের করতে গেলে বাকি সব জিনিস ঘেঁটে যেতে পারে।
কর্মসূত্রে ঘনঘন অফিসের ট্রিপে যেতে হয় আপনাকে? তাহলে সবসময়ই একটা ব্যাগ গুছিয়েই রাখতে হয়। কারণ অফিস ট্রিপে গিয়ে প্রয়োজনের জিনিস হাতের সামনে না পেলে মহা মুশকিল। কিছু জিনিস থাকে যেগুলো আপনি যাওয়ার একদম আগের মুহূর্তে হাতে পান। তবে এমন অনেক কিছুই রয়েছে যা আপনি আগে থেকে ব্যাগে ভরে রাখতে পারেন।
ঘনঘন যাঁরা ট্র্যাভেল করেন, তাঁদের বলে ফ্রিকোয়েন্ট ট্র্যাভেলার। ব্যাগ গোছানোর সময় এই ধরণের ট্র্যাভেলাররা কী কী খেয়াল রাখবেন, সেটা দেখে নেওয়া যাক।
১। অফিস ট্রিপ সাধারণত খুব বেশিদিনের হয় না। তাই ব্যাগের সাইজ বড় না হওয়াই ভাল। ছোট ট্রলি বা অন্যান্য ট্র্যাভেল ব্যাগ নিলে আপনার যাতায়াতে সুবিধা হবে। খুব বেশি পোশাক না নেওয়াই ভাল।
২। ছোট ব্যাগে জায়গা কম। অতএব জিনিস গুছিয়ে রাখতে হবে। যেসব জিনিস একেবারেই ভুলবেন না যেমন- ব্রাশ, দরকারি ওষুধ, টাওয়েল বা গামছা, প্রসাধনের জিনিস (মহিলা-পুরুষ উভয়ের জন্যই প্রয়োজন), ফোনের এক্সট্রা চার্জার, পাওয়ার ব্যাঙ্ক— এগুলো অতি অবশ্যই ব্যাগের নির্দিষ্ট জায়গা রাখুন। সব ট্রিপের ক্ষেত্রে ওই একই জায়গায় এই জিনিসগুলো রাখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।
আরও পড়ুন- ‘অফবিট’ জায়গায় বেড়াতে ভালবাসেন? আপনার জন্য রইল উত্তরকাশীর কিছু অজানা-অচেনা জায়গায় হদিশ
৩। অফিসের প্রয়োজনীয় কাগজপত্র একটা আলাদা ফাইল বা ফোল্ডারে নিন। তারপর সেটাকে ব্যাগে রাখুন। যদি ল্যাপটপ নিয়ে যান তাহলে সেটার জন্য আলাদা ব্যাগ নেওয়াই ভাল। সেখানেই রাখুন অফিসের দরকারি কাগজপত্র। ল্যাপটপের চার্জার এবং পোর্টেবল ওয়াইফাই মোডেম নিতে ভুলবেন না। সঙ্গে রাখুন নোটপ্যাড আর পেন।
৪। ছেলেরা অতি অবশ্যই এক্সট্রা মোজা এবং টাই সঙ্গে রাখবেন। দুটো জিনিসই রোল করে ভাঁজ করুন। নাহলে ক্রিজ পড়ে যেতে পারে। শার্ট এবং প্যান্ট— যাই নেবেন, ভাঁজ পরিপাটি থাকা প্রয়োজন। নাহলে অফিস মিটিং বা ক্লায়েন্ট ভিজিটের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
৫। মহিলারা যদি স্কার্ফ ব্যবহার করেন, তাহলে সেটা ঠিক করে ভাঁজ করে ব্যাগের কোনও ছোট পকেটে ঢুকিয়ে রাখুন। এতে ভাঁজ নষ্ট হবে না। অফিস ট্রিপে হাল্কা পেনডেন্ট, ছোট দুল, আংটি, ঘড়ি সঙ্গে নিতে পারেন। এর জন্য ছোট স্লিং পাউচ ব্যবহার করুন। সেখানেই রাখুন যাবতীয় জিনিস। তাহলে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না।
৬। ব্যাগ গোছানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যা যা জিনিস বেশি ব্যবহার করবেন, সেগুলো সামনের দিকের পকেট বা চেনে রাখুন। নাহলে সেগুলো বের করতে গেলে বাকি সব জিনিস ঘেঁটে যেতে পারে। নিজের পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন কার্ড সযত্নে রাখুন। সেই সঙ্গে গুছিয়ে রাখুন টাকাপয়সা। প্রয়োজনে নগদ টাকা সঙ্গে বেশি রাখবেন না। কার্ড রাখুন। বা অনলাইন-ডিজিটাল পেমেন্ট করুন।