Meghalaya: জমজমাট নভেম্বর! সুরের উত্‍সবে মাততে মেঘালয়ে আসছে দেশি-বিদেশি জনপ্রিয় ব্যান্ড

Music Festival: চলতি বছরের থেকে ৫ নভেম্বর, টানা ২ দিন ধরে চলবে এই জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যাল। কোথায় হবে?

Meghalaya: জমজমাট নভেম্বর! সুরের উত্‍সবে মাততে মেঘালয়ে আসছে দেশি-বিদেশি জনপ্রিয় ব্যান্ড
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 5:10 PM

প্রকৃতির রূপের মুগ্ধতায় জনপ্রিয় মেঘালয়ের শিলংয়ে এবার সুরের উত্‍সব। গানের জগতের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা মেঘালয়ের এই বার্ষিক সঙ্গীত উত্‍সবের কথা অজানা নয়। সামনের মাসেই এবার সেই বহু প্রতীক্ষিত মিউজিক, ফুড ও সাংস্কৃতিক উত্‍সবের আয়োজন করা হয়েছে শিলংয়ে। দেশ -বিদেশের জনপ্রিয় মিউজিক ব্যান্ডের সুরের মূর্ছনায় মুখরিত হবে দ্য হিলস ফেস্টিভ্যাল মেঘালয় উত্‍সব। চলতি বছরের ৪ থেকে ৫ নভেম্বর, টানা ২ দিন ধরে চলবে এই জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যাল। কোথায় হবে? মেঘালয়ের উমিয়াম লেক ও উম্বির ভিলেজে হবে দেশের সেরা ও জনপ্রিয় মিউজিক ব্য়ান্ডের সম্মেলন।

তবে শুধু সুরের আঙিনায় তাল-লয় নয়,আয়োজন করা হলে অঢেল হরেক রকমের খাবার-দাওয়ার ব্যবস্থা। বিদেশি ও দেশি খাবারের পাশাপাশি স্থানীয় খাবারের স্টাইলে বিভিন্ন স্বাদের খাবারও পাওয়া যাবে এই উত্‍সবে। বলা যেতে পারে, মিউজিকের বন্দনার মাঝেই পেটপুজোও হবে জমজমাট। দেওয়া হবে মেঘালয়ের জনপ্রিয় ও স্পেশাল দ্য ফরেজ আইজল। উপজাতি ও বন্য এলাকায় এই প্রসিদ্ধ খাবারটির স্বাদ যিনি পেয়েছেন, সে সেই স্বাদ জীবনে কখনও ভুলতে পারবেন না।

পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে এই উত্‍সবের আয়োজকরা বেশ কয়েকটি সবুজের উন্নয়ন করার চেষ্টা করেছেন। সমস্ত প্রমোশন ও স্টেজের ব্যাকড্রপ ও শিল্পস্থাপনাগুলি পরিবেশ-বান্ধব উপকরণ ব্যবহার করে তৈরি করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সেখানে আরও ওয়াটার স্টেশন, বায়োডিগ্রেডেবল সার্ভিস ওয়্যার ও পরিবেশবান্ধব, পুনর্ব্যবহারযোগ্য কাগজ ও বাঁশেরও ব্যবস্থা রাখা হবে। এই স্পেশাল উত্‍সবটিকে সামনে রেখে রাদ্য়ের পর্যটন শিল্পকেও ঢেলে সাজানো হচ্ছে। এর মাধ্যমে শুধু সঙ্গীতের শিকড়কে আঁকড়ে ধরা নয়, বিশাল উত্‍সবের টানে যাতে রাজ্য়ে পর্যটকের সংখ্য়া আগের তুলনায় বৃদ্ধি করে, সেদিকেও নজর রাখা বলে জানা গিয়েছে।

এই উত্‍সবের সেরা আকর্ষণ কোনগুলি…

১. ব্লাডিউড, তাবা ছাকে, হানুম্যানকাইন্ড, ঈয়াং রাজা, করণ কাঞ্চন-সহ আরও অনেক বিশিষ্ট জনপ্রিয় ব্যান্ডগুলিকে একসঙ্গে দেখতে পাবেন।

২. বিখ্য়াত চেফ টিজ্যাক এই স্থানীয় ও জনপ্রিয় খাবার বানানোর প্রশিক্ষণ দেবেন । মেঘালয়ের বন্য উপজাতিদের সেরা ও সুস্বাদু ফরেজ খাবারের জন্য স্পেশাল লেআউটের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।

৩. গোটা উত্‍সবটাই হবে ইকো-ফ্রেন্ডলির ব্যবস্থাপনায়। পরিবেশ রক্ষার্থে, পরিবেশকে বাঁচাতে ভেন্যু,বর্জ্য় জিনিসপত্রের রিসাইক্লিং, আপসাইক্লিং, RO পানীয় জলের স্টেশন, বায়োডিগ্রেডেবল সার্ভিসেরও ব্যবস্থা করা হয়।

৪. মেঘালয়ের অসাধারণ সুন্দর এলাকা উম্বির গ্রামে ও উমিয়াম লেকে থাকবে অভিনব সাউক্লিং ট্রাক। এই অফবিট জায়গাদুটিকে পর্য়টকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য কোনও খুঁত রাখতে চান না উদ্য়োক্তারা। প্রকৃতি ও সৌন্দর্যের মেলবন্ধনে আবদ্ধ এই দুটি জায়গায় পর্য়টকদের জন্য রাখা হবে ক্য়াম্পিং তাঁবু। তবে শুধু পর্যটকদের জন্য নয়, এই উত্‍সবে সামিল হতে যাঁরা আসবেন, তাদের সযত্নে রাখা হবে এই ইকো-ভিলেজেই।

৫. বড়দের পাশাপাশি শিশুরাও যাতে এই উত্‍সবে সামিল হতে পারে, তার জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্পেশাল প্লে-কেয়ার সেকশনও তৈরি করা হবে। শিশুদের যত্নের জন্য এই অভিনব ব্যবস্থা রাখা হবে।