Winter Destination: শীতের মিঠে রোদে গা এলিয়ে ঘুরে আসুন উত্তর ভারতের সেরা ৬ হিল স্টেশনগুলিতে

Incredible India: এই উত্‍সবের মেজাজে, শীতের গন্ধ গায়ে মেখে ভারতের পাহাড়ের কোলে কোথায় বেড়াতে যাবেন, তার একটি লিস্ট দেখে নিন...

| Edited By: | Updated on: Oct 12, 2022 | 4:06 PM
পুজো মিটতেই শীতের অপেক্ষায় গোটা বাংলা। কিন্তু শীত কোথায়? পাঁচটা বাজতে না বাজতেই সূর্য্যিমামার দেখা নেই। পুজো শেষ হলেও মানুষের মন থেকে উত্‍সবের রেশ কমার লক্ষণ নেই। কারণ সামনেই রয়েছে কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজোর মত গুরুত্বপূর্ণ হিন্দু উত্‍সবগুলি। তাই এই উত্‍সবের মেজাজে, শীতের গন্ধ গায়ে মেখে ভারতের পাহাড়ের কোলে কোথায় বেড়াতে যাবেন, তার একটি লিস্ট দেখে নিন...

পুজো মিটতেই শীতের অপেক্ষায় গোটা বাংলা। কিন্তু শীত কোথায়? পাঁচটা বাজতে না বাজতেই সূর্য্যিমামার দেখা নেই। পুজো শেষ হলেও মানুষের মন থেকে উত্‍সবের রেশ কমার লক্ষণ নেই। কারণ সামনেই রয়েছে কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজোর মত গুরুত্বপূর্ণ হিন্দু উত্‍সবগুলি। তাই এই উত্‍সবের মেজাজে, শীতের গন্ধ গায়ে মেখে ভারতের পাহাড়ের কোলে কোথায় বেড়াতে যাবেন, তার একটি লিস্ট দেখে নিন...

1 / 8
মহিমান্বিত পর্বত, চিরহরিৎ অরণ্য, মনোমুগ্ধকর উপত্যকা, বিশুদ্ধ অক্সিজেন, আধ্যাত্মিকতা, জীবনধারা এবং বিচিত্র পটভূমিতে সমৃদ্ধ উত্তর ভারতের হিল স্টেশনগুলির আকর্ষণ সবসময়ের জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে,রোমাঞ্চকর ও প্রকৃতির কোলে স্নিগ্ধ বাতাসের সুড়সুড়ি, শহরের ব্যস্ত জীবন থেকে দূরে, রোদের মিঠে অনুভূতির স্বাদ পেতে হলে উত্তর ভারতের এই ৬ জায়গাগুলি সর্বশ্রেষ্ঠ।

মহিমান্বিত পর্বত, চিরহরিৎ অরণ্য, মনোমুগ্ধকর উপত্যকা, বিশুদ্ধ অক্সিজেন, আধ্যাত্মিকতা, জীবনধারা এবং বিচিত্র পটভূমিতে সমৃদ্ধ উত্তর ভারতের হিল স্টেশনগুলির আকর্ষণ সবসময়ের জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে,রোমাঞ্চকর ও প্রকৃতির কোলে স্নিগ্ধ বাতাসের সুড়সুড়ি, শহরের ব্যস্ত জীবন থেকে দূরে, রোদের মিঠে অনুভূতির স্বাদ পেতে হলে উত্তর ভারতের এই ৬ জায়গাগুলি সর্বশ্রেষ্ঠ।

2 / 8
মানালি: হিমালয় পর্বতমালায় ঘেরা সুন্দর উপত্যকায় রয়েছে ঐতিহাসিক মন্দির, অবিরত বরফশীতল জলপ্রপাত বা রোমাঞ্চকর কার্যকলাপে আনন্দ উপভোগ নিতে দ্বিধাবোধ করবেন না। পরিবার ও পার্টনারের সঙ্গে নিয়ে নিরিবিলিতে মানালি ভ্রমণে যেতে পারেন।

মানালি: হিমালয় পর্বতমালায় ঘেরা সুন্দর উপত্যকায় রয়েছে ঐতিহাসিক মন্দির, অবিরত বরফশীতল জলপ্রপাত বা রোমাঞ্চকর কার্যকলাপে আনন্দ উপভোগ নিতে দ্বিধাবোধ করবেন না। পরিবার ও পার্টনারের সঙ্গে নিয়ে নিরিবিলিতে মানালি ভ্রমণে যেতে পারেন।

3 / 8
সিমলা: ব্রিটিশশাসনকালে গ্রীষ্মকালীন ঋতুর শ্রেষ্ঠ গন্তব্যস্থল ছিল সিমলা। বর্তমানে উত্তর ভারতের সর্বাধিক মনোরম হিল স্টেশনগুলির মধ্যে অন্যতম। চিত্তাকর্ষক সৌন্দর্য, ঔপনিবেশিক রেকর্ড থেকে শুরু করে রোমাঞ্চকর কার্যকলাপের একটি আলাদা দুনিয়া রয়েছে এখানে। প্রাচীন ঐতিহাসিক মন্দির এবং বিভিন্ন স্থাপত্যের বিস্ময়গুলিকে উপেক্ষা করতে পারবেন না কেউই।

সিমলা: ব্রিটিশশাসনকালে গ্রীষ্মকালীন ঋতুর শ্রেষ্ঠ গন্তব্যস্থল ছিল সিমলা। বর্তমানে উত্তর ভারতের সর্বাধিক মনোরম হিল স্টেশনগুলির মধ্যে অন্যতম। চিত্তাকর্ষক সৌন্দর্য, ঔপনিবেশিক রেকর্ড থেকে শুরু করে রোমাঞ্চকর কার্যকলাপের একটি আলাদা দুনিয়া রয়েছে এখানে। প্রাচীন ঐতিহাসিক মন্দির এবং বিভিন্ন স্থাপত্যের বিস্ময়গুলিকে উপেক্ষা করতে পারবেন না কেউই।

4 / 8
সিমলা: ব্রিটিশশাসনকালে গ্রীষ্মকালীন ঋতুর শ্রেষ্ঠ গন্তব্যস্থল ছিল সিমলা। বর্তমানে উত্তর ভারতের সর্বাধিক মনোরম হিল স্টেশনগুলির মধ্যে অন্যতম। চিত্তাকর্ষক সৌন্দর্য, ঔপনিবেশিক রেকর্ড থেকে শুরু করে রোমাঞ্চকর কার্যকলাপের একটি আলাদা দুনিয়া রয়েছে এখানে। প্রাচীন ঐতিহাসিক মন্দির এবং বিভিন্ন স্থাপত্যের বিস্ময়গুলিকে উপেক্ষা করতে পারবেন না কেউই।

সিমলা: ব্রিটিশশাসনকালে গ্রীষ্মকালীন ঋতুর শ্রেষ্ঠ গন্তব্যস্থল ছিল সিমলা। বর্তমানে উত্তর ভারতের সর্বাধিক মনোরম হিল স্টেশনগুলির মধ্যে অন্যতম। চিত্তাকর্ষক সৌন্দর্য, ঔপনিবেশিক রেকর্ড থেকে শুরু করে রোমাঞ্চকর কার্যকলাপের একটি আলাদা দুনিয়া রয়েছে এখানে। প্রাচীন ঐতিহাসিক মন্দির এবং বিভিন্ন স্থাপত্যের বিস্ময়গুলিকে উপেক্ষা করতে পারবেন না কেউই।

5 / 8
মুসৌরি: উত্তর ভারতের সবচেয়ে বেশি জনপ্রিয় হিল স্টেশনগুলির তালিকার মধ্যে মুসৌরি হল অন্যতম। প্রকৃতি, সংস্কৃতি এবং ধর্মের সূক্ষ্মতার মিশেলে শীতের ছুটি কাটানোর অভিজ্ঞতা নিতে পারেন এখানে। মুসৌরিতে সবার জন্য কিছু জিনিস আছে! মনোমুগ্ধকর পাহাড়ি হিল স্টেশনে হর্স রাইড, ট্রেকিং, রাফটিং, প্যারাগ্লাইডিংয়ের মত রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবেন।

মুসৌরি: উত্তর ভারতের সবচেয়ে বেশি জনপ্রিয় হিল স্টেশনগুলির তালিকার মধ্যে মুসৌরি হল অন্যতম। প্রকৃতি, সংস্কৃতি এবং ধর্মের সূক্ষ্মতার মিশেলে শীতের ছুটি কাটানোর অভিজ্ঞতা নিতে পারেন এখানে। মুসৌরিতে সবার জন্য কিছু জিনিস আছে! মনোমুগ্ধকর পাহাড়ি হিল স্টেশনে হর্স রাইড, ট্রেকিং, রাফটিং, প্যারাগ্লাইডিংয়ের মত রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবেন।

6 / 8
কসৌলি: শহুরে গুঞ্জন থেকে পালিয়ে বাঁচতে চান? যদি পাহাড়ের শান্ত-শীতল স্থানে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এবার ঘুরে আসুন কসৌলি। হিমালয়ের পাদদেশে কসৌলি একটি শান্তিপূর্ণ ক্যান্টনমেন্ট শহর। নির্মল পরিবেশের পাশাপাশি, শহরটি পুরানো বিশ্বের আকর্ষণে মুখরিত।

কসৌলি: শহুরে গুঞ্জন থেকে পালিয়ে বাঁচতে চান? যদি পাহাড়ের শান্ত-শীতল স্থানে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এবার ঘুরে আসুন কসৌলি। হিমালয়ের পাদদেশে কসৌলি একটি শান্তিপূর্ণ ক্যান্টনমেন্ট শহর। নির্মল পরিবেশের পাশাপাশি, শহরটি পুরানো বিশ্বের আকর্ষণে মুখরিত।

7 / 8
শ্রীনগর: নীল আকাশ, তাজা অক্সিজেন, অত্যাশ্চর্য  ডাল লেক, হাউসবোট-সহ শ্রীনগর সত্যিই পৃথিবীতে একটি স্বর্গ। উত্তর ভারতের সেরা হিল স্টেশন। সবুজ উদ্যান, প্রাণবন্ত সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাসে জর্জরিত শ্রীনগর সর্বদা আপনার ভ্রমণের তালিকায় শীর্ষে থাকে।

শ্রীনগর: নীল আকাশ, তাজা অক্সিজেন, অত্যাশ্চর্য ডাল লেক, হাউসবোট-সহ শ্রীনগর সত্যিই পৃথিবীতে একটি স্বর্গ। উত্তর ভারতের সেরা হিল স্টেশন। সবুজ উদ্যান, প্রাণবন্ত সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাসে জর্জরিত শ্রীনগর সর্বদা আপনার ভ্রমণের তালিকায় শীর্ষে থাকে।

8 / 8
Follow Us: