Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheapest Flights Tickets: মাত্র ৩০০০ টাকায় ফ্লাইটের টিকিট মিলছে শুধুমাত্র এই মাসে, ঘুরতে যাবেন নাকি?

Flight Fare: আগে লোকে প্লেনযাত্রা মানেই ভাবত বিদেশ। তবে আমাদের দেশের মধ্যেই একাধিক জায়গা রয়েছে। যে সব জায়গায় আপনি সহজেই যেতে পারেন ফ্লাইটে

Cheapest Flights Tickets: মাত্র ৩০০০ টাকায় ফ্লাইটের টিকিট মিলছে শুধুমাত্র এই মাসে, ঘুরতে যাবেন নাকি?
যাবেন নাকি ঘুরতে
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 5:19 PM

ঘুরতে যেতে তো সকলেই চান, সব সময় ছুটি আর সুযোগ থাকে না। মেঘের দেশে ভেসে ভেসে পছন্দের গন্তব্যে পৌঁছতে কার না ইচ্ছে করে। ছোট থেকেই আকাশে এরোপ্লেন দেখে সকলেরই শখ হয় একবার চড়তেই হবে। কিন্তু ওই যে খরচ বড় বালাই! সব সময় মন চাইলেও পকেট সাথ দেয় না। অতএব যাবতীয় পরিকল্পনা, স্বপ্ন সব মুলতুবি রাখতে হয়। বাস যাত্রার একটা অন্য রকম আনন্দ আছে। ট্রেন যাত্রার অন্যরকম আনন্দ আছে। আবার প্লেনযাত্রা তার তুলনায় একেবারেই পৃথক। আগে লোকে প্লেনযাত্রা মানেই ভাবত বিদেশ। তবে আমাদের দেশের মধ্যেই একাধিক জায়গা রয়েছে। যে সব জায়গায় আপনি সহজেই যেতে পারেন ফ্লাইটে। আর সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিদেশের চাইতে কোনও অংশে কম নয়। এই ছুটির আমেজে ঘুরে বেড়াতে ভালই লাগে। সামনেই বিয়ে? বিয়ের পর ঘুরে আসার প্ল্যান করে ফেলুন এই সব জায়গা থেকেই। বেশ কিছু বিমান সংস্থা শুধুমাত্র নভেম্বর মাসের জন্য বিমান ভাড়ায় দিচ্ছেন আকর্ষণীয় ছাড়।

চেন্নাই থেকে কোচি

দক্ষিণ ভারতে তেমন ঠাণ্ডা পড়ে না। ফলে কনকনে ঠাণ্ডার হাত থেকে রেহাই পেতে চাইলে নতুন বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে আসতে পারেন কোচি থেকে। কেরালায় গেটওয়ে নামে পরিচিত কোচি। কোচির ফোর্ট, ঐতিহাসিক স্থানগুলির আকর্ষণই অন্যরকম। আরব, ব্রিটিশ, ডাচ. চিনের স্থাপত্যের চিহ্ন রয়েছে এখানে। আলেপ্পি, মুন্নার, ইদুক্কি থেকে ঘুরে আসতে চাইলে আজই টিকিট কাডুন। ফ্রাইটের টিকিটের দাম শুরু ৩০০০ থেকে।

মুম্বই থেকে গোয়া

গোয়া আর মুম্বই নিয়ে নতুন করে বলার কিছু নেই। রাতের বাণিজ্যনগরীর রূপ একেবারেই আলাদা। এই সময় গোয়াতে একাধিক ফেস্টিভ্যালও চলে। বিয়ের পর গোয়াতে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। নির্জনে রিল্যাক্স করতে চাইলে বেছে নিতে পারেন যে কোনও একটা বিচ। এই মাসে ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন ৩০০০ টাকার মধ্যে।

দিল্লি থেকে দেরহাদুন

ঠাণ্ডায় বরফ আর পাহাড় দেখার পরিকল্পনা? বরফের দেখা না পেলেও মন্দ লাগবে না দেরহাদুন। যেতে পারেন উত্তরাখণ্ড, মুসৌরি, কেদারনাথ,ঋষিকেশ, হরিদ্বার। দারুণ যে ট্যুর হবে তা বলার অপেক্ষা থাকে না।

বেঙ্গালুর থেকে পুদুচেরি

বেঙ্গালুরুর থেকে খুবই কাছে পুদুচেরি। বাই রোডও যাওয়া যায়। আর ফ্লাইটে টিকিটের দাম ২৫০০ টাকার মধ্যেই। তিরুপতি, চিত্তুর, কাঞ্চিপুরম, তিরুভান্নামালাই এসব পুদুচেরির আশপাশেই। পুরনো দিনের স্থাপত্য, ভাল ব্রেকফাস্ট আর সমুদ্রের নোনা হাওয়ায় গা ভাসাতে একবার অবশ্যই ঘুরে আসুন পুদুচেরি থেকে।