Vaishnave Mahesh: বছর ১৫-র বৈষ্ণবী মহেশ চমকে দিতে পারেন হরমনপ্রীতদের

Asia Cup 2022: আজ, মহিলাদের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ ভারতের। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চমক দেখানোর অপেক্ষায় আমিরশাহির স্পিনার বৈষ্ণবী মহেশ। বছর পনেরোর বৈষ্ণবী এ বারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছিলেন। তারপরও তাঁর দল হেরেছে। হার-জিত খেলার অঙ্গ ধরে নিয়ে পরের ম্যাচে ভুল শুধরে নিতে চান বৈষ্ণবী।

| Edited By: | Updated on: Oct 04, 2022 | 7:00 AM
আজ, মহিলাদের এশিয়া কাপে (Asia Cup) সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে ম্যাচ ভারতের (India)। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চমক দেখানোর অপেক্ষায় আমিরশাহির স্পিনার বৈষ্ণবী মহেশ (Vaishnave Mahesh)।  (ছবি: এসিসি মিডিয়া)

আজ, মহিলাদের এশিয়া কাপে (Asia Cup) সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে ম্যাচ ভারতের (India)। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চমক দেখানোর অপেক্ষায় আমিরশাহির স্পিনার বৈষ্ণবী মহেশ (Vaishnave Mahesh)। (ছবি: এসিসি মিডিয়া)

1 / 5
বছর পনেরোর বৈষ্ণবী এ বারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছেন। তারপরও তাঁর দল হেরেছে। হার-জিত খেলার অঙ্গ ধরে নিয়ে পরের ম্যাচে ভুল শুধরে নিতে চান বৈষ্ণবী। (ছবি: এসিসি মিডিয়া)

বছর পনেরোর বৈষ্ণবী এ বারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছেন। তারপরও তাঁর দল হেরেছে। হার-জিত খেলার অঙ্গ ধরে নিয়ে পরের ম্যাচে ভুল শুধরে নিতে চান বৈষ্ণবী। (ছবি: এসিসি মিডিয়া)

2 / 5
বৈষ্ণবী লঙ্কানদের বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান করেছিলেন। বিনিময়ে তিনি তুলে নিয়েছিলেন ৩ উইকেট। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানে জেতে শ্রীলঙ্কা। (ছবি: এসিসি মিডিয়া)

বৈষ্ণবী লঙ্কানদের বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান করেছিলেন। বিনিময়ে তিনি তুলে নিয়েছিলেন ৩ উইকেট। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানে জেতে শ্রীলঙ্কা। (ছবি: এসিসি মিডিয়া)

3 / 5
খেলায় হার-জিত হবেই। সেটা মেনে নিয়ে পরের ম্যাচে ভুল ত্রুটি না করায় বিশ্বাসী বৈষ্ণবী। যে কারণে, ম্যাচে হেরেও তাঁর কথায় সেই অর্থে হতাশা ফুটে ওঠেনি। (ছবি: এসিসি মিডিয়া)

খেলায় হার-জিত হবেই। সেটা মেনে নিয়ে পরের ম্যাচে ভুল ত্রুটি না করায় বিশ্বাসী বৈষ্ণবী। যে কারণে, ম্যাচে হেরেও তাঁর কথায় সেই অর্থে হতাশা ফুটে ওঠেনি। (ছবি: এসিসি মিডিয়া)

4 / 5
২০১৯ সালে ১৩ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয় বৈষ্ণবীর। ৩০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলে তিনি পেয়েছেন ২৮টি উইকেট। এ বারের এশিয়া কাপে তিনি, কেরিয়ারের অন্যতম সেরা বোলিং করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। এতেই থেমে থাকতে চান না তিনি. নিজের পারফরম্যান্স আরও উন্নত করতে চান বলে জানিয়েছেন বৈষ্ণবী। (ছবি: এসিসি মিডিয়া)

২০১৯ সালে ১৩ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয় বৈষ্ণবীর। ৩০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলে তিনি পেয়েছেন ২৮টি উইকেট। এ বারের এশিয়া কাপে তিনি, কেরিয়ারের অন্যতম সেরা বোলিং করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। এতেই থেমে থাকতে চান না তিনি. নিজের পারফরম্যান্স আরও উন্নত করতে চান বলে জানিয়েছেন বৈষ্ণবী। (ছবি: এসিসি মিডিয়া)

5 / 5
Follow Us: