Raksha Bandhan 2022: সামনেই রাখী বন্ধন! পুজোর থালিতে এই ৫ জিনিস না রাখলে অসম্পূর্ণ থাকবে ভাই-বোনের বন্ধন

Rakhi Puja Thali: এই উৎসবের জন্য বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন সারা বছর। আগামী ১১ অগস্ট রাখী পূর্ণিমা। ভাই-বোনের অন্তহীন ভালোবাসা এবং একে অপরের প্রতি তাদের উৎসর্গের প্রতীক হল এই রক্ষাবন্ধন।

Aug 06, 2022 | 8:31 PM
TV9 Bangla Digital

| Edited By: dipta das

Aug 06, 2022 | 8:31 PM

এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কব্জিতে রাখী বেঁধে তার দীর্ঘায়ু কামনা করেন। অন্যদিকে ভাইরা বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। রক্ষাবন্ধনে রাখী বাঁধার গুরুত্ব যতটা, রাখীর থালাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।

এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কব্জিতে রাখী বেঁধে তার দীর্ঘায়ু কামনা করেন। অন্যদিকে ভাইরা বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। রক্ষাবন্ধনে রাখী বাঁধার গুরুত্ব যতটা, রাখীর থালাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।

1 / 7
জ্যোতিষশাস্ত্র অনুসারে, পুজোর সময় রাখীর থালায় কিছু বিশেষ জিনিস অন্তর্ভুক্ত করা খুবই জরুরি। সেইগুলি ছাড়া রক্ষাবন্ধন থালি অসম্পূর্ণ বলে মনে করা হয়। এই জিনিসগুলি অন্তর্ভুক্ত করলে, ভাইয়ের দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেবী লক্ষ্মীর কৃপাও তার উপর থাকে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, পুজোর সময় রাখীর থালায় কিছু বিশেষ জিনিস অন্তর্ভুক্ত করা খুবই জরুরি। সেইগুলি ছাড়া রক্ষাবন্ধন থালি অসম্পূর্ণ বলে মনে করা হয়। এই জিনিসগুলি অন্তর্ভুক্ত করলে, ভাইয়ের দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেবী লক্ষ্মীর কৃপাও তার উপর থাকে।

2 / 7
সিঁদুরের তিলক: রাখী থালির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হল সিঁদুর। সিঁদুরকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। তাই অবশ্যই এটি আপনার প্লেটে অন্তর্ভুক্ত করুন। ভাইকে সিঁদুরের তিলক লাগালে দেবী লক্ষ্মীর কৃপা তার উপর বর্ষণ হয়। অর্থের কোন অভাব হয় না।

সিঁদুরের তিলক: রাখী থালির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হল সিঁদুর। সিঁদুরকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। তাই অবশ্যই এটি আপনার প্লেটে অন্তর্ভুক্ত করুন। ভাইকে সিঁদুরের তিলক লাগালে দেবী লক্ষ্মীর কৃপা তার উপর বর্ষণ হয়। অর্থের কোন অভাব হয় না।

3 / 7
অক্ষত: হিন্দু ধর্মে, অক্ষত অবশ্যই যে কোনও শুভ কাজের অন্তর্ভুক্ত। রাখীর পুজোর প্লেট সাজাবার সময় অবশ্যই অক্ষত অন্তর্ভুক্ত করুন। অক্ষতকে পরিপূর্ণতার প্রতীক মনে করা হয়। অক্ষত ব্যবহার করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। তাই তিলক করার সময় অক্ষত লাগান। অক্ষত প্রয়োগ করলে ভাইয়ের আয়ু দীর্ঘ হয়।

অক্ষত: হিন্দু ধর্মে, অক্ষত অবশ্যই যে কোনও শুভ কাজের অন্তর্ভুক্ত। রাখীর পুজোর প্লেট সাজাবার সময় অবশ্যই অক্ষত অন্তর্ভুক্ত করুন। অক্ষতকে পরিপূর্ণতার প্রতীক মনে করা হয়। অক্ষত ব্যবহার করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। তাই তিলক করার সময় অক্ষত লাগান। অক্ষত প্রয়োগ করলে ভাইয়ের আয়ু দীর্ঘ হয়।

4 / 7
চন্দন: ভাইয়ের কপালে চন্দন লাগালে ভগবান বিষ্ণু ও গণেশের কাছ থেকে ভাই ও বোন, উভয়েই আশীর্বাদ পান। কপালে চন্দন লাগালে ভাইয়ের মন শান্ত থাকে এবং তিনি ধর্ম ও কর্মের পথই অনুসরণ করেন। শুধু নিজের বোনের জন্য নয়, অন্য মহিলাদেরও রক্ষা করেন।

চন্দন: ভাইয়ের কপালে চন্দন লাগালে ভগবান বিষ্ণু ও গণেশের কাছ থেকে ভাই ও বোন, উভয়েই আশীর্বাদ পান। কপালে চন্দন লাগালে ভাইয়ের মন শান্ত থাকে এবং তিনি ধর্ম ও কর্মের পথই অনুসরণ করেন। শুধু নিজের বোনের জন্য নয়, অন্য মহিলাদেরও রক্ষা করেন।

5 / 7
রাখী: রাখী পূর্ণিমার দিন রাখী বাঁধলে ভাইয়ের জীবনে সমৃদ্ধি আসে। তার জীবনে সুখ ও সমৃদ্ধি ভরে থাকে। একইভাবে ভাইয়ের যেন কোনও ক্ষতি না হয় এবং তাকেও রক্ষার সুতোয় বেঁধে ভালোভাবে দায়িত্ব পালন করতে হয়। এই কারণেই বোন ভাইয়ের কব্জিতে রাখী বাঁধেন।

রাখী: রাখী পূর্ণিমার দিন রাখী বাঁধলে ভাইয়ের জীবনে সমৃদ্ধি আসে। তার জীবনে সুখ ও সমৃদ্ধি ভরে থাকে। একইভাবে ভাইয়ের যেন কোনও ক্ষতি না হয় এবং তাকেও রক্ষার সুতোয় বেঁধে ভালোভাবে দায়িত্ব পালন করতে হয়। এই কারণেই বোন ভাইয়ের কব্জিতে রাখী বাঁধেন।

6 / 7
প্রদীপ: রাখীর পুজোর থালিতে অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। মনে করা হয়, অগ্নিদেব প্রদীপের মধ্যেই অবস্থান। কোনও ধর্মীয় কাজে সাক্ষী হিসাবে অগ্নিতে শুভ হিসেবে বিবেচনা করা হয়। এর পাশাপাশি আগুনকে শক্তি ও জীবনের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। প্রদীপ জ্বালালে নেগেটিভ শক্তি দূর হয়।

প্রদীপ: রাখীর পুজোর থালিতে অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। মনে করা হয়, অগ্নিদেব প্রদীপের মধ্যেই অবস্থান। কোনও ধর্মীয় কাজে সাক্ষী হিসাবে অগ্নিতে শুভ হিসেবে বিবেচনা করা হয়। এর পাশাপাশি আগুনকে শক্তি ও জীবনের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। প্রদীপ জ্বালালে নেগেটিভ শক্তি দূর হয়।

7 / 7

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla