Shani in Sawan 2024: আসন্ন শ্রাবণে শনিদেব শান্ত না হলে কপালে দুঃখ আছে! সাড়ে সাতে দশা কাটাতে এই ছোট্ট কাজ করুন ৫ রাশি

Shani Pradosh Vrat: পৌরাণিক কাহিনি, মহাদেবকে নিজের গুরু হিসেবে মানেন শনিদেব। স্বয়ং মহাদেবই শনিদেবকে কর্মফলদাতার আসন দেন। শনিকে শান্ত করতে পারেন একমাত্র মহাদেবই। মহাদেবের আশীর্বাদে ভক্তরা ভালো কাজ করলে তাদের উপর শনির প্রভাব খুব পজিটিভ থাকে। যে ভক্তরা মন্দ কাজ করেন, তাদের সেই কাজের নিরিখে শাস্তি প্রদান করেন শনিদেব।

| Edited By: | Updated on: Jul 12, 2024 | 5:02 PM
এবছর শ্রাবণ মাস অত্যন্ত শুভ  ও বিরল হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, শিবের মাসে ঘটতে চলেছে অলৌকিক ও বিষ্ময়কর ঘটনা। যা গত ৭২ বছর আগে ঘটেছিল। তাই মহাদেবকে তুষ্ট করতে সব শিবভক্তরাই অপেক্ষা করে আছেন।

এবছর শ্রাবণ মাস অত্যন্ত শুভ  ও বিরল হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, শিবের মাসে ঘটতে চলেছে অলৌকিক ও বিষ্ময়কর ঘটনা। যা গত ৭২ বছর আগে ঘটেছিল। তাই মহাদেবকে তুষ্ট করতে সব শিবভক্তরাই অপেক্ষা করে আছেন।

1 / 8
মনে করা হয়, শিবঠাকুরকে প্রসন্ন করলে সারাজীবন রোগমুক্ত ও নানা দোষ থেকে মুক্তি মিলতে পারে। শ্রাবণ মাসে উপরি পাওনা হিসেবে পাওয়া যাবে দুটি প্রদোষ উপবাস। যার মধ্যে একটি হল শনি প্রদোষ ব্রত ও উপবাস। 

মনে করা হয়, শিবঠাকুরকে প্রসন্ন করলে সারাজীবন রোগমুক্ত ও নানা দোষ থেকে মুক্তি মিলতে পারে। শ্রাবণ মাসে উপরি পাওনা হিসেবে পাওয়া যাবে দুটি প্রদোষ উপবাস। যার মধ্যে একটি হল শনি প্রদোষ ব্রত ও উপবাস। 

2 / 8
এই শনি প্রদোষ ব্রত ও উপবাসে মহাদিদেবের উপাসনা করলে শনির সাড়ে সাতি দশা ও  ধাইয়ার প্রভাব হ্রাস হতে পারে। বর্তমানে ৫টি রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতি দশা ও ধাইয়ার কোপে পড়তে চলেছেন। শ্রাবণ মাসের শনি প্রদোষে এই প্রতিকারগুলি করলে হাতেনাতে ফল মিলতে পারে। 

এই শনি প্রদোষ ব্রত ও উপবাসে মহাদিদেবের উপাসনা করলে শনির সাড়ে সাতি দশা ও  ধাইয়ার প্রভাব হ্রাস হতে পারে। বর্তমানে ৫টি রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতি দশা ও ধাইয়ার কোপে পড়তে চলেছেন। শ্রাবণ মাসের শনি প্রদোষে এই প্রতিকারগুলি করলে হাতেনাতে ফল মিলতে পারে। 

3 / 8
আগামী ২২ জুলাই থেকে সাওয়ান মাস শুরু হতে চলেছে। শেষ হবে ১৯ অগস্ট। গোটা শ্রাবণ মাসে দুটি প্রদোষ উপবাস হতে চলেছে, যার মধ্যে একটি হল শনি প্রদোষ ব্রত ও উপবাস। বর্তমানে মকর, কর্কট, বৃশ্চিক, কুম্ভ ও মীন রাশিতে শনির সাড়ে সাতি দশা ও ধাইয়ার প্রভাব রয়েছে।

আগামী ২২ জুলাই থেকে সাওয়ান মাস শুরু হতে চলেছে। শেষ হবে ১৯ অগস্ট। গোটা শ্রাবণ মাসে দুটি প্রদোষ উপবাস হতে চলেছে, যার মধ্যে একটি হল শনি প্রদোষ ব্রত ও উপবাস। বর্তমানে মকর, কর্কট, বৃশ্চিক, কুম্ভ ও মীন রাশিতে শনির সাড়ে সাতি দশা ও ধাইয়ার প্রভাব রয়েছে।

4 / 8
শনি প্রদোষ উপবাসের দিন এই পাঁচ রাশির জাকর-জাতিকাদের অবশ্যই মহাদেবের বিশেষ আচার মেনে পুজো করা উচিত। তাতে শনিদেবকে শান্ত থাকবেন। কথিত আছে, ষনির বক্রদৃষ্টি থেকে স্বয়ং মহাদেবও রেহাই পাননি। আবার শনির মহাগুরু হলেন মহাদেব।  এর মাধ্যমে শিবের কৃপায় শনি শান্ত হবে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব হলেন শনিদেবের গুরু।

শনি প্রদোষ উপবাসের দিন এই পাঁচ রাশির জাকর-জাতিকাদের অবশ্যই মহাদেবের বিশেষ আচার মেনে পুজো করা উচিত। তাতে শনিদেবকে শান্ত থাকবেন। কথিত আছে, ষনির বক্রদৃষ্টি থেকে স্বয়ং মহাদেবও রেহাই পাননি। আবার শনির মহাগুরু হলেন মহাদেব।  এর মাধ্যমে শিবের কৃপায় শনি শান্ত হবে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব হলেন শনিদেবের গুরু।

5 / 8
পৌরাণিক কাহিনি, মহাদেবকে নিজের গুরু হিসেবে মানেন শনিদেব। স্বয়ং মহাদেবই শনিদেবকে কর্মফলদাতার আসন দেন। শনিকে শান্ত করতে পারেন একমাত্র মহাদেবই। মহাদেবের আশীর্বাদে ভক্তরা ভালো কাজ করলে তাদের উপর শনির প্রভাব খুব পজিটিভ থাকে। যে ভক্তরা মন্দ কাজ করেন, তাদের সেই কাজের নিরিখে শাস্তি প্রদান করেন শনিদেব।

পৌরাণিক কাহিনি, মহাদেবকে নিজের গুরু হিসেবে মানেন শনিদেব। স্বয়ং মহাদেবই শনিদেবকে কর্মফলদাতার আসন দেন। শনিকে শান্ত করতে পারেন একমাত্র মহাদেবই। মহাদেবের আশীর্বাদে ভক্তরা ভালো কাজ করলে তাদের উপর শনির প্রভাব খুব পজিটিভ থাকে। যে ভক্তরা মন্দ কাজ করেন, তাদের সেই কাজের নিরিখে শাস্তি প্রদান করেন শনিদেব।

6 / 8
পঞ্চাঙ্গ মতে, আগামী ১৭ অগস্ট শনি প্রদোষ উপবাস ও ব্রত পালিত হবে। শনি প্রদোষ উপবাসে শনির সাড়ে সাতি দশা ও ধাইয়ার প্রভাব কমাতে মকর, কর্কট, বৃশ্চিক, কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের মহাদেবের জলাভিষেক করা উচিত।

পঞ্চাঙ্গ মতে, আগামী ১৭ অগস্ট শনি প্রদোষ উপবাস ও ব্রত পালিত হবে। শনি প্রদোষ উপবাসে শনির সাড়ে সাতি দশা ও ধাইয়ার প্রভাব কমাতে মকর, কর্কট, বৃশ্চিক, কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের মহাদেবের জলাভিষেক করা উচিত।

7 / 8
শ্রীরামের নামে লেখা বেলপত্র নিবেদন করুন। এছাড়াও, সন্ধ্যের সময়, ময়দার প্রদীপ তৈরি করে তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। তার জেরে শনির সাড়ে সাতি দশা ও ধাইয়ার প্রভাব কমে যাবে অনেকটাই। পাশাপাশি আর্থিক, মানসিক ও শারীরিক সমস্যা সব দূরে হয়ে যাবে রাতারাতি। 

শ্রীরামের নামে লেখা বেলপত্র নিবেদন করুন। এছাড়াও, সন্ধ্যের সময়, ময়দার প্রদীপ তৈরি করে তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। তার জেরে শনির সাড়ে সাতি দশা ও ধাইয়ার প্রভাব কমে যাবে অনেকটাই। পাশাপাশি আর্থিক, মানসিক ও শারীরিক সমস্যা সব দূরে হয়ে যাবে রাতারাতি। 

8 / 8
Follow Us: