Shaligram Rocks: ৬ কোটি বছর প্রাচীন শালিগ্রাম পাথর দিয়েই হবে রামের ‘বালমূর্তি’! এই পবিত্র পাথর আসলে কী?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: dipta das

Updated on: Feb 03, 2023 | 1:28 PM

Ayodhya Temple: নেপালের দামোদর কুণ্ড থেকে উত্‍পন্ন কালী গণ্ডকী নদীর তীরে পাওয়া যায় এই অলৌকিক পাথর। তাই শালগ্রামকে গণ্ডকী নন্দনও বলা হয়। বৈষ্ণবরা এটিকে বিষ্ণুর প্রতিনিধি হিসেবে পবিত্র নদী গণ্ডকীতে পাওয়া একটি বৃত্তাকার পাথর।

Feb 03, 2023 | 1:28 PM
শালগ্রাম পাথর হিন্দুধর্মে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পাথর। তবে এই পাথর আসলে এক ধরনের জীবাশ্ম। হিন্দু ধর্মে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ভগবানের মূর্তি রূপে ব্যবহৃত হয়। নেপালের দামোদর কুণ্ড থেকে উত্‍পন্ন কালী গণ্ডকী নদীর তীরে পাওয়া যায় এই অলৌকিক পাথর। তাই শালগ্রামকে গণ্ডকী নন্দনও বলা হয়। বৈষ্ণবরা এটিকে বিষ্ণুর প্রতিনিধি হিসেবে পবিত্র নদী গণ্ডকীতে পাওয়া একটি বৃত্তাকার পাথর।

শালগ্রাম পাথর হিন্দুধর্মে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পাথর। তবে এই পাথর আসলে এক ধরনের জীবাশ্ম। হিন্দু ধর্মে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ভগবানের মূর্তি রূপে ব্যবহৃত হয়। নেপালের দামোদর কুণ্ড থেকে উত্‍পন্ন কালী গণ্ডকী নদীর তীরে পাওয়া যায় এই অলৌকিক পাথর। তাই শালগ্রামকে গণ্ডকী নন্দনও বলা হয়। বৈষ্ণবরা এটিকে বিষ্ণুর প্রতিনিধি হিসেবে পবিত্র নদী গণ্ডকীতে পাওয়া একটি বৃত্তাকার পাথর।

1 / 8
নেপালের মুস্তাং জেলায় শালগ্রাম বা মুক্তিনাথের কাছে গণ্ডকী নদীতে ২টি শিলা আবিষ্কৃত হয়েছিল। যা মুক্তির স্থান নামেও পরিচিত। সাধারণত কালো রঙের অ্যামোনয়েড জীবাশ্মের পুজো করা হয়। মনে করা হয় এই পবিত্র পাথরের মধ্যে ভগবান বিষ্ণুর বাস রয়েছে। তবে দেবী বৃন্দার অভিশাপেই তিনি শালগ্রাম পাথরে পরিণত হন।

নেপালের মুস্তাং জেলায় শালগ্রাম বা মুক্তিনাথের কাছে গণ্ডকী নদীতে ২টি শিলা আবিষ্কৃত হয়েছিল। যা মুক্তির স্থান নামেও পরিচিত। সাধারণত কালো রঙের অ্যামোনয়েড জীবাশ্মের পুজো করা হয়। মনে করা হয় এই পবিত্র পাথরের মধ্যে ভগবান বিষ্ণুর বাস রয়েছে। তবে দেবী বৃন্দার অভিশাপেই তিনি শালগ্রাম পাথরে পরিণত হন।

2 / 8
শালিগ্রাম হিন্দুধর্মে শালাগ্রাম নামেও পরিচিত। শালগ্রাম নামে একটি গ্রাম রয়েছে। এই গ্রামটি নেপালের গণ্ডকী নামের নদীর তীরে অবস্থিত। শিবলিঙ্গ ও শালিগ্রামকে ভগবানের দেবতা রূপে বিবেচনা করা হয়। পুরাণ অনুসারে শুধুমাত্র এই দেবতা রূপেই শালগ্রামকে পূজা করা উচিত। ভারতে লক্ষ লক্ষ শিবলিঙ্গের মন্দির আছে, কিন্তু শালিগ্রামজির মন্দির আছে মাত্র একটি।

শালিগ্রাম হিন্দুধর্মে শালাগ্রাম নামেও পরিচিত। শালগ্রাম নামে একটি গ্রাম রয়েছে। এই গ্রামটি নেপালের গণ্ডকী নামের নদীর তীরে অবস্থিত। শিবলিঙ্গ ও শালিগ্রামকে ভগবানের দেবতা রূপে বিবেচনা করা হয়। পুরাণ অনুসারে শুধুমাত্র এই দেবতা রূপেই শালগ্রামকে পূজা করা উচিত। ভারতে লক্ষ লক্ষ শিবলিঙ্গের মন্দির আছে, কিন্তু শালিগ্রামজির মন্দির আছে মাত্র একটি।

3 / 8
হিন্দুধর্মে সাধারণত দেবদেবীর মূর্তি পূজা করার প্রথা রয়েছে। কিন্তু এই মূর্তির আগে ভগবান ব্রহ্মাকে শঙ্খ রূপে, বিষ্ণুকে শালিগ্রাম এবং শিবজিকে শিবলিঙ্গ রূপে পূজা করা হত। শালিগ্রামের একমাত্র মন্দিরটি নেপালের মুক্তিনাথ অঞ্চলে অবস্থিত। এটি বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান মন্দির। মুক্তিনাথ যাত্রা খুবই কঠিন। বিশ্বাস করা হয় এখান থেকে মানুষ সব ধরনের দুঃখ-কষ্ট থেকে মুক্তি পায়। কাঠমান্ডু থেকে মুক্তিনাথ যেতে হলে পোখরা যেতে হয়। সেখান থেকে যেতে হবে জোমসোম।

হিন্দুধর্মে সাধারণত দেবদেবীর মূর্তি পূজা করার প্রথা রয়েছে। কিন্তু এই মূর্তির আগে ভগবান ব্রহ্মাকে শঙ্খ রূপে, বিষ্ণুকে শালিগ্রাম এবং শিবজিকে শিবলিঙ্গ রূপে পূজা করা হত। শালিগ্রামের একমাত্র মন্দিরটি নেপালের মুক্তিনাথ অঞ্চলে অবস্থিত। এটি বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান মন্দির। মুক্তিনাথ যাত্রা খুবই কঠিন। বিশ্বাস করা হয় এখান থেকে মানুষ সব ধরনের দুঃখ-কষ্ট থেকে মুক্তি পায়। কাঠমান্ডু থেকে মুক্তিনাথ যেতে হলে পোখরা যেতে হয়। সেখান থেকে যেতে হবে জোমসোম।

4 / 8
প্রায় ৩৩ ধরনের শালিগ্রাম রয়েছে, যার মধ্যে ২৪ ধরনের শালিগ্রাম ভগবান বিষ্ণুর ২৪টি অবতারের সঙ্গে জড়িত। মনে করা হয় যে এই ২৪ শালিগ্রাম বছরের ২৪ একাদশীর উপবাসের সঙ্গে সম্পর্কিত।  ভগবান বিষ্ণুর অবতার অনুসারে, শালিগ্রাম যদি বৃত্তাকার হয় তবে এটি ভগবান বিষ্ণুর গোপাল রূপ।

প্রায় ৩৩ ধরনের শালিগ্রাম রয়েছে, যার মধ্যে ২৪ ধরনের শালিগ্রাম ভগবান বিষ্ণুর ২৪টি অবতারের সঙ্গে জড়িত। মনে করা হয় যে এই ২৪ শালিগ্রাম বছরের ২৪ একাদশীর উপবাসের সঙ্গে সম্পর্কিত। ভগবান বিষ্ণুর অবতার অনুসারে, শালিগ্রাম যদি বৃত্তাকার হয় তবে এটি ভগবান বিষ্ণুর গোপাল রূপ।

5 / 8
মৎস্য আকৃতির শালগ্রামকে শ্রী হরির মৎস্য অবতারের প্রতীক মনে করা হয়। শালগ্রাম যদি কচ্ছপের আকারে হয় তবে এটি বিষ্ণুর কচ্ছপ এবং কূর্ম অবতারের প্রতীক হিসাবে বিবেচিত হয়। শালগ্রামে উদ্ভূত বৃত্ত এবং রেখাগুলি শ্রী কৃষ্ণের রূপে বিষ্ণু এবং তাঁর বংশের অন্যান্য অবতার নির্দেশ করে।

মৎস্য আকৃতির শালগ্রামকে শ্রী হরির মৎস্য অবতারের প্রতীক মনে করা হয়। শালগ্রাম যদি কচ্ছপের আকারে হয় তবে এটি বিষ্ণুর কচ্ছপ এবং কূর্ম অবতারের প্রতীক হিসাবে বিবেচিত হয়। শালগ্রামে উদ্ভূত বৃত্ত এবং রেখাগুলি শ্রী কৃষ্ণের রূপে বিষ্ণু এবং তাঁর বংশের অন্যান্য অবতার নির্দেশ করে।

6 / 8
নেপালের এই গণ্ডকী নদীর বিশেষ শিলা দিয়ে ভগবান রামের বালমূর্তি তৈরি করা হবে অযোধ্যার রামমন্দিরে। নেপাল থেকে আনা দুটি পাথরের ওজন প্রায় ২৬  ও ১৪ টন।

নেপালের এই গণ্ডকী নদীর বিশেষ শিলা দিয়ে ভগবান রামের বালমূর্তি তৈরি করা হবে অযোধ্যার রামমন্দিরে। নেপাল থেকে আনা দুটি পাথরের ওজন প্রায় ২৬ ও ১৪ টন।

7 / 8
প্রায় ৬ কোটি বছর প্রাচীন পাথর অযোধ্যায় ট্রাকে করে নিয়ে আসা হয়। তারপর বিশেষভাবে পুজো করে ও শিলাগুলি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে দেওয়া হয়। জানা গিয়েছে আসন্ন বছরের জানুয়ারি মাসেই রামের বাল্যরূপের মূর্তি স্থাপন করা হবে।

প্রায় ৬ কোটি বছর প্রাচীন পাথর অযোধ্যায় ট্রাকে করে নিয়ে আসা হয়। তারপর বিশেষভাবে পুজো করে ও শিলাগুলি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে দেওয়া হয়। জানা গিয়েছে আসন্ন বছরের জানুয়ারি মাসেই রামের বাল্যরূপের মূর্তি স্থাপন করা হবে।

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla