Subroto Banerjee: ঝুলিতে লারা-মার্শালের উইকেট, সচিন-পুত্রের প্রথম কোচ; বোর্ডের নির্বাচন কমিটিতে এক বন্দ্যোপাধ্যায়
বঙ্গসন্তান তাঁকে বলা যায় না ঠিকই তবে বাঙালি তিনি। ভারতীয় ক্রিকেটে বাঙালি নামক বস্তুটি যখন প্রায় লুপ্ত হতে বসেছে তখনই আবির্ভাব সুব্রত বন্দ্যোপাধ্যায়ের। বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি বা সিএসি নতুন নির্বাচক ঘোষণা করেছে। তাতে সেন্ট্রাল জ়োন থেকে জায়গা পেয়েছেন সুব্রত। সম্বরণের পর বোর্ডের নির্বাচন কমিটিতে আরও এক বন্দ্যোপাধ্যায়।
Most Read Stories