Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Subroto Banerjee: ঝুলিতে লারা-মার্শালের উইকেট, সচিন-পুত্রের প্রথম কোচ; বোর্ডের নির্বাচন কমিটিতে এক বন্দ্যোপাধ্যায়

বঙ্গসন্তান তাঁকে বলা যায় না ঠিকই তবে বাঙালি তিনি। ভারতীয় ক্রিকেটে বাঙালি নামক বস্তুটি যখন প্রায় লুপ্ত হতে বসেছে তখনই আবির্ভাব সুব্রত বন্দ্যোপাধ্যায়ের। বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি বা সিএসি নতুন নির্বাচক ঘোষণা করেছে। তাতে সেন্ট্রাল জ়োন থেকে জায়গা পেয়েছেন সুব্রত। সম্বরণের পর বোর্ডের নির্বাচন কমিটিতে আরও এক বন্দ্যোপাধ্যায়।

| Edited By: | Updated on: Jan 08, 2023 | 12:34 PM
সুব্রত ছিলেন ডানহাতি পেস বোলার। বাবা তারা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন পেস বোলার। বিহারের হয়েই রঞ্জি খেলেছেন তিনি। তাঁরই ছেলে সুব্রতর এমআরএফ পেস ফাউন্ডেশন থেকে উঠে আসা। বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেটে উত্থান। ৫৯টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৩৫টা উইকেট। সেরা ৭-১৮। (ছবি:সোশ্যাল মিডিয়া)

সুব্রত ছিলেন ডানহাতি পেস বোলার। বাবা তারা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন পেস বোলার। বিহারের হয়েই রঞ্জি খেলেছেন তিনি। তাঁরই ছেলে সুব্রতর এমআরএফ পেস ফাউন্ডেশন থেকে উঠে আসা। বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেটে উত্থান। ৫৯টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৩৫টা উইকেট। সেরা ৭-১৮। (ছবি:সোশ্যাল মিডিয়া)

1 / 6
১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ১টি টেস্ট ও ছয়টি ওডিআই খেলেছেন। অস্ট্রেলিয়ায় সফরের তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সিডনিতে খেলতে নেমে প্রথম ইনিংসে তিন উইকেট নেন। মার্ক ওয়া, মার্ক টেলর, জিওফ মার্শের উইকেট ঝুলিতে। ১৮ ওভার বল করে ৪ মেডেন সহ ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন।(ছবি:সোশ্যাল মিডিয়া)

১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ১টি টেস্ট ও ছয়টি ওডিআই খেলেছেন। অস্ট্রেলিয়ায় সফরের তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সিডনিতে খেলতে নেমে প্রথম ইনিংসে তিন উইকেট নেন। মার্ক ওয়া, মার্ক টেলর, জিওফ মার্শের উইকেট ঝুলিতে। ১৮ ওভার বল করে ৪ মেডেন সহ ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন।(ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 6
কপিল দেব, মনোজ প্রভাকরের মতো অভিজ্ঞ, উঠতি জাভাগল শ্রীনাথের মতো পেসারের ভিড়েও নিজেকে চিনিয়েছিলেন সুব্রত। কিন্তু দ্বিতীয় ইনিংসে আশ্চর্যজনক ভাবে আর বলই করানো হয়নি বাঙালি পেসারকে। বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয়েছিল তাঁর। ব্রায়ান লারা, ম্যালকম মার্শাল, ডেভিড উইলিয়ামসের উইকেট ছিল ঝুলিতে। ১৯৯২ সালের বিশ্বকাপেও দুটো ম্যাচ খেলেছিলেন তিনি।(ছবি:সোশ্যাল মিডিয়া)

কপিল দেব, মনোজ প্রভাকরের মতো অভিজ্ঞ, উঠতি জাভাগল শ্রীনাথের মতো পেসারের ভিড়েও নিজেকে চিনিয়েছিলেন সুব্রত। কিন্তু দ্বিতীয় ইনিংসে আশ্চর্যজনক ভাবে আর বলই করানো হয়নি বাঙালি পেসারকে। বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয়েছিল তাঁর। ব্রায়ান লারা, ম্যালকম মার্শাল, ডেভিড উইলিয়ামসের উইকেট ছিল ঝুলিতে। ১৯৯২ সালের বিশ্বকাপেও দুটো ম্যাচ খেলেছিলেন তিনি।(ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 6
আন্তর্জাতিক কেরিয়ারের স্থায়ীত্ব ছিল খুবই অল্প সময়ের জন্য। ফেরার লড়াই চালাননি এমনটা নয়। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছিলেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেও পান সাফল্য। কিন্তু জাতীয় দলে আর ফেরা হয়নি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

আন্তর্জাতিক কেরিয়ারের স্থায়ীত্ব ছিল খুবই অল্প সময়ের জন্য। ফেরার লড়াই চালাননি এমনটা নয়। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছিলেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেও পান সাফল্য। কিন্তু জাতীয় দলে আর ফেরা হয়নি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

4 / 6
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই কোচিংয়ে চলে আসেন। বিদর্ভের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। বোলিং কোচ সুব্রতর তত্ত্বাবধানেই পেস বোলিংয়ে হাতেখড়ি সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের। ব্যক্তিগত ট্রেনার হিসেবে সচিনপুত্রকে এগিয়ে দিয়েছেন অনেকখানি।(ছবি:সোশ্যাল মিডিয়া)

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই কোচিংয়ে চলে আসেন। বিদর্ভের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। বোলিং কোচ সুব্রতর তত্ত্বাবধানেই পেস বোলিংয়ে হাতেখড়ি সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের। ব্যক্তিগত ট্রেনার হিসেবে সচিনপুত্রকে এগিয়ে দিয়েছেন অনেকখানি।(ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 6
এ বারের দায়িত্বটা অন্যরকম। সেন্ট্রাল জ়োন থেকে নির্বাচক। বিসিসিআইয়ের নির্বাচনমণ্ডলীতে দীর্ঘদিন পর বাংলার না হলেও এক বাঙালি নির্বাচকের আবির্ভাব ঘটল। (ছবি:সোশ্যাল মিডিয়া)

এ বারের দায়িত্বটা অন্যরকম। সেন্ট্রাল জ়োন থেকে নির্বাচক। বিসিসিআইয়ের নির্বাচনমণ্ডলীতে দীর্ঘদিন পর বাংলার না হলেও এক বাঙালি নির্বাচকের আবির্ভাব ঘটল। (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 6
Follow Us: