Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Rain: হাওয়ায় উড়ছে সোনা, বৃষ্টি হচ্ছে রোজ! কোথায় এই জায়গা জানেন?

Mount Erebus: হাওয়ার সঙ্গেও মিশে যাচ্ছে সোনার কণা। তা আগ্নেয়গিরি থেকে ৬২১ মাইল দূরত্বেও পৌঁছে গিয়েছে। এখান থেকেই আগ্নেয়গিরি থেকে সোনা ওঠার খবর পাওয়া যায়।

| Updated on: Apr 20, 2024 | 2:32 PM
সোনার বৃষ্টি হচ্ছে। কোনও গল্পকথা নয়, এটাই সত্যি। পৃথিবীর মাটিতেই এই সোনার বৃষ্টি হচ্ছে। কোথায় জানেন?

সোনার বৃষ্টি হচ্ছে। কোনও গল্পকথা নয়, এটাই সত্যি। পৃথিবীর মাটিতেই এই সোনার বৃষ্টি হচ্ছে। কোথায় জানেন?

1 / 7
সত্যি সত্যিই সোনার বৃষ্টি হচ্ছে মাউন্ট এরেবাস থেকে। আন্টার্টিকায় অবস্থিত এই পাহাড়ের গা বেয়ে গলে গলে পড়ছে সোনা। আর শুধু সোনাই নয়, আরও বহুমূল্য নানা খনিজ ঝড়ে পড়ছে।

সত্যি সত্যিই সোনার বৃষ্টি হচ্ছে মাউন্ট এরেবাস থেকে। আন্টার্টিকায় অবস্থিত এই পাহাড়ের গা বেয়ে গলে গলে পড়ছে সোনা। আর শুধু সোনাই নয়, আরও বহুমূল্য নানা খনিজ ঝড়ে পড়ছে।

2 / 7
ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, যা নাসা নামেই পরিচিত, তারাই এই তথ্য জানিয়েছে। আন্টার্টিকায় অবস্থিত এই আগ্নেয়গিরি থেকেই উঠে আসছে সোনা ও অন্যান্য বহুমূল্য খনিজ।

ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, যা নাসা নামেই পরিচিত, তারাই এই তথ্য জানিয়েছে। আন্টার্টিকায় অবস্থিত এই আগ্নেয়গিরি থেকেই উঠে আসছে সোনা ও অন্যান্য বহুমূল্য খনিজ।

3 / 7
নাসা জানিয়েছে, পৃথিবীর একদম কেন্দ্রস্থল থেকে যে লাভা ফুটে বেরিয়ে আসছে, তার সঙ্গেই বহুমূল্য খনিজও উঠে আসছে।

নাসা জানিয়েছে, পৃথিবীর একদম কেন্দ্রস্থল থেকে যে লাভা ফুটে বেরিয়ে আসছে, তার সঙ্গেই বহুমূল্য খনিজও উঠে আসছে।

4 / 7
আগ্নেয়গিরি থেকে উঠে আসা সোনার পরিমাণটাও খুব একটা কম নয়। প্রতিদিন প্রায় ৮০ গ্রাম করে সোনা উঠে আসছে, যার মূল্য ৬০০০ ডলারের কাছাকাছি।

আগ্নেয়গিরি থেকে উঠে আসা সোনার পরিমাণটাও খুব একটা কম নয়। প্রতিদিন প্রায় ৮০ গ্রাম করে সোনা উঠে আসছে, যার মূল্য ৬০০০ ডলারের কাছাকাছি।

5 / 7
সত্যি সত্যি সোনার বৃষ্টি হলেও, সেই সোনা কুড়োতে যাওয়ার সাধ্য নেই কারোর। আগ্নেয়গিরি থেকে গ্যাসের ধাক্কায় ক্রিস্টাল বা স্ফটিকের আকারে সোনা উঠে আসলেও, তা ফুটন্ত লাভার মাঝে থাকায় তোলা সম্ভব নয়।

সত্যি সত্যি সোনার বৃষ্টি হলেও, সেই সোনা কুড়োতে যাওয়ার সাধ্য নেই কারোর। আগ্নেয়গিরি থেকে গ্যাসের ধাক্কায় ক্রিস্টাল বা স্ফটিকের আকারে সোনা উঠে আসলেও, তা ফুটন্ত লাভার মাঝে থাকায় তোলা সম্ভব নয়।

6 / 7
তবে হাওয়ার সঙ্গেও মিশে যাচ্ছে সোনার কণা। তা আগ্নেয়গিরি থেকে ৬২১ মাইল দূরত্বেও পৌঁছে গিয়েছে। এখান থেকেই আগ্নেয়গিরি থেকে সোনা ওঠার খবর পাওয়া যায়। এরপর নাসা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে মহাকাশ থেকে আগ্নেয়গিরি থেকে সোনা ওঠার ছবি প্রকাশ করা হয়। মাউন্ট এরেবাস আন্টার্টিকার সবথেকে উচ্চতম ও অ্যাকটিভ আগ্নেয়গিরি।

তবে হাওয়ার সঙ্গেও মিশে যাচ্ছে সোনার কণা। তা আগ্নেয়গিরি থেকে ৬২১ মাইল দূরত্বেও পৌঁছে গিয়েছে। এখান থেকেই আগ্নেয়গিরি থেকে সোনা ওঠার খবর পাওয়া যায়। এরপর নাসা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে মহাকাশ থেকে আগ্নেয়গিরি থেকে সোনা ওঠার ছবি প্রকাশ করা হয়। মাউন্ট এরেবাস আন্টার্টিকার সবথেকে উচ্চতম ও অ্যাকটিভ আগ্নেয়গিরি।

7 / 7
Follow Us: