CWG 2022: কমনওয়েলথে পতাকাবাহক ‘সুপারমম’ ক্যাপ্টেন বিসমা, এবারও সঙ্গী মেয়ে ফাতিমা
মাঠ ও মাঠের বাইরে দুই দিকেই সমান দায়িত্ব তাঁর। একদিকে পাকিস্তানের মেয়েদের ক্রিকেট দলের ক্যাপ্টেন। অন্যদিকে বাড়িতে একরত্তি মেয়ে ফাতিমা। মাতৃত্বের সঙ্গে ক্রিকেটকেও সমানতালে নিয়ে যাচ্ছেন বিসমা মারুফ(Bismah Maroof)। পাক ক্রিকেট দলের সুপারমম।
Most Read Stories