Bhubaneswar: অল্প বাজেটের মধ্যেই শীতের ছুটি কাটাবেন কোথায়? জেনে নিন এই রাজ্যের অফবিট জায়গাগুলি

ওড়িশা মানেই বাঙালির কাছে পুরী-ই প্রথম ও শেষ কথা। ভুবনেশ্বর ও আশেপাশে বহু অবিশ্বাস্যকর জায়গা রয়েছে, যেগুলি এখনও অনাবিষ্কৃত হয়ে পড়ে রয়েছে।

| Edited By: | Updated on: Dec 01, 2021 | 2:10 PM
ওড়িশা মানেই বাঙালির কাছে পুরী-ই প্রথম ও শেষ কথা। ভুবনেশ্বর ও আশেপাশে বহু অবিশ্বাস্যকর জায়গা রয়েছে, যেগুলি এখনও অনাবিষ্কৃত হয়ে পড়ে রয়েছে। ওড়িশার সংস্কৃতি ও ঐতিহ্যের বিখ্যাত, আর সেই সবই এই জায়গাগুলিতে ভরপুর স্বাদ পাবেন পর্যটকরা।

ওড়িশা মানেই বাঙালির কাছে পুরী-ই প্রথম ও শেষ কথা। ভুবনেশ্বর ও আশেপাশে বহু অবিশ্বাস্যকর জায়গা রয়েছে, যেগুলি এখনও অনাবিষ্কৃত হয়ে পড়ে রয়েছে। ওড়িশার সংস্কৃতি ও ঐতিহ্যের বিখ্যাত, আর সেই সবই এই জায়গাগুলিতে ভরপুর স্বাদ পাবেন পর্যটকরা।

1 / 6
ধৌলি- দয়া নদীর তীরে অবস্থিত, ভুবনেশ্বর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে ধৌলি শহর। এখানে একটি বিখ্যাত শান্তি স্তূপ রয়েছে। ধৌলি পাহাড়ে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল বলে ধারণা করা হয়।

ধৌলি- দয়া নদীর তীরে অবস্থিত, ভুবনেশ্বর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে ধৌলি শহর। এখানে একটি বিখ্যাত শান্তি স্তূপ রয়েছে। ধৌলি পাহাড়ে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল বলে ধারণা করা হয়।

2 / 6
তপ্তপানি- উড়িষ্যার উষ্ণ প্রসবনের জন্য বিখ্যাত। স্থানীয়দের বিশ্বাস, এই প্রসবণের জলে ঔষধি গুণ রয়েছে।

তপ্তপানি- উড়িষ্যার উষ্ণ প্রসবনের জন্য বিখ্যাত। স্থানীয়দের বিশ্বাস, এই প্রসবণের জলে ঔষধি গুণ রয়েছে।

3 / 6
বেরহামপুর- ওড়িশার পূর্ব উপকূলরেখায় অবস্থিত বেরহামপুর শহর। যা ব্রহ্মপুর নামেও পরিচিত।

বেরহামপুর- ওড়িশার পূর্ব উপকূলরেখায় অবস্থিত বেরহামপুর শহর। যা ব্রহ্মপুর নামেও পরিচিত।

4 / 6
গোপালপুর- আপনি যদি বন্দর শহর পছন্দ করেন, তাহলে গোপালপুর আপনার পছন্দ হওয়া উচিত। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই শহরটি রাজ্যের দক্ষিণ দিকে। ভুবনেশ্বরের আশেপাশে ঘুরে দেখার জন্য এটি অন্যতম সেরা শীতকালীন স্থান।

গোপালপুর- আপনি যদি বন্দর শহর পছন্দ করেন, তাহলে গোপালপুর আপনার পছন্দ হওয়া উচিত। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই শহরটি রাজ্যের দক্ষিণ দিকে। ভুবনেশ্বরের আশেপাশে ঘুরে দেখার জন্য এটি অন্যতম সেরা শীতকালীন স্থান।

5 / 6
দারিংবাড়ি- ভাবছেন ভুবনেশ্বরের আশেপাশে কোন হিল স্টেশন আছে কিনা, তাহলে সেই জায়গা হল দারিংবাড়ি। ভুবনেশ্বরের আশেপাশের সেরা শীতকালীন স্থানগুলির মধ্যে একটি যা 'ওড়িশার কাশ্মীর' নামেও পরিচিত।

দারিংবাড়ি- ভাবছেন ভুবনেশ্বরের আশেপাশে কোন হিল স্টেশন আছে কিনা, তাহলে সেই জায়গা হল দারিংবাড়ি। ভুবনেশ্বরের আশেপাশের সেরা শীতকালীন স্থানগুলির মধ্যে একটি যা 'ওড়িশার কাশ্মীর' নামেও পরিচিত।

6 / 6
Follow Us: