বাংলাতেও হতে পারত ‘ব্লগার-হত্যা’! পেন ড্রাইভ থেকে যা জানা গেল, তা ভয়ঙ্কর
Murshidabad: বাংলাদেশের ব্লগার রাজীব হায়দার খুনে ২০১৩ সালে গ্রেফতার হন রহমানী। এরকম অন্তত ১১-১২ জন ব্লগারকে হত্যা করার অভিযোগ রয়েছে ওই সংগঠনের বিরুদ্ধে।
মুর্শিদাবাদ: জঙ্গিযোগে ধৃত ২ জনকে জেরা করেই উঠে এল বিস্ফোরক তথ্য। বুধবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁদের যোগ থাকার প্রমাণ মিলেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। তাঁদের সম্পর্কে একের পর এক তথ্য সামনে আসছে। বাংলাদেশের ব্লগার হত্যার ধাঁচেই নাকি হামলার ছক ছিল ধৃতদের!
কাদের হত্যা করার ছক ছিল ভারতে? সূত্রের খবর, ছোট ও মাঝারি রাজনৈতিক নেতারাই ছিলেন টার্গেট। তাঁরা দুজনেই ছিলেন বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সদস্য, ধৃতদের জেরায় এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। মুর্শিদাবাদে ওই ধৃতদের কাছে উদ্ধার হয়েছে পেন ড্রাইভ। পেন ড্রাইভে মিলেছে আনসার আল ইসলাম প্রধানের বক্তৃতার অংশ।
বাংলাদেশে জেলমুক্তির পরই পর পর সভা করেন জসিমউদ্দিন রহমানি। নোয়াখালির সভা থেকে ভারত বিরোধী উস্কানি দেন রহমানি। জামিন পাওয়ার পরই আনসার আল ইসলাম বা আনসারুল্লা বাংলা টিমের প্রধান সক্রিয় হয়ে উঠেছেন। অসম ও বাংলায় স্লিপার সেলকে চাঙ্গা করার কাজ করছেন রহমানি মুর্শিদাবাদে ধৃত আব্বাস ও মিনারুল সেরকমই একটি স্লিপার সেলের সদস্য বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের ব্লগার রাজীব হায়দার খুনে ২০১৩ সালে গ্রেফতার হন রহমানী। এরকম অন্তত ১১-১২ জন ব্লগারকে হত্যা করার অভিযোগ রয়েছে ওই সংগঠনের বিরুদ্ধে। মুর্শিদাবাদে ধৃত দের কাছ থেকে উদ্ধার পেনড্রাইভ। সেই পেন ড্রাইভে মিলেছে আনসার প্রধান জসিমউদ্দিন রহমানির একাধিক বক্তৃতা। রয়েছে সেপ্টেম্বর মাসের নোয়াখালীর বক্তৃতাও। আর এই সব দেখেই সন্দেহ বাড়ছে গোয়েন্দাদের।