প্রতীকী চিবলা হয়, অশ্রুর কোনও মূল্য হয় না। সুখ, দুঃখ, সমস্ত আবেগের বহিঃপ্রকাশ হয় অশ্রু বা কান্নার মাধ্যমে। মানুষের কান্না অমূল্য হলেও, জানলে অবাক হবেন যে এক প্রাণী রয়েছে, যার এক ফোটা অশ্রুর দামই কয়েক কোটি টাকা!ত্র
ভাবছেন কোন প্রাণী এটি? আমাদের সকলের চেনা, উটের কান্নার দাম কোটি টাকা। উটের চোখ থেকে গড়িয়ে পড়া এক একটি অশ্রুও বহুমূল্য।
কেন জানেন? উটের চোখের জলে রয়েছে এমন প্রতিষেধক, যা ২৬ ধরনের বিষধর সাপের বিষের প্রভাব কমাতে সক্ষম। মার্কিন গবেষণায় এমনটাই তথ্য উঠে এসেছে।
দুবাইয়ের সেন্ট্রাল ভেটেরিনারি রিসার্চ ল্যাবরেটরিতেও উটের কান্নার উপযোগিতার কথা স্বীকার করা হয়েছে। উটের অশ্রু ব্যবহার করে সাপের বিষের প্রতিষেধক তৈরির চেষ্টা চলছে।
চিকিৎসা বিজ্ঞানে সাপের বিষের প্রতিষেধক তৈরিতে নতুন সংযোজন উটের কান্না। বিজ্ঞানীরা এর আগে ঘোড়া ও ভেড়ার দেহে অল্প পরিমাণ সাপের বিষ প্রয়োগ করেও অ্যান্টি-ভেনম বা বিষের প্রতিষেধক সংগ্রহ করেছেন।
প্রতি বছর লক্ষাধিক মানুষ সাপের কামড়ে মারা যান। অন্ধবিশ্বাস ও সঠিক সময়ে চিকিৎসা বা প্রতিষেধক না পাওয়ার কারণেই এই মৃত্যু হয়।
সেক্ষেত্রে উটের কান্না সাপের বিষের প্রতিষেধক হিসাবে বিশেষ উপকারি হতে পারে। আগামী ৫ বছরের মধ্যেই এই অ্য়ান্টি ভেনম তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।