গরমেই মশা কেন বেশি কামড়ায়, ভেবে দেখেছেন কখনও?

Mosquito: স্ত্রী মশারা গ্রীষ্মকালে মানুষকে বেশি কামড়ায়। তাপমাত্রা, ঘাম, আলো ও শরীরের গন্ধেও মশারা আকৃষ্ট হয় বেশি।

| Updated on: May 05, 2024 | 9:56 AM
গরম যত বাড়ছে, ততই কষ্ট বাড়ছে। শুধু তো আর রোদ বা ঘামের জ্বালা-অস্বস্তি নয়, তার সঙ্গে রয়েছে মশার জ্বালাতন। লক্ষ্য করে দেখবেন, শীতকালের তুলনায় গ্রীষ্মকালেই মশা বেশি কামড়ায়। কেন এমন হয় জানেন?

গরম যত বাড়ছে, ততই কষ্ট বাড়ছে। শুধু তো আর রোদ বা ঘামের জ্বালা-অস্বস্তি নয়, তার সঙ্গে রয়েছে মশার জ্বালাতন। লক্ষ্য করে দেখবেন, শীতকালের তুলনায় গ্রীষ্মকালেই মশা বেশি কামড়ায়। কেন এমন হয় জানেন?

1 / 7
মশার দেহের প্রকৃতি এমনই যে শীতকালে তাপমাত্রা কমে গেলে, মশা আর সক্রিয় থাকতে পারে না। ফলে মানুষকে কামড়ায়ও না।

মশার দেহের প্রকৃতি এমনই যে শীতকালে তাপমাত্রা কমে গেলে, মশা আর সক্রিয় থাকতে পারে না। ফলে মানুষকে কামড়ায়ও না।

2 / 7
গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হওয়ায়, মশা বংশবৃদ্ধি করে। তাপমাত্রা বৃদ্ধি হলে মশা সক্রিয় হয়ে ওঠে, প্রজনন করতে পারে।

গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হওয়ায়, মশা বংশবৃদ্ধি করে। তাপমাত্রা বৃদ্ধি হলে মশা সক্রিয় হয়ে ওঠে, প্রজনন করতে পারে।

3 / 7
তাপমাত্রা বাড়লে মশা স্বাভাবিকভাবেই কামড়ায়ও বেশি। এবার মশার মধ্যেও ভাগ রয়েছে। মানুষকে কামড়ায় স্ত্রী মশা।

তাপমাত্রা বাড়লে মশা স্বাভাবিকভাবেই কামড়ায়ও বেশি। এবার মশার মধ্যেও ভাগ রয়েছে। মানুষকে কামড়ায় স্ত্রী মশা।

4 / 7
গ্রীষ্মকালেই যেহেতু মশা প্রজনন করে, তাই তাদের প্রজননের জন্য প্রোটিনের প্রয়োজন। যা তারা রক্ত থেকেই সংগ্রহ করে।

গ্রীষ্মকালেই যেহেতু মশা প্রজনন করে, তাই তাদের প্রজননের জন্য প্রোটিনের প্রয়োজন। যা তারা রক্ত থেকেই সংগ্রহ করে।

5 / 7
সেই কারণেই স্ত্রী মশারা গ্রীষ্মকালে মানুষকে বেশি কামড়ায়। তাপমাত্রা, ঘাম, আলো ও শরীরের গন্ধেও মশারা আকৃষ্ট হয় বেশি।

সেই কারণেই স্ত্রী মশারা গ্রীষ্মকালে মানুষকে বেশি কামড়ায়। তাপমাত্রা, ঘাম, আলো ও শরীরের গন্ধেও মশারা আকৃষ্ট হয় বেশি।

6 / 7
এছাড়া রক্তের গ্রুপের প্রকারভেদেও মশা কম-বেশি কামড়ায়। যেমন বি ব্লাড গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়।

এছাড়া রক্তের গ্রুপের প্রকারভেদেও মশা কম-বেশি কামড়ায়। যেমন বি ব্লাড গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়।

7 / 7
Follow Us: