Constipation in Children: শিশুদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে কী করণীয়, জেনে নিন

শিশুদের মধ্যেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। মুখে কিছু বলতে না পারলেও শরীরে অস্বস্তি অনুভব করে তারাও। তার ওপর তৈরি হয় নানা শারীরিক সমস্যা। তাই আপনার সন্তানের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কীভাবে দূর করবেন, তার জন্য রইল কিছু ঘরোয়া উপায়...

| Edited By: | Updated on: Nov 19, 2021 | 4:26 PM
খালি পেটে এক গ্লাস করে গরম জল খাওয়াবেন।

খালি পেটে এক গ্লাস করে গরম জল খাওয়াবেন।

1 / 5
৪-৫ টা কিশমিশ আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখবেন। প্রতিদিন সকালে সেটা খাওয়াবেন।

৪-৫ টা কিশমিশ আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখবেন। প্রতিদিন সকালে সেটা খাওয়াবেন।

2 / 5
এক গ্লাস গরম দুধে হাফ চামচ ঘি মিশিয়ে পান করান।

এক গ্লাস গরম দুধে হাফ চামচ ঘি মিশিয়ে পান করান।

3 / 5
রাতে পেটের ওপর হিং মালিশ করুন।

রাতে পেটের ওপর হিং মালিশ করুন।

4 / 5
কাঁচা খাবার খাওয়াবেন না। 
ভাল করে সেদ্ধ করা খাবার খাওয়াবেন।

কাঁচা খাবার খাওয়াবেন না। ভাল করে সেদ্ধ করা খাবার খাওয়াবেন।

5 / 5
Follow Us: