Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: কানে, গলায়, পিঠে ‘ভালবাসার কামড়’! প্রকাশ্যেই দেখিয়েছেন যে সব বলি-তারকা

Bolly Gossip: 'লাভ বাইটস'-- শহুরে অভিধানে এ বেশ চেনা শব্দ। 'ভালবাসার কামড়'ও বলা যেতে পারে বাংলা তর্জমা করলে। এ হেন ভালবাসার কামড় নিয়ে সমাজে ছুঁৎমার্গও নেহাত কম নয়। তবে বেশ কিছু বলি অভিনেতা রয়েছে যারা এই কামড়কে প্রকাশ্যে দেখাতে পিছপা হননি। কারা তাঁরা?

| Edited By: | Updated on: Oct 13, 2023 | 8:30 AM
'লাভ বাইটস'-- শহুরে অভিধানে এ বেশ চেনা শব্দ। 'ভালবাসার কামড়'ও বলা যেতে পারে বাংলা তর্জমা করলে। এ হেন ভালবাসার কামড় নিয়ে সমাজে ছুঁৎমার্গও নেহাত কম নয়। তবে বেশ কিছু বলি অভিনেতা রয়েছে যারা এই কামড়কে প্রকাশ্যে দেখাতে পিছপা হননি। কারা তাঁরা? দেখুন তো আপনার পছন্দের নায়ক অথবা নায়িকা এই তালিকায় রয়েছেন কিনা।

'লাভ বাইটস'-- শহুরে অভিধানে এ বেশ চেনা শব্দ। 'ভালবাসার কামড়'ও বলা যেতে পারে বাংলা তর্জমা করলে। এ হেন ভালবাসার কামড় নিয়ে সমাজে ছুঁৎমার্গও নেহাত কম নয়। তবে বেশ কিছু বলি অভিনেতা রয়েছে যারা এই কামড়কে প্রকাশ্যে দেখাতে পিছপা হননি। কারা তাঁরা? দেখুন তো আপনার পছন্দের নায়ক অথবা নায়িকা এই তালিকায় রয়েছেন কিনা।

1 / 8
তালিকায় প্রথমেই রয়েছেন শাহরুখ খান। তাঁর গলার লাল দাগ আপনি মশার কামড় ভাবতেই পারেন তবে নিন্দকদের চোখে ওই দাগ পড়তেই তা নিয়ে আলোচনা কম হয়নি।

তালিকায় প্রথমেই রয়েছেন শাহরুখ খান। তাঁর গলার লাল দাগ আপনি মশার কামড় ভাবতেই পারেন তবে নিন্দকদের চোখে ওই দাগ পড়তেই তা নিয়ে আলোচনা কম হয়নি।

2 / 8
তালিকায় রয়েছেন মালাইকা অরোরাও। অর্জুন কাপুরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক কারও অজানা নয়। এ হেন মালাইকার পিঠে ও ঘাড়েও দেখা গিয়েছিল ওই 'ভালবাসার কামড়'।

তালিকায় রয়েছেন মালাইকা অরোরাও। অর্জুন কাপুরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক কারও অজানা নয়। এ হেন মালাইকার পিঠে ও ঘাড়েও দেখা গিয়েছিল ওই 'ভালবাসার কামড়'।

3 / 8
সিঙ্গল সলমনের খানের ঘাড়েও একবার দেখা গিয়েছিল লাভ বাইটস। যদিও ভাইজান এ নিয়ে মুখ খোলেননি, তবে চর্চা কি থামে?

সিঙ্গল সলমনের খানের ঘাড়েও একবার দেখা গিয়েছিল লাভ বাইটস। যদিও ভাইজান এ নিয়ে মুখ খোলেননি, তবে চর্চা কি থামে?

4 / 8
সইফ আলি খানও নাম লিখিয়েছেন এই তালিকায়। শার্টহীন শরীরে জ্বলজ্বল করেছিল তাঁর ভালবাসা কামড়। তা দেখাতে মোটেও দ্বিধাবোধ করেননি তিনি।

সইফ আলি খানও নাম লিখিয়েছেন এই তালিকায়। শার্টহীন শরীরে জ্বলজ্বল করেছিল তাঁর ভালবাসা কামড়। তা দেখাতে মোটেও দ্বিধাবোধ করেননি তিনি।

5 / 8
শুধু কি সইফ? মেয়ে সারা আলি খানও রয়েছেন কিন্তু এই লিস্টে। হলুদ পোশাকে সামনে আসতেই তাঁর লাভ বাইটস নজর এড়ায়নি কারও। যদিও সারা নিশ্চিত করেননি, এ আদপে লাভ বাইটস কিনা।

শুধু কি সইফ? মেয়ে সারা আলি খানও রয়েছেন কিন্তু এই লিস্টে। হলুদ পোশাকে সামনে আসতেই তাঁর লাভ বাইটস নজর এড়ায়নি কারও। যদিও সারা নিশ্চিত করেননি, এ আদপে লাভ বাইটস কিনা।

6 / 8
 ওদিকে প্রিয়াঙ্কা চোপড়াও কিন্তু লাভ বাইটস নিয়ে দিব্যি ঘুরে বেরিয়েছিলেন রাস্তায়। তা নিয়ে চর্চা হয়েছিল ঠিকই। তবে তিনি পাত্তা দেননি বিশেষ।

ওদিকে প্রিয়াঙ্কা চোপড়াও কিন্তু লাভ বাইটস নিয়ে দিব্যি ঘুরে বেরিয়েছিলেন রাস্তায়। তা নিয়ে চর্চা হয়েছিল ঠিকই। তবে তিনি পাত্তা দেননি বিশেষ।

7 / 8
 তবে জনগণ সবচেয়ে অবাক হয়েছিল যখন কঙ্গনা রানাওয়াতে গলার কাছে দেখা গিয়েছিল আদরের চিহ্ন। যদিও কুইন এ নিয়ে পালন করেছিলেন নীরবতা।

তবে জনগণ সবচেয়ে অবাক হয়েছিল যখন কঙ্গনা রানাওয়াতে গলার কাছে দেখা গিয়েছিল আদরের চিহ্ন। যদিও কুইন এ নিয়ে পালন করেছিলেন নীরবতা।

8 / 8
Follow Us: