Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay Kumar Struggle: ২৪ জনের সঙ্গে একঘরে বড় হওয়া অক্ষয় আজ কোটি কোটির মালিক

Akshay Kumar: শিখেছিলেন মার্শাল আর্ট। আর সেই শিক্ষা দিতেই তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বইতে। সেখানেই তাঁর এক ছাত্রের বাবা অক্ষয় কুমারকে প্রথম বিজ্ঞাপনে কাজ করার একটা সুযোগ করে দেন। সেখান থেকেই পাল্টে যায় তাঁর ভাগ্য।

| Edited By: | Updated on: Oct 12, 2023 | 9:00 PM
অক্ষয় কুমার, বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। যিনি প্রাথমিকভাবে অভিনেতা হওয়ার কথা কখনও ভাবেননি। তাঁর কল্পনাতেও আসেনি। তিনি বরং চেয়েছিলেন পরিবারের পাশে দাঁড়াতে।

অক্ষয় কুমার, বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। যিনি প্রাথমিকভাবে অভিনেতা হওয়ার কথা কখনও ভাবেননি। তাঁর কল্পনাতেও আসেনি। তিনি বরং চেয়েছিলেন পরিবারের পাশে দাঁড়াতে।

1 / 8
শিখেছিলেন মার্শাল আর্ট। তার শিক্ষা দিতেই তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বইতে। সেখানেই তাঁর এক ছাত্রের বাবা অক্ষয় কুমারকে প্রথম বিজ্ঞাপনে কাজ করার একটা সুযোগ করে দেন।

শিখেছিলেন মার্শাল আর্ট। তার শিক্ষা দিতেই তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বইতে। সেখানেই তাঁর এক ছাত্রের বাবা অক্ষয় কুমারকে প্রথম বিজ্ঞাপনে কাজ করার একটা সুযোগ করে দেন।

2 / 8
যা দেখে বেজায় খুশি হয়েছিলেন অক্ষয় কুমার। তিনি খাবারও পাচ্ছেন, তেমন পরিশ্রমও করতে হচ্ছে না, আবার তাঁকে টাকাও দেওয়া হচ্ছে। সেই শুরু।

যা দেখে বেজায় খুশি হয়েছিলেন অক্ষয় কুমার। তিনি খাবারও পাচ্ছেন, তেমন পরিশ্রমও করতে হচ্ছে না, আবার তাঁকে টাকাও দেওয়া হচ্ছে। সেই শুরু।

3 / 8
অনেকেই হয়তো জানেন না, একটা সময় যে বাড়ির সামনে ছবি তোলার জন্য তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি একটা সময় সেই বাড়িটাই কিনে ফেলেছিলেন।

অনেকেই হয়তো জানেন না, একটা সময় যে বাড়ির সামনে ছবি তোলার জন্য তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি একটা সময় সেই বাড়িটাই কিনে ফেলেছিলেন।

4 / 8
অথচ, চাদনি চকে যখন তিনি বড় হয়েছিলেন, তখন তিনি ২৪ জনের সঙ্গে একটা ঘরে থাকতেন। মুম্বইতে আসার আগে এটাই ছিল অক্ষয় কুমারের অন্দরমহলের কাহিনি।

অথচ, চাদনি চকে যখন তিনি বড় হয়েছিলেন, তখন তিনি ২৪ জনের সঙ্গে একটা ঘরে থাকতেন। মুম্বইতে আসার আগে এটাই ছিল অক্ষয় কুমারের অন্দরমহলের কাহিনি।

5 / 8
ঘর থেকে বেরতে হলে অন্যদের টপকে যেতে হত। এখানেই শেষ নয়, সপ্তম শ্রেণিতে ফেলও করেছিলেন তিনি, সবটাই তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

ঘর থেকে বেরতে হলে অন্যদের টপকে যেতে হত। এখানেই শেষ নয়, সপ্তম শ্রেণিতে ফেলও করেছিলেন তিনি, সবটাই তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

6 / 8
অক্ষয় কুমার বলিউডে একের পর এক যখন সুপারহিট ছবি দিচ্ছিলেন, দুর্যোগ তখনও বাকি ছিল। একটা সম পর পর তেরোটি ছবি তাঁর ফ্লপ হয়ে যায়। যা রীতিমত অবাক করেছিল সকলকে।

অক্ষয় কুমার বলিউডে একের পর এক যখন সুপারহিট ছবি দিচ্ছিলেন, দুর্যোগ তখনও বাকি ছিল। একটা সম পর পর তেরোটি ছবি তাঁর ফ্লপ হয়ে যায়। যা রীতিমত অবাক করেছিল সকলকে।

7 / 8
অক্ষয় কুমার তখনই স্থির করেছিলেন ভারত ছাড়বেন। নিয়েছিলেন কানাডার নাগরিকত্ব। যদিও সেই অক্ষয় এখন বলিউডের স্টার। যদিও সম্প্রতিতে আবারও বক্স অফিস সমীকরণ পাল্টে বেজায় চিন্তায় ফেলেছেন তিনি ভক্তদের।

অক্ষয় কুমার তখনই স্থির করেছিলেন ভারত ছাড়বেন। নিয়েছিলেন কানাডার নাগরিকত্ব। যদিও সেই অক্ষয় এখন বলিউডের স্টার। যদিও সম্প্রতিতে আবারও বক্স অফিস সমীকরণ পাল্টে বেজায় চিন্তায় ফেলেছেন তিনি ভক্তদের।

8 / 8
Follow Us: