Bollywood News: মহিলাদের পাশে থেকে আদর্শ পুরুষের পরিচয় দিয়েছে এই চরিত্রগুলি… দেখুন ছবিতে

Bollywood Heroes: বলিউডের কিছু পুরুষ চরিত্র, যারা মহিলাদের পাশে থেকেছে। কিন্তু তাদের পৌরুষ প্রমাণ করতে মহিলা চরিত্রদের উপর আধিপত্য ফলাতে দেখা যায়নি।

| Edited By: | Updated on: Jul 11, 2022 | 12:39 PM
'পিঙ্ক' ছবিতে অমিতাভ বচ্চন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবিতে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন বিগ বি। ছিলেন তাপসী পান্নু, কীর্তি কুলহারিরাও। মহিলাদের অধিকার নিয়ে কথা ছিল অমিতাভের চরিত্রটি।

'পিঙ্ক' ছবিতে অমিতাভ বচ্চন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবিতে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন বিগ বি। ছিলেন তাপসী পান্নু, কীর্তি কুলহারিরাও। মহিলাদের অধিকার নিয়ে কথা ছিল অমিতাভের চরিত্রটি।

1 / 6
'কি অ্যান্ড কা' ছবিতে অর্জুন কাপুর। হাউজ় হাজ়ব্যান্ডের বিষয়টি তুলে ধরা হয়েছিল ছবিতে। অর্জুনকে দেখা গিয়েছিল সে রকমই এক স্বামীর চরিত্রে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন করিনা কাপুর খান।

'কি অ্যান্ড কা' ছবিতে অর্জুন কাপুর। হাউজ় হাজ়ব্যান্ডের বিষয়টি তুলে ধরা হয়েছিল ছবিতে। অর্জুনকে দেখা গিয়েছিল সে রকমই এক স্বামীর চরিত্রে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন করিনা কাপুর খান।

2 / 6
'দ্য রেপিস্ট' ছবিতে অর্জুন রামপাল। অপর্ণা সেন পরিচালিত ছবিতে ধর্ষিতা নয়নার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন।

'দ্য রেপিস্ট' ছবিতে অর্জুন রামপাল। অপর্ণা সেন পরিচালিত ছবিতে ধর্ষিতা নয়নার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন।

3 / 6
'দিল ধড়ক নে দো' ছবিতে ফারহান আখতার। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন ফারহানের বোনের চরিত্রে। দাদা হিসেবে বোনকে কীভাবে রক্ষা করেছিল চরিত্রটি, দেখা যায় এই ছবিতে।

'দিল ধড়ক নে দো' ছবিতে ফারহান আখতার। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন ফারহানের বোনের চরিত্রে। দাদা হিসেবে বোনকে কীভাবে রক্ষা করেছিল চরিত্রটি, দেখা যায় এই ছবিতে।

4 / 6
'বাধাই হো' ছবিতে গজরাজ রাও। জাতীয় পুরস্কার পেয়েছিল ছবি। দর্শক নতুন করে আবিষ্কার করেছিল গজরাজকে।

'বাধাই হো' ছবিতে গজরাজ রাও। জাতীয় পুরস্কার পেয়েছিল ছবি। দর্শক নতুন করে আবিষ্কার করেছিল গজরাজকে।

5 / 6
'রাজ়ি' ছবিতে ভিকি কৌশল। আলিয়া ভাটের জীবনের উল্লেখযোগ্য ছবি। সেই সঙ্গে ভিকিরও। আলিয়ার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি।

'রাজ়ি' ছবিতে ভিকি কৌশল। আলিয়া ভাটের জীবনের উল্লেখযোগ্য ছবি। সেই সঙ্গে ভিকিরও। আলিয়ার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি।

6 / 6
Follow Us: