রাজ কাপুর- বলিউডের শো-ম্যান। বিখ্যাত পরিচালক রাজ কাপুর একটা সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। মেরা নাম জোকার ছবির সময় বিস্তর ক্ষতির মুখ দেখেছিলেন তিনি।
অমিতাভ বচ্চন- নিয়ম মেনে জাতীয় সঙ্গীত গাননি অমিতাভ বচ্চন। একবার ১ মিনিট ৫২ সেকেন্ডের বদলে এই গান তিনি শেষ করেছিলেন ১ মিনিট ২৬ সেকেন্ডে। তারপরই আইনীজটে পড়তে হয় তাঁকে।
মুহূর্তে খুশির হাওয়া বয়ে যায় গোটা টিমে। এভাবেই একে একে সকলকে রাজি করানো থেকে শুরু করে ছবির গল্প বোঝানো। খুব যত্নের সঙ্গে করেছিলেন ব্রহ্মাস্ত্র টিমের সদস্যরা। শাহরুখ খান বলেছিলেন, তিনি এই ছবির জন্য সব রকমের সাহায্য করতে রাজি আছেন।
গোবিন্দা- মেয়ের ছবির প্রিমিয়ারে এসে নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা জানিয়েছিলেন গোবিন্দা। একটা সময় আসে যখন তাঁর পকেটে একটা টাকাও ছিল না। ট্যাক্সি-রিক্সাতে উঠতেও দুবার ভাবতে হত।
প্রীতি জিন্টা- একটা সময় যে স্টার দিল সে, কাল হো না হো-র মত ছবিতে অভিনয় করেছেন, তাঁর মত স্টার কঠিন আর্থিক সমস্যায় ভোগেন। সেই সময় সলমন খান বাড়িয়ে ছিলেন সাহায্যের হাত।
শিল্পা শেট্টি- কেরিয়ারে ব্যপকভাবে সফল শিল্পা। তবে তিনি অর্থের অভাবে তাঁর আইপিএল টিমের জন্য একটি ভিডিয়ো বানাতে সক্ষম ছিলেন না। জানিয়েছিলেন, তিনি সঞ্চয় করার চেষ্টা করছেন।