Before Death: জীবনের শেষ মুহুর্ত কীভাবে কাটে? মৃত্যুর ঠিক এক ঘণ্টা আগেই ঘটে এই ৫ জিনিস!

Garud Puran: গরুড় পুরাণে, একজন ব্যক্তি যখন তার জীবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায় অর্থাৎ মৃত্যুপথগামী, তখন ঠিক ঠিক কী কী উপলব্ধি করেন, সে সম্পর্কে বিশদে তথ্য উল্লেখ করা হয়েছে। মানুষের জীবনের শেষের মুহূর্তগুলি কীভাবে ঘটে, তা জেনে নিন এখানে...

| Edited By: | Updated on: Aug 05, 2023 | 12:43 PM
জন্ম-মৃত্যু কখনও আগাম জানা সম্ভব নয়। উভয়ের উপর কোনও মানুষের হাত থাকতে পারে না। মৃত্যু এমনই এক অমূল্য সত্য যে কেউ এড়াতে পারে না। তবে জন্ম-মৃত্যুর চক্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি গরুড় পুরাণে বলা হয়েছে।

জন্ম-মৃত্যু কখনও আগাম জানা সম্ভব নয়। উভয়ের উপর কোনও মানুষের হাত থাকতে পারে না। মৃত্যু এমনই এক অমূল্য সত্য যে কেউ এড়াতে পারে না। তবে জন্ম-মৃত্যুর চক্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি গরুড় পুরাণে বলা হয়েছে।

1 / 11
গরুড় পুরাণে, একজন ব্যক্তি যখন তার জীবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায় অর্থাৎ মৃত্যুপথগামী, তখন ঠিক ঠিক কী  কী উপলব্ধি করেন, সে সম্পর্কে বিশদে তথ্য উল্লেখ করা হয়েছে। মানুষের জীবনের শেষের মুহূর্তগুলি কীভাবে ঘটে, তা জেনে নিন এখানে...

গরুড় পুরাণে, একজন ব্যক্তি যখন তার জীবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায় অর্থাৎ মৃত্যুপথগামী, তখন ঠিক ঠিক কী কী উপলব্ধি করেন, সে সম্পর্কে বিশদে তথ্য উল্লেখ করা হয়েছে। মানুষের জীবনের শেষের মুহূর্তগুলি কীভাবে ঘটে, তা জেনে নিন এখানে...

2 / 11
গরুড় পুরাণে বলা হয়েছে যে একজন ব্যক্তি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেই সময় তিনি তার চারপাশে পিতৃপুরুষদের দেখতে শুরু করেন। পৃথিবী ছেড়ে যারা চলে গিয়েছেন, তাদের ছায়া দেখতে পান তিনি।

গরুড় পুরাণে বলা হয়েছে যে একজন ব্যক্তি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেই সময় তিনি তার চারপাশে পিতৃপুরুষদের দেখতে শুরু করেন। পৃথিবী ছেড়ে যারা চলে গিয়েছেন, তাদের ছায়া দেখতে পান তিনি।

3 / 11
মনে হতে পারে, তাঁরা তাকে নিজের কাছে ডাকছেন। বিশ্বাস করা হয়, মৃত্যু আসন্ন যাঁদের, তাঁরাই পূর্বপুরুষদের দেখতে পান। শুধু তাই নয়, এর মাধ্যমে মৃত্যুপথগামীর শেষ ইচ্ছে পরিবারের কাছে জানিয়ে দিতে পারেন।

মনে হতে পারে, তাঁরা তাকে নিজের কাছে ডাকছেন। বিশ্বাস করা হয়, মৃত্যু আসন্ন যাঁদের, তাঁরাই পূর্বপুরুষদের দেখতে পান। শুধু তাই নয়, এর মাধ্যমে মৃত্যুপথগামীর শেষ ইচ্ছে পরিবারের কাছে জানিয়ে দিতে পারেন।

4 / 11
গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ঠিক সেই সময় এক রহস্যময় দরজা খুলে যায়। সেই দরজা থেকে তীব্র আলোর রশ্মি বের হতে দেখা যায় বলে মনে করা হয়।

গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ঠিক সেই সময় এক রহস্যময় দরজা খুলে যায়। সেই দরজা থেকে তীব্র আলোর রশ্মি বের হতে দেখা যায় বলে মনে করা হয়।

5 / 11
এও উল্লেখ রয়েছে,কেউ কেউ সেই দরজা থেকে শিখা বের হতে দেখেন। গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হওয়ার আগে রোগী যদি এমন দৃশ্য দেখেন, তাহলে পরিবারকে বুঝতে হবে, তিনি দ্রুত তাদের ছেড়ে চলেছেন।

এও উল্লেখ রয়েছে,কেউ কেউ সেই দরজা থেকে শিখা বের হতে দেখেন। গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হওয়ার আগে রোগী যদি এমন দৃশ্য দেখেন, তাহলে পরিবারকে বুঝতে হবে, তিনি দ্রুত তাদের ছেড়ে চলেছেন।

6 / 11
জীবনের শেষ মুহুর্তে, একজন কালো কুচকুচে ভয়ঙ্কর দেখতে এক ব্যক্তির দেখা পান। তিনি আসলে যমরাজ। দূত হিসেবে সেই ব্যক্তির আত্মাকে সঙ্গে নিয়ে যেতে আসেন।

জীবনের শেষ মুহুর্তে, একজন কালো কুচকুচে ভয়ঙ্কর দেখতে এক ব্যক্তির দেখা পান। তিনি আসলে যমরাজ। দূত হিসেবে সেই ব্যক্তির আত্মাকে সঙ্গে নিয়ে যেতে আসেন।

7 / 11
যখন একজন ব্যক্তি তার চারপাশে যমের দূতদের উপস্থিতি অনুভব করতে শুরু করেন, তখন বোঝা উচিত যে তাঁর আর শেষ শ্বাস বাকি রয়েছে। এমনটা ঘটলে আশেপাশের পরিবেশও নেগেটিভ হয়ে ওঠে।

যখন একজন ব্যক্তি তার চারপাশে যমের দূতদের উপস্থিতি অনুভব করতে শুরু করেন, তখন বোঝা উচিত যে তাঁর আর শেষ শ্বাস বাকি রয়েছে। এমনটা ঘটলে আশেপাশের পরিবেশও নেগেটিভ হয়ে ওঠে।

8 / 11
প্রবাদ রয়েছে, মৃত্যু এলে ছায়াও সায় দেয় না। তবে এই কথা সত্যিই কথার কথা নয়। মানুষের শেষ সময় ঘনিয়ে এলে সে জল, আয়না, বা তেলে তার প্রতিফলন বা ছায়া দেখতে পাওয়া যায় না। এমনটা ঘটলে বুঝতে হবে মৃত্যু একবারে শিয়রে।

প্রবাদ রয়েছে, মৃত্যু এলে ছায়াও সায় দেয় না। তবে এই কথা সত্যিই কথার কথা নয়। মানুষের শেষ সময় ঘনিয়ে এলে সে জল, আয়না, বা তেলে তার প্রতিফলন বা ছায়া দেখতে পাওয়া যায় না। এমনটা ঘটলে বুঝতে হবে মৃত্যু একবারে শিয়রে।

9 / 11
মানুষের যখন শেষ সময় ঘনিয়ে আসে, তখন হঠাৎ করে তার অতীতের ভালো-মন্দ কাজের কথা মনে পড়ে। শেষ মুহূর্তের সময় মনের মধ্যে চেপে থাকা ইচ্ছেগুলো তার পরিবারের সদস্যদের জানাতে চায়।

মানুষের যখন শেষ সময় ঘনিয়ে আসে, তখন হঠাৎ করে তার অতীতের ভালো-মন্দ কাজের কথা মনে পড়ে। শেষ মুহূর্তের সময় মনের মধ্যে চেপে থাকা ইচ্ছেগুলো তার পরিবারের সদস্যদের জানাতে চায়।

10 / 11
জীবনে যেগুলি কারওর সঙ্গে শেয়ার করেননি, সেগুলি যখন ওই ব্য়ক্তি বলবেন, তখন ধৈর্য় নিয়ে তাঁর কথা শোনা উচিত ও শেষ ইচ্ছে পূরণ করা প্রয়োজন।

জীবনে যেগুলি কারওর সঙ্গে শেয়ার করেননি, সেগুলি যখন ওই ব্য়ক্তি বলবেন, তখন ধৈর্য় নিয়ে তাঁর কথা শোনা উচিত ও শেষ ইচ্ছে পূরণ করা প্রয়োজন।

11 / 11
Follow Us: