Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arsenal: জাকার গোলে ইউরোপা লিগের নকআউটে আর্সেনাল

Europa League: ইউরোপা লিগে গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে চারটিই জয়। দু-ম্যাচ বাকি থাকতেই নক আউট পর্ব নিশ্চিত করল আর্সেনাল। গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে পিএসভি এন্দোভানকে ১-০ গোলে হারাল আর্সেনাল। ম্যাচের একমাত্র গোলটি করেন গ্রানিত জাকা।

| Edited By: | Updated on: Oct 21, 2022 | 3:29 AM
ইউরোপা লিগে গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে চারটিই জয়। দু-ম্যাচ বাকি থাকতেই নক আউট (Knockout) পর্ব নিশ্চিত করল আর্সেনাল। (ছবি : টুইটার)

ইউরোপা লিগে গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে চারটিই জয়। দু-ম্যাচ বাকি থাকতেই নক আউট (Knockout) পর্ব নিশ্চিত করল আর্সেনাল। (ছবি : টুইটার)

1 / 5
গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে পিএসভি এন্দোভানকে ১-০ গোলে হারাল আর্সেনাল। ম্যাচের একমাত্র গোলটি করেন গ্রানিত জাকা (Granit Xhaka)। (ছবি : টুইটার)

গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে পিএসভি এন্দোভানকে ১-০ গোলে হারাল আর্সেনাল। ম্যাচের একমাত্র গোলটি করেন গ্রানিত জাকা (Granit Xhaka)। (ছবি : টুইটার)

2 / 5
একমাত্র এবং জয়সূচক গোলের জন্য আর্সেনালকে (Arsenal) ৭০ মিনিট অবধি অপেক্ষা করতে হল। অবশেষে তমিয়াসুর ক্রসে সুইপে গোল জাকার। (ছবি : টুইটার)

একমাত্র এবং জয়সূচক গোলের জন্য আর্সেনালকে (Arsenal) ৭০ মিনিট অবধি অপেক্ষা করতে হল। অবশেষে তমিয়াসুর ক্রসে সুইপে গোল জাকার। (ছবি : টুইটার)

3 / 5
প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ এলেও কাজে লাগাতে ব্যর্থ আর্সেনাল। সবচেয়ে হতাশাজনক মুহূর্ত এসেছিল ৬২ মিনিটে। (ছবি : টুইটার)

প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ এলেও কাজে লাগাতে ব্যর্থ আর্সেনাল। সবচেয়ে হতাশাজনক মুহূর্ত এসেছিল ৬২ মিনিটে। (ছবি : টুইটার)

4 / 5
প্রতিপক্ষ ডিফেন্সকে কাটিয়ে গোলের অনবদ্য সুযোগ তৈরি করেন গ্যাব্রিয়েল জেসুস। যদিও গোলে শট রাখতে পারেননি। ছবিতেই পরিষ্কার তাঁর হতাশা। (ছবি : টুইটার)

প্রতিপক্ষ ডিফেন্সকে কাটিয়ে গোলের অনবদ্য সুযোগ তৈরি করেন গ্যাব্রিয়েল জেসুস। যদিও গোলে শট রাখতে পারেননি। ছবিতেই পরিষ্কার তাঁর হতাশা। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: