বদহজমের কারণ হতে পারে যে সব ভুল, জেনে শুধরে নিন নিজেকে

Acidity Problem: অনেকেই খাবার খাওয়ার সময় জল পান করেন। এটি করবেন না, এতে হজমে সমস্যা হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। হজমের জন্য আবার অনেকে সোডা বা কোল্ড ড্রিঙ্ক খান। অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করুন। এতে শরীরের মারাত্মক ক্ষতি হয়।

| Updated on: Feb 21, 2024 | 4:33 PM
আজকাল বদহজমের সমস্যায় ভোগেন অনেকেই। যাই-ই খান না কেন হজমের সমস্যা শুরু হয়ে যায়। তাই এই ভয়ে মন খুলে খেতেও ভুলে যাচ্ছেন মানুষজন।(ছবি:Pinterest)

আজকাল বদহজমের সমস্যায় ভোগেন অনেকেই। যাই-ই খান না কেন হজমের সমস্যা শুরু হয়ে যায়। তাই এই ভয়ে মন খুলে খেতেও ভুলে যাচ্ছেন মানুষজন।(ছবি:Pinterest)

1 / 8
এই সমস্যা থেকে মুক্তি পেতে হাল ধরতে হবে নিজেকেই। আপনি নিজের অজান্তেই সারাদিন এমন অনেককিছু করেন যার ফলে এই সমস্যা হয়।(ছবি:Pinterest)

এই সমস্যা থেকে মুক্তি পেতে হাল ধরতে হবে নিজেকেই। আপনি নিজের অজান্তেই সারাদিন এমন অনেককিছু করেন যার ফলে এই সমস্যা হয়।(ছবি:Pinterest)

2 / 8
জেনে নিন কী ধরেনর ভুল করেন আপনি, আর সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন তবেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। (ছবি:Pinterest)

জেনে নিন কী ধরেনর ভুল করেন আপনি, আর সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন তবেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। (ছবি:Pinterest)

3 / 8
প্রথম হল কখনই পেট ভর্তি করে খাবার খাবেন না। এতে হজমের সমস্যা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে সবসময় পেটের ২০ শতাংশ ফাঁকা রেখে খাবার খেতে হবে। (ছবি:Pinterest)

প্রথম হল কখনই পেট ভর্তি করে খাবার খাবেন না। এতে হজমের সমস্যা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে সবসময় পেটের ২০ শতাংশ ফাঁকা রেখে খাবার খেতে হবে। (ছবি:Pinterest)

4 / 8
তাহলে খাবার দ্রুত হজম হবে ও বদহজমের সমস্যা থেকে মুক্তি পাবেন। এ ছাড়া এতে শরীরও থাকবে সুস্থ। (ছবি:Pinterest)

তাহলে খাবার দ্রুত হজম হবে ও বদহজমের সমস্যা থেকে মুক্তি পাবেন। এ ছাড়া এতে শরীরও থাকবে সুস্থ। (ছবি:Pinterest)

5 / 8
অনেকেই খাবার খাওয়ার সময় জল পান করেন। এটি করবেন না, এতে হজমে সমস্যা হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। (ছবি:Pinterest)

অনেকেই খাবার খাওয়ার সময় জল পান করেন। এটি করবেন না, এতে হজমে সমস্যা হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। (ছবি:Pinterest)

6 / 8
হজমের জন্য আবার অনেকে সোডা বা কোল্ড ড্রিঙ্ক খান। অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করুন। এতে শরীরের মারাত্মক ক্ষতি হয়।(ছবি:Pinterest)

হজমের জন্য আবার অনেকে সোডা বা কোল্ড ড্রিঙ্ক খান। অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করুন। এতে শরীরের মারাত্মক ক্ষতি হয়।(ছবি:Pinterest)

7 / 8
এই ধরনের পানীয় সাময়িক স্বস্তি দিলেও হজম ক্ষমতা কমিয়ে দেয়। ফলে একেবারেই এ সব খাবেন না। (ছবি:Pinterest)

এই ধরনের পানীয় সাময়িক স্বস্তি দিলেও হজম ক্ষমতা কমিয়ে দেয়। ফলে একেবারেই এ সব খাবেন না। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: