Holi 2024: চোখ বাঁচিয়ে দোল খেলুন, চোখে রং ঢুকে গেলে যা কিছু করবেন…

Eye Care: রং খেলতে খেলতে অনেক সময় চোখে রং ঢুকে যায়। এই রং চোখ থেকে পরিষ্কার করতেও বেশ ঝক্কি পোহাতে হয়। ভেজাল মেশানো রং চোখের মারাত্মক ক্ষতি করে। দোলের রং থেকে চোখের সংক্রমণের ঝুঁকি বাড়ে। এই অবস্থা এড়াতে কী-কী করবেন, আর কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন, জেনে নিন। 

| Updated on: Mar 25, 2024 | 6:55 AM
আজ রঙের উৎসবে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই। দোলের সকাল থেকে রং খেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রঙের বিষাক্ত পদার্থের হাত থেকে ত্বক ও চুলকে বাঁচানোর উপায় বেছে নিয়েছেন। কিন্তু চোখের কথা ভেবেছেন কি?

আজ রঙের উৎসবে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই। দোলের সকাল থেকে রং খেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রঙের বিষাক্ত পদার্থের হাত থেকে ত্বক ও চুলকে বাঁচানোর উপায় বেছে নিয়েছেন। কিন্তু চোখের কথা ভেবেছেন কি?

1 / 8
রং খেলতে খেলতে অনেক সময় চোখে রং ঢুকে যায়। এই রং চোখ থেকে পরিষ্কার করতেও বেশ ঝক্কি পোহাতে হয়। ভেজাল মেশানো রং চোখের মারাত্মক ক্ষতি করে। এই অবস্থা এড়াতে কী-কী করবেন, আর কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন, জেনে নিন। 

রং খেলতে খেলতে অনেক সময় চোখে রং ঢুকে যায়। এই রং চোখ থেকে পরিষ্কার করতেও বেশ ঝক্কি পোহাতে হয়। ভেজাল মেশানো রং চোখের মারাত্মক ক্ষতি করে। এই অবস্থা এড়াতে কী-কী করবেন, আর কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন, জেনে নিন। 

2 / 8
ভেষজ রং ব্যবহার করলে যে ত্বকের ক্ষতি হবে না, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। বরং, রঙের হাত থেকে চোখকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেই উপায়ই খুঁজে নিতে হবে আপনাকে। 

ভেষজ রং ব্যবহার করলে যে ত্বকের ক্ষতি হবে না, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। বরং, রঙের হাত থেকে চোখকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেই উপায়ই খুঁজে নিতে হবে আপনাকে। 

3 / 8
চোখে রং ঢুকে গেলে চোখ লাল হয়ে যায়। জ্বালাভাব শুরু হয়ে যায়। পাশাপাশি দৃষ্টি ঝাপসা হয়ে আসে। চোখ থেকে রং বা আবির না বেরোলে চোখে ব্যথা হতে থাকে। এছাড়া এখান থেকে চোখে ইনফেকশনের ঝুঁকি বাড়ে।

চোখে রং ঢুকে গেলে চোখ লাল হয়ে যায়। জ্বালাভাব শুরু হয়ে যায়। পাশাপাশি দৃষ্টি ঝাপসা হয়ে আসে। চোখ থেকে রং বা আবির না বেরোলে চোখে ব্যথা হতে থাকে। এছাড়া এখান থেকে চোখে ইনফেকশনের ঝুঁকি বাড়ে।

4 / 8
চোখে আবির পড়লে বা রং ঢুকে গেলে ভুলেও চোখ রগরানোর চেষ্টা করবেন না। এতে আরও ক্ষতি হয় চোখের। এমনকি রং খেলতে খেলতে নোংরা হাত চোখে দেবেন না। এতে চোখে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

চোখে আবির পড়লে বা রং ঢুকে গেলে ভুলেও চোখ রগরানোর চেষ্টা করবেন না। এতে আরও ক্ষতি হয় চোখের। এমনকি রং খেলতে খেলতে নোংরা হাত চোখে দেবেন না। এতে চোখে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

5 / 8
সানগ্লাস পরে রং খেলতে নামুন। চশমা ব্যবহার করলে চোখে সরাসরি রং ঢুকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। শুকনো রং, আবির চোখের জন্য বেশি ক্ষতিকর। তাই আবির মাথায় বা কপালে দেওয়ার সময় সাবধান থাকুন। 

সানগ্লাস পরে রং খেলতে নামুন। চশমা ব্যবহার করলে চোখে সরাসরি রং ঢুকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। শুকনো রং, আবির চোখের জন্য বেশি ক্ষতিকর। তাই আবির মাথায় বা কপালে দেওয়ার সময় সাবধান থাকুন। 

6 / 8
চোখে রং ঢুকে গেলে প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এরপর চোখে-মুখে পরিষ্কার জলের ঝাপটা দিন। এতে যদি রং না বেরোয়, তাহলে তুলোর বল জলে ভিজিয়ে নিয়ে চোখ পরিষ্কার করে নিন। 

চোখে রং ঢুকে গেলে প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এরপর চোখে-মুখে পরিষ্কার জলের ঝাপটা দিন। এতে যদি রং না বেরোয়, তাহলে তুলোর বল জলে ভিজিয়ে নিয়ে চোখ পরিষ্কার করে নিন। 

7 / 8
প্রথমে চোখের পাতা উল্টে দিন। এরপর তুলোর বল জলে ভিজিয়ে নিন। ওই ভেজা তুলো দিয়ে ধীরে ধীরে রং পরিষ্কার করে নিন। খুব সাবধানে এই কাজটা সারবেন। এরপরও যদি চোখের অস্বস্তি না কমে, শীঘ্রই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। 

প্রথমে চোখের পাতা উল্টে দিন। এরপর তুলোর বল জলে ভিজিয়ে নিন। ওই ভেজা তুলো দিয়ে ধীরে ধীরে রং পরিষ্কার করে নিন। খুব সাবধানে এই কাজটা সারবেন। এরপরও যদি চোখের অস্বস্তি না কমে, শীঘ্রই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। 

8 / 8
Follow Us: