Leftover Food: আপনি কতদিন পর্যন্ত রান্না করা খাবারকে ফ্রিজে রেখে দিতে পারবেন জানেন?
বেশির ভাগ মানুষই রাতের অবশিষ্ট খাবার ফেলে দিতে পছন্দ করেন না, এতে খাদ্যের অপমান হয়। অনেক সময় রেস্তোরাঁ গেলে খেতে না পারলে অর্ডার করা ওই খাবার এনে আমরা ফ্রিজে ঢুকিয়ে দিই। পরদিন সকালে সেই বাসি খাবার গরম করে খাওয়া হয়। এটি প্রায় প্রতিটি সাধারণ বাড়িতেই ঘটে। অন্যদিকে, কেউ কেউ ব্যস্ততার কারণে তিন দিন ছাড়া একবার রান্না করেন এবং ফ্রিজে স্টোর করে রাখেন। সেই খাবারই প্রতিদিন ফ্রিজ থেকে বার করেন এবং গরম করে খান। কিন্তু এই খাবারগুলো কতক্ষণ অবধি ভাল থাকে এবং কতদিনের মধ্যে খাওয়া উচিত, জানেন?
Most Read Stories